বাংলা নিউজ > ক্রিকেট > শাহরুখের শহর ছাড়লেন KKR-র অধিনায়ক! যাচ্ছেন অপর এক নাইট তারকার দলে

শাহরুখের শহর ছাড়লেন KKR-র অধিনায়ক! যাচ্ছেন অপর এক নাইট তারকার দলে

ধ্রুব শোরে এবং নীতীশ রানা।

অবশেষে দিল্লি ছাড়লেন নীতীশ রানা। আসন্ন ঘরোয়া মরশুমে উত্তর প্রদেশের হয়ে খেলতে দেখা যাবে তাঁকে।

এখনও পুরোদমে শুরু হয়নি ভারতীয় ক্রিকেটের ঘরোয়া মরশুম। বেশির ভাগ রাজ্য ক্রিকেট দলগুলি তারা নিজেদের প্রাক মরশুম প্রস্তুতি শুরু করে দিয়েছে। যাতে ঘরোয়া মরশুমে নিজেদের দলকে সেরাটা দিতে পারেন। তবে ঘরোয়া মরশুম শুরু না হলেও এবার দল বদল করে ফেললেন দিল্লি দলের প্রাক্তন অধিনায়ক নীতীশ রানা। গত কয়েক দিন ধরেই তাঁর দিল্লি ছাড়া নিয়ে জল্পনা দেখা দেয়। শুধু তিনি একা নন, জানা যায় ধ্রুব শোরেও অন্যত্র খেলার জন্য ডিডিসিএর কাছে এনওসি চেয়েছেন।

অবেশেষে সেই খবরই সত্যি প্রমাণিত হল। দিল্লি ছাড়ছেন নীতীশ। নিজের সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই কথা জানিয়েছেন। শুধু তাই নয়, তিনি কেন খেলবেন তাও জানিয়েছেন তরুণ এই ক্রিকেটার। দিল্লি ছেড়ে নীতীশ যোগ দিচ্ছেন উত্তর প্রদেশে। সোশ্যাল মিডিয়ায় লম্বা বার্তা দিয়েছেন এই ক্রিকেটার। তাঁর পোস্ট করা বার্তায় তিনি ধন্যবাদ জানিয়েছেন ডিডিসিএ কর্তাদেরও। ফলে এটা পরিস্কার হয়ে গিয়েছে আগামী মরশুমে তিনি আর দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেলবেন না।

গত মরশুম থেকেই ডিডিসিএর সঙ্গে দূরত্ব তৈরি হয় নীতীশের। কিন্তু তিনি যে দল ছা়ড়বেন তা কেউ বুঝতেই পারেনি। তবে এবার সেই সিদ্ধান্তটা নিয়ে নিলেন নীতীশ। টুইটারে একটি পোস্ট করেন তিনি। সেখানে কলকাতা নাইট রাইডার্সের এই ক্রিকেটার লিখেছেন, 'গত কয়েক বছর ধরে ডিডিসিএ আমাকে যে সুযোগ দিয়েছে তার জন্য আমি আমার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। যখন আমি নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছি, আমি দিল্লি ক্রিকেটের অধিনায়কত্বের দিনগুলি মনে করতে চাই।'

নীতীশ আরও লেখেন, 'আমি রোহান জেটলিকে আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই। কারণ আমি যতদিন এখানে ছিলাম, আমাকে সবদিক থেকে সাহায্য করেছে সে। যাইহোক, আমি মনে করি পৃষ্ঠা উল্টানোর এবং আমার ক্যারিয়ারে একটি নতুন অধ্যায় শুরু করার সময় এসেছে। আমি অনেক চিন্তাভাবনা করে এই সিদ্ধান্তে এসেছি এবং আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে আমি আসন্ন ঘরোয়া মরশুমের জন্য উত্তর প্রদেশ ক্রিকেট সংস্থায় যোগ দেব। আমি উত্তর প্রদেশে সুযোগ পেয়ে উত্তেজিত। আমি নতুন উচ্চতায় পৌঁছতে সবার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি।'

নীতীশ রানা একজন আক্রমণাত্মক এবং চমৎকার বাঁহাতি ব্যাটার। ২৯ বছর বয়সী রানা টিম ইন্ডিয়ার হয়ে ১টি ওডিআই এবং ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। রানা, যিনি আইপিএল ২০২৩-এ কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন, আইপিএলে ১০৫ ম্যাচে ২৫৯৪ রান করেছেন, তাঁর দখলে ১৮টি হাফ সেঞ্চুরি রয়েছে। এছাড়া ৪৪টি প্রথম শ্রেণির ম্যাচে ৬টি সেঞ্চুরি সহ ২৫০৭ রান, ৭১টি লিস্ট এ ম্যাচে ৩টি সেঞ্চুরি সহ ২২০৯ রান এবং ১৭৫টি টি-টোয়েন্টি ম্যাচে ১টি সেঞ্চুরি সহ ৪২৭৫ রান করেছেন নীতীশ রানা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে

বন্ধ করুন