সদ্য শেষ হওয়া বিশ্বকাপ ভারত না জিতলেও, গোটা দলের পারফরম্যান্স নজর কেড়েছে সকলের। ব্যাটিং ও বোলিং, দুই বিভাগই প্রশংসা কুড়িয়েছে প্রাক্তন তারকা থেকে শুরু করে ক্রিকেটপ্রেমী সকলেরই। একদিকে যেমনি ব্যাট হাতে বিরাট কোহলি একের পর এক দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছেন, তেমনি বল হাতে বিধ্বংসী বোলিং এসেছে মহম্মদ শামির থেকে। তাঁর বলের গতি ভেঙে দিয়েছে বিপক্ষ দলের ব্যাটিং অর্ডারের কোমর। ক্রিকেট বিশ্বের বড় মঞ্চে তাঁর এই অনবদ্য পারফরম্যান্সের প্রশংসা করেছে সকলেই। টিম ইন্ডিয়ার বোলিং কোচ পরস মামব্রে দাবি করেছেন, বিশ্বের কোনও কোচের ক্ষমতা নেই শামির মতো বোলার তৈরি করার। পাশাপাশি তিনি প্রশংসা করেছেন জসপ্রীত বুমরাহর বোলিংয়েরও।
৭ ম্যাচে ২৪টি উইকেট নিয়ে বিশ্বকাপে সেরা বোলারদের মধ্যে শীর্ষস্থানে শেষ করেছেন মহম্মদ শামি। এর মধ্যে রয়েছে তিনটি ফাইফারও। প্রথম চারটি ম্যাচে তিনি খেলেননি। তবে পঞ্চম ম্যাচে খেলার সুযোগ পেয়ে একেবারে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে তুলে নিয়েছেন পাঁচটি উইকেট। এমনকি এই কিউয়ি বাহিনীদের বিরুদ্ধেই সেমিফাইনালে তিনি তোলেন ৭টি উইকেট। তাঁর এই বোলিং দেখে অত্যন্ত খুশি হয়েছেন পরস মামব্রে।
তিনি বলেন, ‘দেখুন যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন ক্রিকেট বিশ্বের কোনও কোচ শামির মতো বোলার তৈরি করতে পারবেন কিনা? তাহলে আমি বলব তারা পারবে না। বলের পর বল সিম নিয়ে পিচআপ করা এবং দু’দিকে সুইং করানো সহজ কথা নয়। এই গুণ শামি কঠোর পরিশ্রম করার পর অর্জন করতে পেরেছে। বহু বোলারই এর আগে এই রকম করার চেষ্টা করেছে, কিন্তু কেউ সফল হয়নি শামি ছাড়া। সুতরাং কেউ যদি এটা করে দেখাতে পারে তাহলে আমি মনে করব সে হবে দ্বিতীয় শামি।'
এছাড়াও এদিন টিম ইন্ডিয়ার বোলিং কোচ প্রশংসা করেন আরও এক তারকা বোলার জসপ্রীত বুমরাহরও। তিনি মনে করেন বুমরাহ শামির মতো দুদিকে বল সুইং করাতে পারে। মামব্রে বলেন, 'বুমরার বোলিং ধরণ বাকি বোলারদের থেকে ভিন্ন হলেও, ওর মধ্যেও ক্ষমতা রয়েছে বলকে দুদিকে টার্ন করানোর। শুধু শামি নয়, বুমরাহও নেটে কঠোর পরিশ্রম করে এই গুণ অর্জন করেছে। আমাদের দলের বোলারদের দাপটই আলাদা। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মতো দলকে ১০০ রানের নিচে অলআউট করা সহজ নয়, কিন্তু আমাদের বোলাররা সেটা করে দেখিয়েছে। বড় টুর্নামেন্টে এমন পারফরম্যান্স সত্যিই প্রশংসার যোগ্য।'