শুভব্রত মুখার্জি: আসন্ন ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে ফের একবার অবসর ভেঙে দলে ফিরেছেন বেন স্টোকস। ২০১৯ সালে ইংল্যান্ড তাদের ক্রিকেট ইতিহাসে প্রথম ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল। সেই বিশ্বকাপের ট্রফি জয়ের অন্যতম নায়ক ছিলেন বেন স্টোকস। স্বাভাবিকভাবেই বর্তমান ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক জোস বাটলারের অনুরোধে, স্টোকসের ফিরে আসাটা বিরাট পাওনা গতবারের চ্যাম্পিয়নদের। এই প্রসঙ্গে বলতে গিয়ে জোস বাটলার এবার স্পষ্টভাবে জানিয়ে দিলেন স্টোকসকে জোর করে ফেরত আনাটা সম্ভব ছিল না। বেন স্টোকস নিজে চেয়েছেন বলেই এটা বাস্তবে সম্ভব হয়েছে, এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন বাটলার।
বিষয়টি নিয়ে বলতে গিয়ে জোস বাটলার জানিয়েছেন, ‘সত্যি বলতে এটা বেনের (স্টোকস) নিজের সিদ্ধান্ত ছিল। আমরা সবাই কিন্তু বেনকে বেশ ভালোভাবেই চিনি। আমার মনে হয় না কেউ ওঁর সঙ্গে কথা বলে ওঁকে রাজি করাতে পারবে। কিছুদিন আগে এটা নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছিল। এই ফিরে আসার সিদ্ধান্তটা আমরা ওঁর উপরেই ছেড়ে দিয়েছিলাম। আমাদের এটা ভেবে ভালো লাগছে যে ও ফেরার জন্য মানসিকভাবে প্রস্তুত। আমরা যে কোনও সময় ওঁকে স্বাগত জানাব দলে। দলের জন্য এটা দারুণ একটা বিষয়। বেন একেবারে একজন স্বাধীন মানুষ। ও নিজেই নিজের সিদ্ধান্ত নিয়েছে। আমি লম্বা সময় ওঁর সঙ্গে খেলেছি। আমি ওঁর খুব ভালো বন্ধু। আমি জানতাম যদি আমি ওঁকে জোরাজুরি করতাম এবং বলতাম ‘ফিরে আসো, ফিরে আসো’ এটা বেনের সঙ্গে কোনও ভাবেই কাজে দিত না। কারণ ও সবসময় নিজের মনের সিদ্ধান্ত নেয়।'
জোস বাটলার ও ম্যাথু মট অনেকদিন ধরেই বেন স্টোকসের ওয়ানডে থেকে অবসরের সিদ্ধান্ত বদলের চেষ্টা করছিলেন। অবশেষে সেই চেষ্টায় সফল হয়েছেন তাঁরা। তাই তো সিদ্ধান্ত পরিবর্তন করে ওয়ানডে ক্রিকেটে ফিরেছেন স্টোকস। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে জয়ের নায়ক ছিলেন স্টোকস। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপের ফাইনাল জয়েও গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি। উল্লেখ্য তিন সংস্করণের খেলার চাপ নিতে না পারায় ওয়ানডে ক্রিকেট ছেড়েছিলেন বেন স্টোকস।