শুভব্রত মুখার্জি:- এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে বিশেষ করে সাদা বলের ফর্ম্যাটে অন্যতম শক্তিশালী দল হয়ে উঠছে আফগানিস্তান দল। ওয়ানডে ক্রিকেট, টি-২০ ক্রিকেটে বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে এই মুহূর্তে সমানে সমানে লড়াই করছে তারা। এই ওয়ানডে ক্রিকেটেই আফগানিস্তানের হয়ে প্রথম বলটি খেলেছিলেন তাদের ডানহাতি ব্যাটার নুর আলি জাদরান। সেই নুর জাদরান এবার আলবিদা জানালেন আন্তর্জাতিক ক্রিকেটকে। বৃহস্পতিবারেই তিনি অবসর নিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। আফগানিস্তানের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার এবার তাঁর ব্যাট-প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রসঙ্গত আফগানিস্তানের হয়ে তিন ফর্ম্যাটেই খেলেছেন নুর আলি জাদরান। লাল বলের ক্রিকেট অর্থাৎ টেস্ট খেলেছেন দুটি। ৫১টি ওডিআই ম্যাচ খেলেছেন তিনি। খেলেছেন ২৩টি ওডিআই। টেস্ট ক্রিকেট অর্থাৎ দীর্ঘতম সংস্করণে দুই ম্যাচ খেলার পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন আফগানিস্তানের এই ওপেনার। দাঁড়ি টানলেন তাঁর ১৫ বছরের লম্বা কেরিয়ারের। আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে শুরু হয়েছে আফগানিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর ঠিক এদিনকেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করে দিলেন ৩৫ বছর বয়সী নুর।
ঘটনাচক্রে ওয়ানডে দলে না থাকলেও মাঠে তাঁকে 'গার্ড অব অনার' দিয়েছেন আফগানিস্তানের ক্রিকেটাররা। উল্লেখ্য আফগানিস্তান তাদের প্রথম আনুষ্ঠানিক ওয়ানডে অর্থাৎ অফিসিয়াল ওয়ানডে ম্যাচটি খেলেছিল ২০০৯ সালে। সেই ম্যাচের প্রথম একাদশে ছিলেন নুর। ২০০৯ সালে বেনোনিতে স্কটল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে খেলেছিলেন তিনি। দলের হয়ে ইনিংস ওপেন করতে নেমে ২৮ বলে ৪৫ রান করেছিলেন তিনি। সেই ম্যাচে ৮৯ রানের ব্যবধানে জয় পেয়েছিল আফগানরা। এর ঠিক পরের বছর টি-২০'তেও অভিষেক হয়েছিল তাঁর। কানাডার বিপক্ষে অভিষেক ম্যাচে ৩১ রান করেছিলেন তিনি।
ওয়ানডে ফর্ম্যাটে তাঁর শেষ ম্যাচটি নুর খেলেছিলেন ২০১৯ সালে। প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। ওয়ানডেতে তাঁর একটি শতরান এবং ৭টি অর্ধশতরান রয়েছে। মোট রান ১২১৬। ব্যাটিং গড় ২৪.৮১।আফগানিস্তানের হয়ে টি-২০'তে শেষ খেলেছেন গত বছর। এশিয়ান গেমসে ভারতের বিপক্ষে তাঁর শেষ ম্যাচ খেলেছেন। এই সংস্করণে তাঁর রান ৫৯৭। স্ট্রাইক রেট ১০১.৮৭।