ওয়েলিংটনের বেসিন রিজার্ভ মাঠে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুটি টেস্ট ম্যাচের সিরিজটি অনুষ্ঠিত হচ্ছে। এখন সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। এই ম্যাচে নিউজিল্যান্ডের ক্রিকেটার গ্লেন ফিলিপস একটি বড় কীর্তি অর্জন করেছেন, যা নিয়ে বাইশ গজে বেশ আলোচনা চলছে। এই ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের হয়ে ৭১ রান করেন গ্লেন ফিলিপস। এরপরে বল হাতে নিজের পাঞ্জা খুললেন গ্লেন ফিলিপস।
আরও পড়ুন… আসন্ন লোকসভা নির্বাচনে কি লড়বেন যুবরাজ সিং? সব জল্পনা থেকে পর্দা তুললেন সিক্সার কিং
আসলে ১৬ বছরের মধ্যে প্রথমবারের মতো নিজেদের দেশের মাটিতে টেস্ট ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি কোনও কিউয়ি স্পিনারের ছিল না। সেটাই করে দেখালেন নিউজিল্যান্ডের এই স্পিনার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে উসমান খোয়াজা (২৮), ক্যামেরন গ্রিন (৩৪), ট্র্যাভিস হেড (২৯), মিচেল মার্শ (০) এবং অ্যালেক্স ক্যারিকে (৩) প্যাভিলিয়নের পথ দেখান গ্লেন ফিলিপস। গ্লেন ফিলিপসের আগে ২০০৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নেপিয়ার টেস্টে ১১০ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন জিতান প্যাটেল।
এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া
আপনাকে বলে রাখি যে, গ্লেন ফিলিপস তাঁর ক্যারিয়ারে প্রথমবারের মতো এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। গ্লেন ফিলিপস তার দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র ১৬৪ রানে অলআউট করে দিয়েছে। তবে এখনও ম্যাচে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৩৮৩ রান করে। এরপর অস্ট্রেলিয়ার বোলাররা নিউজিল্যান্ড দলকে প্রথম ইনিংসে ১৭৯ রানে অলআউট করে দিয়েছে। প্রথম ইনিংসের ভিত্তিতে ২০৪ রানের লিড পেয়েছিল অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের বোলাররা দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র ১৬৪ রানে অলআউট করে দেয়। ওয়েলিংটন টেস্ট জিততে নিউজিল্যান্ডের কাছে এখন ৩৬৯ রানের টার্গেট রয়েছে। যদিও ৫৯ রানে তিন উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড।
নাথান লিয়ন দুটি উইকেট নিয়েছেন। টম লাথামকে ৮ রানে আউট করেন তিনি। উইল ইয়ং ১৫ রানে সাজঘরে ফেরান ট্র্যাভিস হেড। কেন উইলিয়ামসনকেও ৯ রানে আউট করে ম্যাচে নিজেদের অবস্থানকে আরও মজবুত করেন নাথান লিয়ন। এই ম্যাচ জিততে হলে এখনও ৩০০-র বেশি রান করতে হবে নিউজিল্য়ান্ডকে। এমন অবস্থাতে গ্লেন ফিলিপসের দিকে তাকিয়ে রয়েছে সকলে। আজ ম্যাচের তৃতীয় দিন চলছে। বিশেষজ্ঞরা মনে করেন, কোনও অঘটন না ঘটলে এই ম্যাচের ফল নিশ্চিত ভাবেই পাওয়া যাবে।