শুভব্রত মুখার্জি:- ক্রাইস্টচার্চে শুক্রবার থেকেই শুরু হয়েছে অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট ম্যাচ। প্রথম টেস্টে অস্ট্রেলিয়া বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ড দলকে। সিরিজে তারা এগিয়ে রয়েছে ১-০ ব্যবধানে। এমন অবস্থায় প্রথম দিনের খেলা শেষে বেশ ব্যাকফুটে রয়েছে নিউজিল্যান্ড দল। যদিও তারা লড়াই চালাচ্ছে দিনের শেষে। এই ম্যাচেই অভিষেক হয়েছে কিউয়ি পেসার পেসার বেন সিয়ার্সের। আর অভিষেক ম্যাচেই তিনি এক অনন্য কৃতিত্ব অর্জন করে এক নজির গড়ার তালিকায় তুলে ফেলেছেন নিজের নাম।
এই মুহূর্তে বিশ্বে টেস্ট ক্রিকেটে অন্যতম সেরা ব্যাটার অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। আর নিজের অভিষেক ম্যাচেই স্টিভ স্মিথকে আউট করে দিয়ে তালিকায় জায়গা পেয়েছেন বেন সিয়ার্স। অভিষেক টেস্টেই স্মিথকে আউট করে দেওয়ার নজির গড়েছেন তিনি। এই তালিকায় একেবারে প্রথমেই রয়েছে পাকিস্তান স্পিনার ইয়াসির শাহর নাম। রয়েছেন দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ, ইংল্যান্ডের ক্রেগ ওভারটন-টম কারেন, ভারতের ওয়াশিংটন সুন্দর, শ্রীলঙ্কার প্রভাত জয়সূর্য, পাকিস্তানের খুররম শাহজাদ এবং ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ। সেই তালিকাতেই নিজের জায়গা করে নিয়েছেন বেন সিয়ার্স। স্বাভাবিক ভাবেই নিজের প্রথম টেস্ট ম্যাচে এমন রেকর্ড গড়ায় খুশি তিনি। এখন এটাই দেখার বিষয় সিয়ার্স এই ম্যাচে আরও কতগুলি উইকেট তুলে নিতে পারেন।
প্রসঙ্গত, ক্রাইস্টচার্চে এদিন প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড দল। মাত্র ১৬৪ রানে অলআউট হয়ে যায় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেছেন টম ল্যাথাম। অস্ট্রেলিয়ার হয়ে জোস হেজেলউড পাঁচটি, এবং মিচেল স্টার্ক তিনটি উইকেট নেন।জবাবে ব্যাট করতে নেমে দিন শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ১২৪ রান। ক্রিজে অপরাজিত রয়েছেন মার্নাস ল্যাবুশান এবং নাথান লিয়ন। মার্নাস ল্যাবুশান অপরাজিত রয়েছেন ৪৫ রানে। ক্যামেরুন গ্রিন ২৫ এবং ট্রেভিস হেড ২১ রান করেন। ওপেন করতে নামা স্টিভ স্মিথ আউট হন ১১ রানে। ২৪ বলে দুটি বাউন্ডারি হাঁকিয়ে তিনি আউট হয়ে যান । বেন সিয়ার্সেল বলে এলবিডব্লিউ আউট হয়ে যান স্মিথ। তারপরই এই রেকর্ডটি গড়েন কিউয়ি এই বোলার।