বাংলা নিউজ > ক্রিকেট > NZ vs BAN 1st T20I: ঘরের মাঠে পা হড়কাল কিউয়িদের, শরিফুল-লিটনের যুগলবন্দিতে দাপুটে জয় বাংলাদেশের

NZ vs BAN 1st T20I: ঘরের মাঠে পা হড়কাল কিউয়িদের, শরিফুল-লিটনের যুগলবন্দিতে দাপুটে জয় বাংলাদেশের

দাপুটে জয় নিউজিল্যান্ডের। ছবি- এএফপি।

New Zealand vs Bangladesh 1st T20I: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে দাপুটে জয় তুলে নেয় নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ব্যাটে-বলে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন মেহেদি হাসান।

নিউজিল্যান্ড সফরে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ ২-১ ব্যবধানে হারতে হয় বাংলাদেশকে। তবে জয় দিয়ে পরবর্তী টি-২০ সিরিজ শুরু করেন নাজমুল হোসেন শান্তরা। সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচের পরে এবার প্রথম টি-২০'তেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ।

নেপিয়ারে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে টস জিতে নিউজিল্যান্ডকে শুরুতে ব্যাট করতে পাঠান বাংলাদেশ দলনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরুতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ইনিংসের শুরু থেকে নিয়মিত অন্তরে উইকেট হারাতে থাকে। শেষমেশ নির্ধারিত ২০ ওভারে কিউয়িরা ৯ উইকেটের বিনিময়ে ১৩৪ রান সংগ্রহ করে।

ছয় নম্বরে ব্যাট করতে নেমে জেমস নিশাম নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন। তিনি দলের হয়ে সব থেকে বেশি ৪৮ রান করে সাজঘরে ফেরেন। ২৯ বলের আগ্রাসী ইনিংসে তিনি ৪টি চার ও ৩টি ছক্কা মারেন। ২২ বলে ২৩ রান করেন ক্যাপ্টেন মিচেল স্যান্টনার। তিনি ২টি চার মারেন।

এছাড়া ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৯ বলে ১৯ রান করেন মার্ক চাপম্যান। ২টি ছক্কার সাহায্যে ১২ বলে ১৬ রান করে নট-আউট থাকেন অ্যাডাম মিলিন। ২টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ১৪ রান করেন ডারিল মিচেল। বাকিরা কেউই বলার মতো রান করতে পারেননি।

আরও পড়ুন:- Year Ender 2023: বিষেণ সিং বেদী থেকে মহম্মদ হাবিব, ২০২৩ কেড়ে নিয়েছে যে সব কিংবদন্তি ক্রীড়াবিদদের

ফিন অ্যালেন ১, টিম সাউদি ৮, ইশ সোধি ২ ও বেন সিয়ার্স ১ রানের যোগদান রাখেন। খাতা খুলতে পারেননি টিম সেফার্ত ও গ্লেন ফিলিপস। বাংলাদেশের শরিফুল ইসলাম ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। ৪ ওভারে ১৪ রানের বিনিময়ে ২টি উইকেট নেন মেহেদি হাসান। ৪ ওভারে ১৫ রানের বিনিময়ে ২টি উইকেট পকেটে পোরেন মুস্তাফিজুর রহমান। ১টি করে উইকেট সংগ্রহ করেন তানজিম হাসান শাকিব ও রিশাদ হোসেন।

পালটা ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৮.৪ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৩৭ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ৮ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে ৩ ম্যাচের টি-২০ সিরিজে ১-০ লিড নেয় বাংলাদেশ।

আরও পড়ুন:- Test Team Of The Year: স্টার স্পোর্টসের বর্ষসেরা টেস্ট দল থেকে বাদ কোহলি, হতবাক ইরফানরা

ওপেন করতে নেমে লিটন দাস ৩৬ বলে ৪২ রানের দুরন্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৫ বলে ২২ রান করেন সৌম্য সরকার। ৪টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ১৯ রান করে আউট হন ক্যাপ্টেন নাজমুল। ১টি ছক্কার সাহায্যে ১৮ বলে ১৯ রানের যোগদান রাখেন তৌহিদ হৃদয়। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৬ বলে ১৯ রান করে নট-আউট থাকেন মেহেদি হাসান।

রনি তালুকদার ১টি ছক্কার সাহায্যে ৭ বলে ১০ রান করেন। ৬ বলে ১ রান করে আউট হন আফিফ হোসেন। নিউজিল্যান্ডের হয়ে ১টি করে উইকেট নেন টিম সাউদি, অ্যাডাম মিলিন, জেমস নিশাম, বেন সিয়ার্স ও মিচেল স্যান্টনার। উইকেট পাননি ইশ সোধি। ম্যাচের সেরা হন মেহেদি হাসান।

ক্রিকেট খবর

Latest News

২৮,২০৮ টাকা বোনাস বাড়বে রেলকর্মীদের? কেন্দ্রের ঘোষণার পরে সামনে অঙ্ক, রইল হিসাব ‘সব ইন্ডাস্ট্রিতেই রাজনীতি হয়…কারও পেটে লাথি মেরো না’, টলিউডের ভাঙন নিয়ে সরব দেব ‘চুমুও পাঠাচ্ছো মিঠুনকে,’ দেবকে চেপে ধরলেন কুণাল, জবাব এল মুখের উপর শ্রীলঙ্কাকে ৩১ রানে হারিয়ে T20 WC 2024 অভিযান শুরু করল ফাতিমা সানার পাকিস্তান সত্যজিতের পর একমাত্র সৃজিত! বাইশে শ্রাবণ জায়গা করে নিল এই খাস তালিকায় পুজোয় মিঠাইরানিকে মিষ্টি উপহার মমতার! দিদির ভালোবাসায় আপ্লুত সৌমিতৃষা, কী পেলেন? ICC-র আসরে IPL-এর প্রযুক্তি! মহিলাদের T20 WC 2024-এ স্মার্ট রিপ্লে সিস্টেম এবার সিনিয়র ডাক্তাররাও কর্মবিরতিতে, শুক্রবার এনআরএসে জুনিয়রদের পাশে… বৃহস্পতির বক্রী চলন সমস্যা বাড়াবে! সম্পর্কে ফাটল অর্থের অপচয়ে নাজেহাল হবে ৫ রাশি শারদীয়া নবরাত্রির নয় দিনে কী বিশেষ ভোগ নিবেদনে হবে ইচ্ছাপূর্তি জেনে নিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.