ড্যারিল মিচেল সজোরে একটি ছক্কা হাঁকিয়েছিলেন। সেটা সরাসরি ক্যামেরায় গিয়ে লাগে। নিউজিল্যান্ড এবং পাকিস্তানের মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের সময় একটি আকর্ষণীয় মুহূর্ত তৈরি হয়েছিল। ঘটনাটি ঘটে নিউজিল্যান্ডের ইনিংসের ১১তম ওভারে, যখন আব্বাস আফ্রিদির ডেলিভারিতে ড্যারিল মিচেল লং-অফের দিকে একটি শক্তিশালী শট হাঁকিয়েছিলেন। বলটি সোজা গিয়ে বাউন্ডারি লাইনের ওপারে রাখা একটি ক্যামেরায় সজোরে গিয়ে লাগে। যাইহোক, এর পর যা ঘটেছিল তা সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। কারণ পাকিস্তানের ব্যাটসম্যান বাবর আজম ক্যামেরাম্যানের কাছে গিয়ে তাকে হাই-ফাইভ দেন।
বাবরের এই অঙ্গভঙ্গি ধারাভাষ্যকারদের আপ্লুত করেছে। ভিডিয়োটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আর ক্রিকেট প্রেমীরা বাবরের এমন মিষ্টি ব্যবহারে পুরোপুরি মুগ্ধ।
কিউয়িদের ইনিংস চলাকালীন ১১তম ওভারে পাকিস্তানের আব্বাস আফ্রিদির একটি বলে সপাটে একটি ছক্কা মেরেছিলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারেল মিচেল। সেটি বাউন্ডারি লাইনের সামনে থাকা একটি ক্যামেরায় গিয়ে লাগে। যা দেখে মোটেও খুশি হননি ক্যামেরাম্যান। তাঁর প্রতিক্রিয়া তেমনই বলে দিচ্ছিল। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। অনেকেই সোশ্যাল মিডিয়া সাইট এক্সে (আগের টুইটার) লিখেছেন, ড্যারিল মিচেলের ছক্কায় ক্যামেরা ভেঙে যাওয়ায় ক্যামেরাম্যান খুশি হননি।
আরও পড়ুন: ইন্দোরে কোহলিকে আলিঙ্গন করে আটক হওয়া ভক্ত ছাড়া পেতেই, মালা পরিয়ে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হল- ভিডিয়ো
অপর এক ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, ড্যারিলের মারা ছয় ক্যামেরায় গিয়ে লাগতেই সেখানে ছুটে যান পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজম। তিনি গিয়ে ক্যামেরাম্যানের কাছে জানতে চান, সব ঠিকঠাক আছে কিনা। ভিডিয়োতে দেখা গিয়েছে, সেই ক্যামেরাম্যান বাবরকে দেখান বলটি ক্যামেরার কোন অংশে গিয়ে লেগেছিল। এবং সেটি ঠিক আছে। এই ম্যাচে ১০ বলে ১৭ রান করেছিলেন মিচেল।
যাইহোক ম্যাচটি তিন দিন আগে হলেও, বাবরের সেই ভিডিয়ো এতটাই ভাইরাল হয়েছে, তা নিয়ে চলছে এখন চর্চা। সেই ম্যাচে পাকিস্তান ২১ রানে হেরে গিয়েছিল। এর পর বুধবারও আরও একটি ম্যাচ হয়েছে, সেই ম্যাচেও হেরেছে পাকিস্তান। এমন কী প্রথম টি-টোয়েন্টিতেও হেরেছিলেন বাবর আজমরা। এই নিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টানা তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হেরে বলে থাকল বাবর আজমরা। সেই সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজও, দুই ম্যাচ বাকি থাকতে হাতছাড়া করল পাকিস্তান। পাক ব্রিগেডের হাল এখন খুবই খারাপ।
বিশ্বকাপে পাকিস্তানকে দল খারাপ খেলেছিল। তার পর অধিনায়ক, দল, নির্বাচক সবেতেই আমূল পরিবর্তন হয়েছে। তবে তার পরেও দলের হাল ফেরেনি। হেরেই চলেছে পাকিস্তান।