নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি সহজেই নিজেদের পকেটে তুলে নিয়েছে নিউজিল্যান্ড। একেবারে বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। সৌজন্যে ব্যাট হাতে দলের তারকা অলরাউন্ডার রাচিন রবীন্দ্রর একটি আগ্রাসি ইনিংস।
কিন্তু ঘুরে দাঁড়াতে হলে সিরিজের দ্বিতীয় এবং অন্তিম টেস্ট ম্যাচটি জেতা অত্যন্ত জরুরি দক্ষিণ আফ্রিকার কাছে এবং একপ্রকার এমনই একটি লড়াইয়ের মনোভাব দেখা গেল দক্ষিণ আফ্রিকার তরুণ ক্রিকেটারদের খেলায়। কিউই বাহিনীদের দাপুটে বোলিংয়ের সামনে একেবারে দেওয়ালের মতো দাঁড়িয়ে রয়েছে প্রোটিয়া ব্যাটাররা। দ্রুত উইকেট পড়লেও দিনের শেষে ক্রিজে আঁকড়ে পড়ে রয়েছেন রুয়ান ডি সোয়ার্ড ও শন ভন বার্গ। বলা যায়, দুজনে আপাতত আশার আলো টিকিয়ে রেখেছে নীল ব্র্যান্ডদের জন্য।
মঙ্গলবার, অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি, হ্যামিলটনের সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামেন দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক নীল ব্র্যান্ড। তবে নেমেই, শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে তারা। ১০০ রান হওয়ার আগেই তারা হারায় চারটি উইকেট। কিউইদের পেস বোলিংয়ের সামনে রীতিমতো মাথানত করতে বাধ্য হয় দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা।
এরপরই শুরু হয় রাচিন রবীন্দ্রর স্পিন ম্যাজিক। তিনি একাই তোলেন তিনটি উইকেট। এছাড়া একটি করে উইকেট নিজেদের ঝুলিতে তোলেন উইলিয়াম, হেনরি ও ওয়াগনার। দিনের শেষে ৮৯ ওভারে দক্ষিণ আফ্রিকার রান দাঁড়ায় ছয় উইকেটে ২২০। অপরাজিত রয়েছেন রুয়ান ডি সোয়ার্ডট ও শন বার্গ। আপাতত তাঁরা লেগেছেন তাঁদের দলকে ম্যাচে ফিরিয়ে আনতে। সোয়ার্ডট অপরাজিত রয়েছেন ১৩৫ বলে ৫৫ রানে, যার মধ্যে রয়েছে ৯টি চার। অন্যদিকে, বার্গ অপরাজিত রয়েছেন ৩৪ রানে।
প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে একঝাঁক তরুণ ক্রিকেটারকে নিয়ে খেলছে দক্ষিণ আফ্রিকা। স্বয়ং দলের অধিনায়ক নীল ব্র্যান্ডের অভিষেক ঘটেছে গত টেস্টে। যদিও প্রথম টেস্ট ২৮১ রানে জেতে কেন উইলিয়ামসনরা। তবে তরুণ প্রোটিয়া ক্রিকেটারদের লড়াই প্রশংসা কুড়িয়েছে সকলের। এবার দেখার বিষয় শেষ পর্যন্ত দ্বিতীয় টেস্টে তারা ঘুরে দাঁড়াতে পারে কিনা। নীল ব্র্যান্ডরা কি পারবেন অন্তিম টেস্টটি জিততে? দক্ষিণ আফ্রিকা কি পারবে সিরিজে সমতা ফিরিয়ে পরাজয় এড়াতে? নাকি হোয়াইটওয়াশ করবে নিউজিল্যান্ড? সব উত্তর পাওয়া যাবে কয়েক দিনের মধ্যেই।