শুভব্রত মুখার্জি: বছরের শেষ দিকে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে ওডিআই বিশ্বকাপের আসর। বিশ্বকাপে অংশ নিতে গোটা বিশ্ব থেকে কোয়ালিফাই করা দেশগুলো ভারতে এসে উপস্থিত হবে। এই আসরে খেলতে আসবে প্রতিবেশি দেশ তথা ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানও। তবে প্রতিবেশিদের জন্য আলাদা খাতির যত্নের যে কোনও ব্যবস্থা করা হবে না, তা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে ভারত সরকারের তরফে। বিশ্বকাপে খেলতে আসা বাকি দলগুলোর জন্য যে ধরনের খাতির যত্নের আয়োজন করা হবে, পাকিস্তানের জন্যও ঠিক সেটাই থাকবে আলাদা করে। কোনও 'স্পেশাল' খাতিরের ব্যবস্থা না থাকার কথা জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রকের কর্তা অরিন্দম বাগচী।
আরও পড়ুন: যশস্বী-শুভমন ঝড়ে উড়ে গেল উইন্ডিজ, হল একাধিক নজির, দেখে নিন তালিকা
পাকিস্তান দল ভারতে আদৌ বিশ্বকাপ খেলতে আসবে কিনা, তা নিয়ে নাটক চরমে পৌঁছেছিল। সেই দেশের সরকার তাদের ভারতে আসার ছাড়পত্র দিতে বেশ কিছুটা সময় নেয়। ভারতে বাবরদের পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর পর দেশের সদ্য প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছিলেন, ‘ইসলামাবাদ খেলার সঙ্গে রাজনীতি মেশায় না। আমরা ভারতকে ভারতের মাটিতে হারাতে চাই। সে কারণেই সেখানে দল পাঠাচ্ছি।’ বিলওয়ালের সেই মন্তব্যেরও জবাব দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রকের কর্তা অরিন্দম বাগচী। তিনি বলেছেন, ‘একে (ভারত বনাম পাকিস্তান ম্যাচকে) যুদ্ধ হিসেবে দেখা হলেও, আদতে তা একেবারেই নয়। আশা করি, দারুণ একটি ম্যাচ হবে। বিশ্বকাপে আসা প্রতিটি দলের জন্য যেমন ব্যবস্থাপনা থাকবে, পাকিস্তান দলের জন্যও তেমনই ব্যবস্থাপনা থাকবে। আলাদা করে খাতিরদারির কোনও আয়োজন থাকবে না।’
আরও পড়ুন: হোল্ডার, ম্যাকয়েদের বিরুদ্ধে খেলতে IPL সাহায্য করেছে- ভারতকে জিতিয়ে দাবি যশস্বীর
প্রসঙ্গত ৫ অক্টোবর ভারতে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। যেখানে শেষ পর্যন্ত বাবর আজম–শাহিন শাহ আফ্রিদিদের ভারতে বিশ্বকাপে অংশ নিতে সবুজ সঙ্কেত দিয়েছে পাকিস্তান সরকার। গত রবিবার তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। পাশাপাশি এটাও জানানো হয়েছে, ভারতের মাটিতে পাকিস্তান দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েই গিয়েছে দেশের সরকারের।নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আইসিসির সহযোগিতাও চাওয়া হয়েছে পাকিস্তানের তরফে। ভারতের বিদেশমন্ত্রক পরিষ্কার জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে পাকিস্তান দলের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা তারা করবে না। অন্য দলগুলোকে যে ভাবে ‘খাতিরদারি’ করা হবে, পাকিস্তানের জন্যও সেই ব্যবস্থা থাকবে।
ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেছেন, ‘বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলকে অন্য দলগুলোর মতোই খাতির করা হবে। নিরাপত্তার বিষয়টি নিরাপত্তা সংস্থা কিংবা আয়োজকেরা নিশ্চিত করবে। আমরা অবশ্যই চাইব, নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব কিছু করা হবে। তবে সেটা শুধু পাকিস্তানের জন্য নয়; বাকি সব দলের জন্যও একই ব্যবস্থা থাকবে।’