বাংলা নিউজ > ক্রিকেট > Ranji Trophy 2024: প্রাক্তন নাইট তারকার ব্যাটে অসাধ্যসাধন, ঋদ্ধিদের ডেরায় রঞ্জির ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয় রেলের

Ranji Trophy 2024: প্রাক্তন নাইট তারকার ব্যাটে অসাধ্যসাধন, ঋদ্ধিদের ডেরায় রঞ্জির ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয় রেলের

রঞ্জি ট্রফিতে রেকর্ড রান তাড়া করে জয় রেলওয়েজের। ছবি- টুইটার।

Tripura vs Railways Ranji Trophy 2024: দুই ইনিংসেই ৪টি করে উইকেট নেন যুবরাজ সিং। দল হারায় ব্যর্থ হয় ব্যাট হাতে সুদীপ চট্টোপাধ্যায়ের লড়াই।

ঘরের মাঠে জয়ের জন্য রেলওয়েজের সামনে বড়সড় লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দিয়েছিল ঋদ্ধিমান সাহার নেতৃত্বাধীন ত্রিপুরা। জিততে হলে রঞ্জি ট্রফির ইতিহাসে রেকর্ড রান তাড়া করতে হতো রেলওয়েজকে। প্রথম ইনিংসে কোনও রকমে ১০০ টপকে অল-আউট হওয়া দল শেষ ইনিংসে পৌনে চারশো রান তাড়া করে ম্যাচ জিতবে, এমনটা ভাবা খুব সহজ ছিল না ক্রিকেটপ্রেমীদের পক্ষে।

তবে কলকাতা নাইট রাইডার্সের এক প্রাক্তন তারকা বদলে দেন সবার ধারণা। অভিজ্ঞ ওপেনারের ব্যাটে ভর করে অসাধ্যসাধন করে রেলওয়েজ। রঞ্জি ট্রফির ইতিহাসে সব থেকে বেশি রান তাড়া করে ম্য়াচ জয়ের সর্বকালীন রেকর্ড গড়ে তারা।

আগরতলায় রঞ্জি ট্রফির এলিট-সি গ্রুপের ম্যাচে সম্মুখসমরে নামে ত্রিপুরা ও রেলওয়েজ। ঘরের মাঠে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ত্রিপুরা। তারা প্রথম ইনিংসে ১৪৯ রান সংগ্রহ করে। ৭১ রান করেন শ্রীদাম পাল। সুদীপ চট্টোপাধ্যায় ৫ ও ঋদ্ধিমান সাহা ১ রান করে আউট হন। যুবরাজ সিং ৪টি উইকেট নেন।

পালটা ব্যাট করতে নেমে রেলওয়েজ ১০৫ রানে অল-আউট হয়ে যায়। অরিন্দম ঘোষ ৬২ ও প্রথম সিং ২০ রান করেন। ৪ রান করেন ক্যাপ্টেন উপেন্দ্র যাদব। ত্রিপুরার মণিশঙ্কর মুরাসিং ৫টি উইকেট দখল করেন। ৩টি উইকেট নেন বিক্রমজিৎ দেবনাথ।

আরও পড়ুন:- ‘সুযোগ পেলে ধোনিকে জিজ্ঞাসা করব, কেন বাদ পড়তে হয়েছিল আমাকে?’, শেষ দিনেও অভিমানী মনোজ

প্রথম ইনিংসের নিরিখে ৪৪ রানে এগিয় থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে ত্রিপুরা। তারা দ্বিতীয় ইনিংসে ৩৩৩ রান তোলে। নিশ্চিত শতরান হাতছাড়া করেন সুদীপ চট্টোপাধ্যায়। তিনি ৯৫ রান করে আউট হয়ে বসেন। ৬২ রান করেন গণেশ সতীশ। ঋদ্ধিমান সাহা ৫ রান করেন। ৪টি করে উইকেট নেন যুবরাজ সিং ও হিমাংশু সাঙ্গওয়ান।

আরও পড়ুন:- IND vs ENG: ‘সেরা তারকাকে’ চতুর্থ টেস্টে বসিয়ে দিতে চলেছে ভারত! দলে ঢুকবেন কে?

জয়ের জন্য শেষ ইনিংসে রেলওয়েজের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৭৮ রানের। রঞ্জি ট্রফিতে এত রান তাড়া করে ম্যাচ জেতেনি আর কোনও দল। সুতরাং, কাজটা মোটেও সহজ ছিল না। শেষমেশ ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৩৭৮ রান সংগ্রহ করে নেয় রেলওয়েজ। ৫ উইকেটে ম্যাচ জিতে ইতিহাস গড়ে তারা।

একদা কলকাতা নাইট রাইডার্স শিবিরে থাকা প্রথম সিং ১৬৯ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে অপরাজিত থাকেন। ৩০০ বলের ম্যাচ জেতানো ইনিংসে তিনি ১৬টি চার ও ১টি ছক্কা মারেন। ১০৬ রান করেন মহম্মদ সইফ। অরিন্দম ঘোষ ৪০ ও উপেন্দ্র যাদব অপরাজিত ২৭ রান করেন। মুরাসিং দ্বিতীয় ইনিংসে ৩টি উইকেট দখল করেন।

ক্রিকেট খবর

Latest News

আরজি কর কাণ্ডের তদন্তে এবার বড় পদক্ষেপ? CBI নজরে শাসকদলের ২ 'প্রভাবশালী' নেতা রবিবার দীপিকা-রণবীরের কোলে এল প্রথম সন্তান, ছেলে না মেয়ে হল দীপবীরের? ‘বলি কোলের এখানে বসবি, গালে মুখটা লেগে যায়’, যৌন হেনস্তায় সাফাই অরিন্দম শীলের ‘একজন ছেড়েছেন, আরেকজনও ছাড়ুন’, জহরের ইস্তফা ঘোষণার পর প্রথম প্রতিক্রিয়া TMCর ঘুটিয়ারি শরিফ স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, বন্ধ ট্রেন চলাচল, পরিষেবা বিপর্যস্ত ছয়ের গেরোয় ব্রাজিল! ইতিহাস গড়ে ব্লাইন্ড ফুটবলে সোনা ফ্রান্সের, তুমুল উচ্ছ্বাস সতর্ক থাকুন নচেৎ হতে পারে আর্থিক ক্ষতি! কী বলছে সাপ্তাহিক রাশিফল সার্ভিস রুল মনে আছে তো? রাজ্য সরকারি কর্মচারীদের কড়া ‘ওয়ার্নিং’ দিল নবান্ন! এমন পিচে ৪৪ বলে ৫৪ রান! রোহিত-গম্ভীরদের কি কোনও বার্তা দিতে চাইলেন শ্রেয়স আইয়ার চারদিকে আরজি কর নিয়ে প্রতিবাদ! অবশেষে মেয়ে ইয়ালিনি কোলে সামনে এলেন শুভশ্রী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.