প্লে-অফের টিকিট আগেই নিশ্চিত হয়েছিল। সোমবার চলতি পাকিস্তান সুপার লিগে নিজেদের শেষ লিগ ম্যাচে করাচি কিংসকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে ওঠে বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার জালমি। তারা টপকে যায় মহম্মদ রিজওয়ানের মুলতান সুলতানসকে। উল্লেখযোগ্য বিষয় হল, টুর্নামেন্টে আরও একটি হাফ-সেঞ্চুরি করে বাবর দলের জয়ে মুখ্য ভূমিকা নেন। যদিও তাঁর স্ট্রাইক-রেট নিয়ে দুশ্চিন্তা যাচ্ছে না সমর্থকদের।
চলতি পাকিস্তান সুপার লিগে দুরন্ত ফর্মে রয়েছেন বাবর আজম। প্রায় প্রতি ম্যাচেই তিনি রান করে চলেছেন। এই নিয়ে শেষ তিনটি ম্যাচে ব্যক্তিগত ৫০ রানের গণ্ডি টপকালেন বাবর। এবারের পিএসএলে বাবর ৯ ম্যাচে এই নিয়ে ১টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরি করলেন। অর্থাৎ, ৬ বার ৫০ রানের গণ্ডি টপকালেন পেশোয়ার দলনায়ক। আরও একটি ম্যাচে ব্যক্তিগত অর্ধশতরানের দোরগোড়ায় আটকে যেতে হয় তাঁকে।
সোমবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে পেশেয়ার জালমি। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৪৭ রান তোলে। টি-২০ ক্রিকেটেএমন ইনিংসকে গড়পড়তা বলা চলে। বাবর ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৬ বলে ৫১ রানের ঠুকঠুকে ইনিংস খেলে মাঠ ছাড়েন।
রোভম্যান পাওয়েল ব্যাট হাতে ঝড় তুলে পেশোয়ারকে দেড়শো রানের কাছে পৌঁছে দেন। তিনি ১৮ বলে ৩০ রান করে মাঠ ছাড়েন। এছাড়া সইম আয়ুব ১৯ ও মহম্মদ হ্যারিস ১৩ রান করেন। করাচির হয়ে ১টি করে উইকেট নেন ড্যানিয়েল স্যামস, জাহিদ মাহমুদ, আরাফত মিনহাস ও হাসান আলি।
আরও পড়ুন:- WPL 2024 Orange Cap: এগিয়ে দীপ্তি, উইমেন্স প্রিমিয়র লিগের কমলা টুপির দৌড়ে রয়েছেন কারা?
তুলনায় ছোটখাটো লক্ষ্য তাড়া করতে নেমেও জয় থেকে ২ রান দূরে দাঁড়িয়ে যেতে হয় করাচিকে। পালটা ব্যাট করতে নেমে করাচি কিংস ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৪৫ রান তোলে। শেষ ওভারে জয়ের জন্য ১৭ রান দরকার ছিল করাচির। তারা ১৪ রানের বেশি সংগ্রহ করতে পারেনি। ফলে তীরে এসে তরী ডোবে কিংসের।
আরও পড়ুন:- ব্যর্থ হল দীপ্তির রূপকথার লড়াই, ইউপিকে হারিয়ে RCB-কে প্লে-অফের দিকে ঠেলল গুজরাট
টিম সেফার্ত দলের হয়ে সব থেকে বেশি ৪১ রান করেন। ৩০ বলের ইনিংসে তিনি ৮টি চার মারেন। ২৬ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন ইরফান খান। তিনি ৭টি চার মারেন। শোয়েব মালিক ১টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ২২ রানের ধীর ইনিংস খেলে ক্রিজ ছাড়েন। মাত্র ১ রান করেন কায়রন পোলার্ড।
পোশায়ারের নীবন উল হক ২২ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। ম্যাচের সেরা হন বাবর আজম। এই জয়ের সুবাদে ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগের অভিযান শেষ করে পেশোয়ার। ৯ ম্যাচে ১২ পয়েন্ট রয়েছে মুলতান সুলতানসের খাতায়। করাচি ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।