শুভব্রত মুখার্জি: বিশ্ব ক্রিকেটের ইতিহাসে নিঃসন্দেহে অন্যতম সেরা বোলার শ্রীলঙ্কার কিংবদন্তি মুথাইয়া মুরলীধরন। লাল বলের ক্রিকেটে একমাত্র স্পিনার যার দখলে রয়েছে ৮০০টি আন্তর্জাতিক টেস্ট উইকেট। মুথাইয়া মুরলীধরনকে খেলতে গিয়ে কালঘাম ছুটেছে বিশ্বের তাবড় তাবড় ব্যাটারদের। সেই মুথাইয়া মুরলীধরন এবার এক বিস্ফোরক দাবি করে বসেছেন। তাঁর দাবি বর্তমান ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড় নিঃসন্দেহে বিশ্বের অন্যতম সেরা একজন ব্যাটার। তবে দ্রাবিড় নাকি ২২ গজে তাঁর বোলিং বুঝতেই পারতেন না! এমনটাই দাবি করেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি বোলার।
পাশাপাশি মুথাইয়া মুরলীধরনের দাবি ভারতীয় ব্যাটারদের মধ্যে সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহওয়াগ, গৌতম গম্ভীররা তাঁর বোলিং ভালোভাবে বুঝতে পারতেন। মুথাইয়া মুরলীধরনের আত্মজীবনী '৮০০'র ট্রেলার লঞ্চ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানেই মুথাইয়া মুরলীধরন বলেন, 'সচিন তেন্ডুলকর আমার বোলিংকে খুব ভালোভাবে বুঝতে পারত। যেটা অনেকেই পারত না। ব্রায়ান লারার ও আমার বিরুদ্ধে সফলতা রয়েছে। তবে আমাকে কোনও দিনই লারা বেধড়ক মারতে পারেনি। আমি আমার সময়ে এমন কয়েকজনকে জানি যেমন রাহুল দ্রাবিড় ও নিঃসন্দেহে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার। তবে আমার বোলিং ও কোনদিন বুঝতে পারেনি!'
কিংবদন্তি স্পিনার আরও জানান, 'সচিনের পাশাপাশি বীরেন্দ্র সেহওয়াগ এবং গৌতম গম্ভীর ও আমার বোলিং ভালোভাবে বুঝতে পারত। আমার দলের ক্ষেত্রেও আমি এক কথাই বলব। আমার অনেক সতীর্থ সেই সময়ে আমার বোলিং বুঝতে পারত আবার অনেকেই তা বুঝতে পারত না।' ঘটনাচক্রে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর। তিনি তাঁর এবং মুরলীধরনের ২২ গজের লড়াইয়ের স্মৃতিচারণা করতে গিয়ে বলেন, 'আমার মনে আছে ১৯৯২-৯৩ সালে আমার সঙ্গে মুরলির প্রথম দেখা হয়েছিল। তারপর থেকেই আমরা একে অপরের খুব ভালো বন্ধু। বোলিং করতে খুব ভালোবাসত মুরলী। গোটা বিশ্ব জানত বলকে কতটা ঘোরাতে পারত ও। আপনি যদি ওঁকে এক্সপ্রেসওয়েতেও বোলিং করতে বলেন তাহলেও মুরলি সেখানে একহাত করে বল ঘোরানোর ক্ষমতা রাখত। কোন ধরনের ২২ গজে ও বোলিং করছে সেটা ওঁর কাছে আলাদা করে কোন গুরুত্ব ছিল না। নেটে দীর্ঘক্ষণ অনুশীলন করে পরবর্তীতে ও 'দুসরা' বল করাটা ও রপ্ত করে। '
পাশাপাশি মুরলীধরন জানান, 'সচিন ক্রিকেটে যে কৃতিত্ব অর্জন করেছে তা কেউ কোনও দিন করতে পারবে না। এটাই ধ্রুব সত্য। মাত্র ১৫ বছর বয়সে কারোর পক্ষে প্রথম শ্রেণীর ক্রিকেটে ওইভাবে সাফল্যের সঙ্গে খেলাটা অবিশ্বাস্য বিষয়। ১৬-১৭ বছর বয়সে টেস্ট ক্রিকেটে শতরান করা মোটেও মুখের কথা নয়। আমার জীবদ্দশায় দ্বিতীয় সচিন তেন্ডুলকরের জন্ম হবে না।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে