বাংলা নিউজ > ক্রিকেট > Ranji Trophy Final: ব্যর্থ অক্ষয়ের লড়াই, বিদর্ভকে হারিয়ে ৪২তম রঞ্জি খেতাব মুম্বইয়ের

Ranji Trophy Final: ব্যর্থ অক্ষয়ের লড়াই, বিদর্ভকে হারিয়ে ৪২তম রঞ্জি খেতাব মুম্বইয়ের

ট্রফি নিচ্ছেন রাহানে। ছবি- বিসিসিআই।

Mumbai vs Vidarbha Ranji Trophy 2024 Final: রঞ্জি ফাইনালের শেষ ইনিংসে লড়াকু শতরান করেন বিদর্ভ দলনায়ক অক্ষয় ওয়াদকর। ব্যাটে-বলে অনবদ্য পারফর্ম্যান্স উপহার দেওয়া মুশির খান ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন।

ক্যাপ্টেন অক্ষয় ওয়াদকরের ব্যাটে ভর করে বিদর্ভ শেষ ইনিংসে চোয়ালচাপা লড়াই চালায় বটে, তবে মুম্বইয়ের গড়ে তোলা রানের পাহাড় টপকানো সম্ভব হয়নি তাদের পক্ষে। রঞ্জি ফাইনালে বিদর্ভকে বড় ব্যবধানে পরাজিত করে ফের চ্যাম্পিয়ন হয় মুম্বই। এই নিয়ে মোট ৪২ বার রঞ্জি ট্রফির খেতাব ঘরে তোলে তারা।

ওয়াংখেড়েতে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে মুম্বই তাদের প্রথম ইনিংসে ২২৪ রানে অল-আউট হয়। শার্দুল ঠাকুর ৭৫ রানের আগ্রাসী ইনিংস খেলেন। ৪৬ রান করেন পৃথ্বী শ। ৩টি করে উইকেট নেন হর্ষ দুবে ও যশ ঠাকুর।

পালটা ব্যাট করতে নেমে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ে পড়ে বিদর্ভ। তারা নিজেদের প্রথম ইনিংসে ১০৫ রানে অল-আউট হয়ে যায়। অথর্ব টাইডে ২৩ ও যশ রাঠোর ২৭ রান করেন। ৩টি করে উইকেট নেন ধাওয়াল কুলকার্নি, শামস মুলানি ও তনুষ কোটিয়ান। অর্থাৎ, প্রথম ইনিংসের নিরিখে ১১৯ রানে এগিয়ে থাকে মুম্বই।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অজিঙ্কা রাহানেরা সংগ্রহ করেন ৪১৮ রান। মুশির খান ১৩৬, শ্রেয়স আইয়ার ৯৫, অজিঙ্কা রাহানে ৭৩ ও শামস মুলানি ৫০ রান করেন। ১১ রানে আউট হন পৃথ্বী শ। হর্ষ দুবে ৫টি ও যশ ঠাকুর ৩টি উইকেট দখল করেন।

আরও পড়ুন:- দেশ আগে না IPL? 'হার্দিক পান্ডিয়াকে' বিদ্রুপ করা বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্টে লাইক শামির

প্রথম ইনিংসের খামতি মিলিয়ে জয়ের জন্য শেষ ইনিংসে বিদর্ভের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৫৩৮ রানের। বিদর্ভ তাদের শেষ ইনিংসে অল-আউট হয় ৩৬৮ রানে। ১৬৯ রানের বড় ব্যবধানে বিদর্ভকে হারিয়ে এবারের রঞ্জি ট্রফির খেতাব জেতে মুম্বই।

আরও পড়ুন:- অশ্বিনের ১ আর ১০০ টেস্টের পারফর্ম্যান্স হুবহু এক, 'কোনও উন্নতি নেই', সোশ্যাল মিডিয়া মজা রবিচন্দ্রনের

শেষ ইনিংসে বিদর্ভের হয়ে লড়াকু শতরান করেন ক্যাপ্টেন অক্ষয় ওয়াদকর। তিনি ৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৯৯ বলে ১০২ রান করে আউট হন। ২২০ বলে ৭৪ রান করেন করুণ নায়ার। মারেন ৩টি চার। হর্ষ দুবে ১২৮ বলে ৬৫ রান করে ক্রিজ ছাড়েন। তিনি ৫টি চার ও ২টি ছক্কা মারেন।

আরও পড়ুন:- WPL 2024: উইমেন্স প্রিমিয়র লিগের চূড়ান্ত পয়েন্ট টেবিল, প্লে-অফের সূচি, কমলা ও বেগুনি টুপি

অথর্ব টাইডে ৩২, ধ্রুব শোরে ২৮, আমন মখাড়ে ৩২, যশ রাঠোর ৭, উমেশ যাদব ৬ ও যশ ঠকুর ৬ রান করে সাজঘরে ফেরেন। শেষ ইনিংসে মুম্বইয়ের হয়ে ৪টি উইকেট নেন তনুষ কোটিয়ান। ২টি করে উইকেট দখল করেন তুষার দেশপান্ডে ও মুশির খান। ১টি করে উইকেট নেন শার্দুল ঠাকুর ও ধাওয়াল কুলকার্নি।

১৩৬ রান করার পাশাপাশি ২টি উইকেট নিয়ে ফাইনালের সেরা হন মুশির খান। ৫০২ রান সংগ্রহ করার পাশাপাশি ২৯টি উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন তনুষ কোটিয়ান।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

‘ভয় পাচ্ছেন মমতা…’ কার্নিভাল বয়কট বিজেপির, জামিন পেয়ে যেত সঞ্জয়, দাবি শুভেন্দুর কোজাগরী লক্ষ্মীপুজোর ফর্দে এই সামগ্রীগুলি ভুলে যাচ্ছেন না তো! চোখ রাখুন তালিকায় আপনাদেরও DA বাড়ছে! ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০২৪ সাল শেষ হওয়ার আগেই ঢুকবে টাকা? Ranji Trophy: উত্তর প্রদেশের বিরুদ্ধে আক্রমণাত্মক খেলেও বাংলার ঝুলিতে ৩ পয়েন্ট দ্বিতীয় টেস্টে ফিরছেন স্টোকস, বাবরের জায়গায় নবাগতর ওপর বাজি পাকিস্তানের ‘কার্নিভালের মঞ্চে মাইক হাতে নাচবেন…’, পুজো কার্নিভাল নিয়ে মমতাকে কটাক্ষ মানসীর আগের অধিনায়কদের পথেই হাঁটলেন সূর্যকুমার, নেটদুনিয়ায় ভাইরাল ছবি গভীর রাতে বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে খুন, সবকিছু লুটপাট করে পালাল দুষ্কৃতীরা মহিলা টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়া, আত্মতুষ্টিতে নারাজ অধিনায়ক কল্যাণীতে ঘর ভাড়া মাসে মাত্র ১৫ টাকা! রয়েছে অ্য়াটাচ্ড বাথ! কীভাবে সম্ভব?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.