২০১১ সালের নভেম্বরে প্রথমবার দেশের হয়ে টেস্ট খেলতে নামেন রবিচন্দ্রন অশ্বিন। ২০২৪ সালের মার্চে কেরিয়ারের শততম টেস্টের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন টিম ইন্ডিয়ার তারকা স্পিনার। উল্লেখযোগ্য বিষয় হল, ১৩ বছর আগে নিজের অভিষেক টেস্টে ঠিক যেরকম পারফর্ম্যান্স উপহার দিয়েছিলেন অশ্বিন, নিজের ১০০তম টেস্টেও তাঁর ব্যক্তিগত পারফর্ম্যান্স হুবহু এক। সোশ্যাল মিডিয়ায় এমন অদ্ভুত মিল সামনে আসতেই অশ্বিন বিষয়টি নিয়ে অত্যন্ত মজাদার এক মন্তব্য করেন।
২০১১ সালের ৬ নভেম্বর দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় অশ্বিনের। সেই টেস্টের প্রথম ইনিংসে অশ্বিন ৮১ রানের বিনিময়ে ৩টি উইকেট তুলে নেন। দ্বিতীয় টেস্টে রবিচন্দ্রন সংগ্রহ করেন ৪৭ রানে ৬টি উইকেট। অর্থাৎ, অভিষেক টেস্টের দুই ইনিংস মিলিয়ে অশ্বিন ১২৮ রানের বিনিময়ে ৯টি উইকেট সংগ্রহ করেন।
কাকতলীয় বিষয় হল, অশ্বিন কেরিয়ারের শততম টেস্টের দুই ইনিংস মিলিয়ে ১২৮ রান খরচ করে ৯টি উইকেট দখল করেন। অর্থাৎ, অশ্বিনের প্রথম টেস্টে আর ১০০তম টেস্টের সার্বিক পারফর্ম্যান্স এক্কেবারে সমান। অশ্বিন ২০২৪ সালের ৭ মার্চ ধরমশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের শততম টেস্টে মাঠে নামেন। তিনি সেই টেস্টের প্রথম ইনিংসে ৫১ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। দ্বিতীয় ইনিংসে অশ্বিন ৭৭ রান খরচ করে ৫টি উইকেট সংগ্রহ করেন।
সোশ্যাল মিডিয়ায় অশ্বিনকে ট্যাগ করে এক অনুরাগী বিষয়টি তুলে ধরেন। অশ্বিন মজার ছলে নিজের মায়ের সম্ভাব্য প্রতিক্রিয়া কী হতে পারে, তা শেয়ার করেন। তিনি লেখেন, ‘এত বছর ক্রিকেট খেলে কোনও উন্নতি নেই! একমাত্র আমার মা এমনটাই বলতে পারেন।’
অশ্বিন বর্ণোজ্জ্বল কেরিয়াকে এখনও পর্যন্ত ভারতের হয়ে ১০০টি টেস্টে মাঠে নেমে ৫১৬টি উইকেট সংগ্রহ করেছেন। টেস্টে তাঁর বোলিং গড় ২৩.৭৫। তিনি ওভার প্রতি ২.৮১ রান খরচ করেছেন। টেস্টে মোট ৩৬ বার ইনিংসে ৫ উইকেট দখল করেছেন রবিচন্দ্রন। ম্যাচের দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়েছেন ৮ বার। টেস্টের এক ইনিংসে অশ্বিনের সেরা বোলিং পারফর্ম্যান্স ৫৯ রানে ৭ উইকেট। দুই ইনিংস মিলিয়ে একটি টেস্টে অশ্বিনের সেরা বোলিং পারফর্ম্যান্স ১৪০ রানে ১৩ উইকেট।
উল্লেখ্য, অশ্বিন ভারতের দ্বিতীয় তথা বিশ্বের নবম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন। আপাতত কুম্বলের (৬১৯) পরে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারী হলেন রবিচন্দ্রন। ভারতের হয়ে সব থেকে বেশিবার টেস্ট ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে তাঁর দখলে।