বাংলা নিউজ > ক্রিকেট > BENG vs MUM Ranji Trophy 2024: ৭ উইকেট মোহিতের, ইডেনে ইনিংস হারের লজ্জা এড়াতে পারল না বাংলা

BENG vs MUM Ranji Trophy 2024: ৭ উইকেট মোহিতের, ইডেনে ইনিংস হারের লজ্জা এড়াতে পারল না বাংলা

মনোজ তিওয়ারি। ছবি- পিটিআই।

Bengal vs Mumbai Ranji Trophy ২০২৪: ইডেনে ৪০০ রানের গণ্ডি টপকে প্রথম ইনিংসে অল-আউট হয় মুম্বই। পালটা ব্যাট করতে নেমে বাংলা দুই ইনিংস মিলিয়েও মুম্বইয়ের রান টপকাতে পারেনি।

ইডেনে মুম্বইয়ের বিরুদ্ধে রঞ্জি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে টস-ভাগ্য সঙ্গ দেয় বাংলাকে। ঘরের মাঠে মুম্বইকে শুরুতে ব্যাট করতে ডাকেন বাংলার ক্যাপ্টেন মনোজ তিওয়ারি। মুম্বই একসময় ৩৪৭ রানে ৯ উইকেট হারানো সত্ত্বেও প্রথম ইনিংসে ৪১২ রান তুলে ফেলে। হাফ-সেঞ্চুরি করেন সূর্যাংশ শেজ, শিবম দুবে ও তনুষ কোটিয়ান। বাংলার সুরজ জসওয়াল একাই নেন ৬টি উইকেট। পালটা ব্যাট করতে নেমে বাংলা প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ১৯৯ রানে। দুর্দান্ত শতরান করেন অনুষ্টুপ মজুমদার। প্রথম ইনিংসের নিরিখে ২১৩ রানে এগিয়ে থেকে বাংলাকে ফলো-অন করায় মুম্বই। তৃতীয় দিনে বাংলা তাদের দ্বিতীয় ইনিংস শেষ করে ২০৯ রানে। লড়াকু হাফ-সেঞ্চুরি করেন অভিষেক পোড়েল। মোহিত আবস্তি একাই ৭ উইকেট নিয়ে ধস নামান বাংলার দ্বিতীয় ইনিংসে।

রঞ্জি ট্রফিতে বাংলা বনাম মুম্বই ম্যাচের তৃতীয় দিনের স্কোরকার্ড:-

রঞ্জি ট্রফিতে বাংলা বনাম মুম্বই ম্যাচের তৃতীয় দিনের আপডেট:-

— মুম্বইয়ের ৪১২ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলা প্রথম ইনিংসে ১৯৯ রান তোলে। ফলো-অন করে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মনোজ তিওয়ারিরা অল-আউট হন ২০৯ রানে। মুম্বই এক ইনিংস ও ৪ রানে ম্যাচ জিতে ৭ পয়েন্ট ঘরে তোলে। বাংলাকে মাঠ ছাড়তে হয় খালি হাতে। দুই ইনিংস মিলিয়ে ১০টি উইকেট নেওয়া মোহিত আবস্তি ম্য়াচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন।

— ৫৯.৪ ওভারে অথর্ব আঙ্কোলেকরের বলে বোল্ড হয়ে মাছ ছাড়েন অঙ্কিত মিশ্র। ৮ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। বাংলা দ্বিতীয় ইনিংসে ২০৯ রানে অল-আউট হয়ে যায়। ১টি ছক্কার সাহায্যে ১৩ বলে ১২ রান করে নট-আউট থাকেন ইশান পোড়েল। দ্বিতীয় ইনিংসে মোহিত আবস্তি ৫২ রানে ৭ উইকেট দখল করেন।

— ৫৬.৬ ওভারে মোহিত আবস্তির বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন মহম্মদ কাইফ। ১৬ বলে ১ রান করেন তিনি। বাংলা ২০৪ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অঙ্কিত মিশ্র।

— ৫৪.৪ ওভারে মোহিত আবস্তির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন অভিষেক পোড়েল। ৮৩ বলে ৮২ রান করেন তিনি। মারেন ১৫টি চার। বাংলা দ্বিতীয় ইনিংসে ১৯৭ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইশান পোড়েল।

— ৫২.৪ ওভারে মোহিত আবস্তির বলে রয়স্টোন ডায়াসের হাতে ধরা পড়েন সুরজ জসওয়াল। ১০ বলে ৩ রান করেন তিনি। বাংলা ১৯৪ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ কাইফ।

— ৫০.২ ওভারে মোহিত আবস্তির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন করণ লাল। ১৮ বলে ১২ রান করেন তিনি। মারেন ১টি চার ও ১টি ছক্কা। বাংলা ১৮৪ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সুরজ জসওয়াল।

— তৃতীয় দিনের চায়ের বিরতিতে বাংলা তাদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ১৮৩ রান তুলেছে। তারা ৫০ ওভার ব্যাট করেছে। অভিষেক পোড়েল ৭৩ বলে ৭৩ রান করেছেন। তিনি ১৪টি চার মেরেছেন। ১৭ বলে ১২ রান করেছেন করণ লাল। তিনি ১টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ইনিংস হার এড়াতে বাংলার দরকার এখনও ৩০ রান।

— ১০টি বাউন্ডারির সাহায্যে মাত্র ৫১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন অভিষেক পোড়েল। বাংলার স্কোর ৫ উইকেটে ১৬০ রান।

— ৪৪তম ওভারে দ্বিতীয় ইনিংসে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায় বাংলা। ব্যাট হাতে লড়াই জারি রেখেছেন উইকেটকিপার অভিষেক পোড়েল।

— ৪১.৩ ওভারে তনুষ কোটিয়ানের বলে পৃথ্বী শ-র হাতে ধরা পড়েন মনোজ তিওয়ারি। ৭৯ বলে ২৬ রান করেন তিনি। মারেন ৫টি চার। বাংলা ১২৬ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন করণ লাল।

— ৩৩ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে বাংলার স্কোর ৪ উইকেটে ১০৬ রান। ৪৭ বলে ১৮ রান করেছেন মনোজ। মেরেছেন ৪টি চার। ২০ বলে ১৭ রান করেছেন অভিষেক পোড়েল। মেরেছেন ৩টি চার।

— ২৬.৩ ওভারে মোহিত আবস্তির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন অনুষ্টুপ মজুমদার। ৪৯ বলে ১৪ রান করেন তিনি। বাংলা দ্বিতীয় ইনিংসে ৭৪ রানে ৪ উইকেট হারায়। অনুষ্টুপ আউট হওয়া মাত্রই তৃতীয় দিনের লাঞ্চের বিরতি ঘোষিত হয়। মনোজ তিওয়ারি ব্যাট করছেন ব্যক্তিগত ৫ রানে। ২৮ বলের ইনিংসে তিনি ১টি চার মেরেছেন। মুম্বইয়ের থেকে এখনও ১৩৯ রানে পিছিয়ে রয়েছে বাংলা।

— ১৬.৫ ওভারে রয়স্টোন ডায়াসের বলে হার্দিক তামোরের হাতে ধরা পড়েন সুদীপ ঘরামি। ৩৪ বলে ২০ রান করেন তিনি। মারেন ৪টি চার। বাংলা দ্বিতীয় ইনিংসে ৫৮ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মনোজ তিওয়ারি।

— ১৫ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে বাংলার স্কোর ২ উইকেটে ৫০ রান। ২৭ বলে ১৮ রান করেছেন সুদীপ ঘরামি। মেরেছেন ৪টি চার। ১৪ বলে ২ রান করেছেন অনুষ্টুপ মজুমদার।

— ৯.১ ওভারে মোহিত আবস্তির বলে অথর্ব আঙ্কোলেকরের হাতে ধরা পড়েন শ্রেয়াংশ ঘোষ। ২২ বলে ৫ রান করেন তিনি। বাংলা দ্বিতীয় ইনিংসে ৪৪ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অনুষ্টুপ মজুমদার।

— ৭.৫ ওভারে মোহিত আবস্তির বলে তনুষ কোটিয়ানের হাতে ধরা পড়েন সৌরভ পাল। ৪টি বাউন্ডারির সাহায্যে ২৭ বলে ২৫ রান করে মাঠ ছাড়েন সৌরভ। বাংলা দ্বিতীয় ইনিংসে ২৯ রানে ১ উইকেট হারায়। ব্য়াট করতে নামেন সুদীপ ঘরামি।

— প্রথম ইনিংসের নিরিখে ২১৩ রানে এগিয়ে থেকে বাংলাকে ফলো-অন করায় মুম্বই। তৃতীয় দিনের শুরুতে দ্বিতীয় ইনিংসে বাংলার হয়ে ওপেন করতে নামেন সৌরভ পাল ও শ্রেয়াংশ ঘোষ।

— দ্বিতীয় দিনেই বাংলা তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ১৯৯ রানে। তারা ৫৬ ওভার ব্যাট করে। অনুষ্টুপ মজুমদার ১০৮ রান করে অপরাজিত থাকেন। ৩৬ রান করেন মনোজ তিওয়ারি। মোহিত আবস্তি ৩টি এবং রয়স্টোন ডায়াস ও শিবম দুবে ২টি করে উইকেট দখল করেন।

— দ্বিতীয় দিনে মুম্বই তাদের প্রথম ইনিংস শেষ করে ৪১২ রানে। তারা ৯৪.৩ ওভার ব্যাট করে। শিবম দুবে ৭২, সূর্যাংশ শেজ ৭১, তনুষ কোটিয়ান ৬৭, অথর্ব আঙ্কোলেকর ৪৬, রয়স্টোন ডায়াস ৪৬ ও পৃথ্বী শ ৩৫ রান করেন। ১২৪ রানে ৬টি উইকেট নেন সুরজ জসওয়াল। ৬৭ রানে ২টি উইকেট নেন মহম্মদ কাইফ।

— ইডেনে টস জিতে মুম্বইকে শুরুতে ব্যাট করতে পাঠায় বাংলা। মুম্বই প্রথম দিনে ৭৫ ওভার ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ৩৩০ রান সংগ্রহ করে।

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

রাগে গজগজ করতে করতে কোচের সঙ্গেই তর্ক পৃথ্বীর, বাদ পড়েই কি ক্ষোভে ফেটে পড়লেন? শুধু কলকাতা নয়, ঘামছে বেঙ্গালুরুও! গরমের তাণ্ডব কবে কাটবে?রইল আবহাওয়ার পূর্বাভাস 'চাক দুম দুম' গানে ফিরল পুরনো স্মৃতি, ফের পর্দায় একসঙ্গে মাধুরী-করিশ্মা অক্ষয় তৃতীয়ায় শুভ ধন যোগের সংযোগ, সোনার মতো ভাগ্য চমকাবে ৩ রাশির রিনাকে ভুলে কিরণকে বিয়ে! প্রসব যন্ত্রণায় কাতর প্রথম স্ত্রী চড় কষান আমিরের গালে সাঁতরাগাছি বিল নিয়ে মুখ্যসচিবের হলফনামায় বার বার বিভ্রান্তি, অসন্তুষ্ট আদালত যৌন হেনস্থার অভিযোগ দেবগৌড়ার নাতির বিরুদ্ধে, তদন্ত শুরু, কোথায় তিনি ? পোষ্য রয়েছে বাড়িতে? তাহলে এই নিয়মগুলি মনে রাখতেই হবে ওর ভালোর জন্য অলিম্পিক চ্যাম্পিয়ন কোরিয়াকে হারিয়ে বিশ্বকাপে সোনা ভারতের, গোল্ড মেডেল এল ৫টি গুরুর রাশি পরিবর্তনে ৫ রাশির প্রেম জীবন হবে বিকশিত, দেখুন সাপ্তাহিক প্রেম রাশিফল

Latest IPL News

রাগে গজগজ করতে করতে কোচের সঙ্গেই তর্ক পৃথ্বীর, বাদ পড়েই কি ক্ষোভে ফেটে পড়লেন? কেন ভারতের বিশ্বকাপ দলে ১ম পছন্দের কিপার হওয়া উচিত সঞ্জুর, বলে দিচ্ছে পরিসংখ্যান IPL-এর নিয়ম ভেঙে শাস্তির মুুখে ইশান কিষান, ছেড়ে কথা বলল না BCCI দুই ক্যাপ্টেনের ডুয়েলে বাজিমাত সঞ্জুর, রাহুলের লড়াই ব্যর্থ করে দুরন্ত জয় RR-এর ২৫০ রান করার পরেও… ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে রোহিতদের সুরে সুর মেলালেন পন্ত রোহিতের সঙ্গেই দিল্লিতে নির্বাচকপ্রধান আগরকর! বিশ্বকাপের দল ঘোষণা কি একটু পরেই? পুরো পয়সা উসুল, আইপিএলে টানা তিন ইনিংসে উঠল ২৫০+ রান, একটুর জন্য মিস মুম্বইয়ের টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.