চলতি রঞ্জি ট্রফির মরশুমে দুর্দান্ত ছন্দে রয়েছে হরিয়ানা। গ্রুপ 'এ'তে এই মুহূর্তে তারা রয়েছে শীর্ষস্থানে। ৬টি ম্যাচের মধ্যে জয় পেয়েছে তিনটিতে এবং একটি ম্যাচে হারের মুখ দেখেছে। এখনও পর্যন্ত তাদের মোট সংগ্রহ ২৪ পয়েন্ট। ব্যাটিং হোক কি বোলিং, দুই বিভাগে তারা অনেক এগিয়ে বাকি দলগুলির থেকে।
রবিবার হরিয়ানা হারিয়ে দেয় ঝাড়খণ্ডকে। ইনিংস ও ২০৫ রানে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলল তারা। সৌজন্যে ব্যাট হাতে রাহুল তেওয়াটিয়া (১৪৪) ও অঙ্কিত কুমারের (১০৯) মারকুটে ব্যাটিং এবং বল হাতে জয়ন্ত যাদবের বিধ্বংসী বোলিং। সব মিলিয়ে একেবারে চোখের নিমেষে শেষ হয়ে গিয়েছে গোটা ম্যাচ। একেবারে দাপটের সঙ্গে ম্যাচ জিতে নিয়েছে অশোক মেনারিয়া ও তাঁর দল। তবে ম্যাচের নায়ক জয়ন্ত যাদব হলেও, রাহুল তেওয়াটিয়ার শতরান এবং নতুন 'লুকস' নজর কেড়েছে সকলের। যা দেখে মনে হতেই পারে জাভেদ মিয়াঁদাদ বা মনোজ প্রভাকর ব্যাটিং করছেন।
তবে একদিকে এই জয়তে যেমন অনেকটা এগিয়ে গিয়েছে হরিয়ানা, তেমনই বড় ধাক্কা খেয়েছে ঝাড়খন্ডও। একেবারে শোচনীয় অবস্থা হয়েছে তাদের। এই মুহূর্তে তারা ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রয়েছে সপ্তম স্থানে। বলা যায়, পরবর্তী রাউন্ডে যাওয়ার রাস্তা কার্যত বন্ধ হয়ে গিয়েছে তাদের জন্য।
রবিবার, অর্থাৎ ১১ ফেব্রুয়ারি, ছিল তৃতীয় দিনের খেলা। ৯ উইকেটে ১১৯ রান নিয়ে খেলতে নামে ঝাড়খণ্ড। তবে বেশিক্ষণ ক্রিজে দাঁড়িয়ে থাকতে পারেনি তারা। দিন শুরুর প্রথম সাত বলের মধ্যেই পড়ে যায় শেষ উইকেটটি। হরিয়ানা ফলোঅন করিয়ে ফের ব্যাট করতে নামায় ঝাড়খণ্ডকে। কিন্তু এবারও কেউই তেমন প্রভাব ফেলতে পারেননি। জয়ন্ত যাদবের বোলিংয়ের সামনে আগের ইনিংসের মতো এই ইনিংসেও মাথানত করতে দেখা যায় ঝাড়খণ্ডের ব্যাটারদের। ১৮৫ রানে অলআউট হয়ে যায় সকলে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ফাইফার নেন জয়ন্ত যাদব। ম্যাচের সেরাও ঘোষণা করা হয় তাঁকে।
তবে ম্যাচের মূল আকর্ষণ ছিল রাহুল তেওয়াটিয়ার শতরান এবং নতুন 'লুকস'। অনেকে যেমন তার ব্যাটিংয়ের প্রশংসা করেন, তেমনি অনেকে মন্তব্য করেন তার নতুন লুকস নিয়েও। সেই ছবি সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে ভাইরাল হওয়ার পর, কেউ বলছেন তাকে লাগছে জাভেদ মিয়াঁদাদের মতো, আবার কেউ বলছে দ্বিতীয় মনোজ প্রভাকর। সব মিলিয়ে এই নতুন রূপ দৃষ্টি আকর্ষণ করেছে ক্রিকেটপ্রেমীদের।