শুভব্রত মুখার্জি : অস্ট্রেলিয়ার বাঁ-হাতি মারকুটে স্বভাবের ব্যাটার ট্র্যাভিস হেড। ভারতীয় পরিবেশ পরিস্থিতি সম্বন্ধে তিনি যথেষ্ট ওয়াকিবহাল। গত ওডিআই বিশ্বকাপের ফাইনালেও ভারতের হাত থেকে শিরোপা ছিনিয়ে নেওয়ার অন্যতম কারিগর তিনি। একটি আইসিসি ইভেন্ট নয়, বরং গত বছর দু'-দুটি আইসিসি ইভেন্টের শিরোপা ভারতের থেকে ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া দল। আর দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ট্র্যাভিস হেড। আইসিসি আয়োজিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং ওডিআই বিশ্বকাপের ফাইনাল- দু'টি ক্ষেত্রেই মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া। এই দুই ম্যাচেই শতরান করে দলের জয় নিশ্চিত করেছিলেন হেড। সেই হেডকেই ফের একবার বিধ্বংসী ফর্মে দেখা গেল সোমবার। চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি-র বিরুদ্ধে ঝোড়ো শতরান করে দলের জয় নিশ্চিত করার পরে হেড জানিয়েছেন, মাঠকর্মীদের থেকে পিচের বিষয়ে ধারণা পেয়েছিলেন তিনি। তার পরেই অল আউট অ্যাটাকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
আরও পড়ুন: BCCI-এর উচিত RCB-কে অন্য মালিকের কাছে বেচে দেওয়া- বেঙ্গালুরুর হাল দেখে ক্ষোভ উগরালেন ভূপতি
ম্যাচ শেষে এদিন অনবদ্য শতরান করার কারণে হেডকে ম্যাচ সেরার পুরস্কারও দেওয়া হয়েছে। এই পুরস্কার পাওয়ার পরে তিনি বলেছেন, ‘এই ম্যাচে পিচ খুব ভালো ছিল। আমরা মাঠকর্মীদের থেকে পিচের বিষয়ে একটা ধারণা পাই। মিটিংয়ে কয়েক জন স্থানীয় মানুষকে আমরা এনেছিলাম। তাদের থেকেও ধারণা পাই পিচের বিষয়ে। আমাদের মনে হয়েছিল আমাদের হাতে লাইসেন্স এসে গিয়েছে প্রথম থেকেই আক্রমণাত্মক খেলার। অভিষেক (শর্মা) এবং আমি একে অপরের খেলাটা ভালো বুঝি। অভিষেক একেবারে তরুণ। ও বেশ ভয়ডরহীন ক্রিকেটটা খেলে থাকে। আমি ওর সঙ্গে ব্যাট করাটা উপভোগ করছি।’
আরও পড়ুন: মাত্র ৩৯ বলে সেঞ্চুরি, IPL-এ চতুর্থ দ্রুততম, হায়দাবাদের হয়ে ইতিহাস লিখলেন হেড
হেডকে প্রশ্ন করা হয়েছিল, বোলাররা কী ভাবে হেডকে আউট করবেন? যার উত্তরে হেড দাবি করেছেন, ‘আমি সঠিক জানি না, কী ভাবে কী করতে পারা যাবে। প্রত্যেকেই আমাকে আউট করতে একগাদা ভিন্ন ভিন্ন জিনিস ট্রাই করেছে। ক্রিকেট বিশ্বের এটা মোটেও একটা ভালো বিষয় নয়। তবে আমি এদিন যে ভাবে বল মারতে পেরেছি, তাতে খুব খুশি।’ উল্লেখ্য এদিন প্রথমে ব্যাট করে তিন উইকেট হারিয়ে ২৮৭ রান করে হায়দরাবাদ। মাত্র ৪১ বল খেলে দুর্দান্ত শতরান করেছেন হেড। ১০২ রানের তাঁর এই ইনিংস ছিল আগাগোড়া যথেষ্ঠ মনোরঞ্জনকারী। তাঁর ইনিংস সাজানো ছিল ন'টি চার এবং আটটি ছয়ে। ২৪৮.৭৮ স্ট্রাইক রেটে এদিন ব্যাট করেছেন হেড। তাঁকে যোগ্য সঙ্গত করেছেন এনরিখ ক্লাসেন। তিনি মাত্র ৩১ বলে ৬৭ রান করেছেন।