শুভব্রত মুখার্জি:- প্রাক্তন ক্যারিবিয়ান তারকা ব্যাটার রিকার্ডো পাওয়েলকে নিশ্চই মনে রয়েছে ভারতীয় ক্রিকেট ভক্তদের। ওয়ানডে ক্রিকেটে সর্বপ্রথম টি-২০'র ঢঙে ব্যাটিং আজ থেকে বেশ কয়েক বছর আগেই শুরু করেছিলেন তিনি। এমন সময়ে সেটা তিনি করেছিলেন যখন টি-২০ ক্রিকেটের নামও কেউ শোনেনি। বর্তমানে তিনি লেজেন্ডস লিগ ক্রিকেটে খেলতে রয়েছেন ভারতে। সেখানে ফের একবার সময়কে যেন পিছিয়ে নিয়ে গেলেন রিকার্ডো। অনবদ্য মারকাটারি এক শতরান করলেন দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আর তাঁর করা এই শতরানে ভর করেই চলতি লেজেন্ডস লিগ ক্রিকেটে নিজেদের প্রথম জয় তুলে নিল ইন্ডিয়া ক্যাপিটালস দল।
মাত্র ৫৭ বলে অনবদ্য শতরান করে ফেললেন রিকার্ডো পাওয়েল। হাঁকালেন দশটি ছয়।জিতে নিলেন ম্যাচ সেরার পুরস্কার ও। এদিন ম্যাচে টসে জিতে ক্যাপিটালস দল সাউদার্ন সুপারস্টার্সকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায়। এদিন ইসুরু উদানা এবং রাস্টি থেরন বল হাতে বেশ ভালো শুরু করেন। চটজলদি দুই ওপেনার দিলশান মুনাওয়ারা এবং উপুল থারাঙ্গাকে আউট করে দেন। পাওয়ার প্লেতে মাত্র ৩৭/২ রান করতে সমর্থ হয় সাউদার্ন সুপারস্টার্স।
এরপর শ্রীবৎস গোস্বামীকে সঙ্গী করে রস টেলর দলের ইনিংসকে স্থিতিশীলতা দেন। দুই ব্যাটারই ২১ বলে ২৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। চতুরঙ্গ ডিসিলভা মাত্র ৩৪ বলে ৫৬ রান করে অপরাজিত থেকে দলকে সম্মানজনক অবস্থায় পৌঁছে দেন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান করে সাউদার্ন সুপারস্টার্স। ক্যাপিটালসের হয়ে দুটি করে উইকেট নেন অ্যাসলি নার্স এবং রাস্টি থেরন।
রান তাড়া করতে নেমে দুরন্ত শুরু করেন ইন্ডিয়া ক্যাপিটালসের ওপেনার রিকার্ডো পাওয়েল। এদিন অতিরিক্ত আক্রমণাত্মক মেজাজে ব্যাট করেন তিনি। মাত্র ৫৭ বলে ১০০ রান করে আউট হন তিনি। পবন নেগির বলে বিপুল শর্মার হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল ৬ টি চার এবং ১০ টি ছয়ে। তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে ৪৫ রানে অপরাজিত থাকেন কির্ক এডওয়ার্ডস। এছাড়াও চার রানে অপরাজিত ছিলেন কেভিন পিটারসেন। অধিনায়ক গৌতম গম্ভীর এদিন রান পাননি। মাত্র ৩ রান করে আউট হয়ে যান। মাত্র ১৬.৪ ওভারেই তিন উইকেট হারিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় ইন্ডিয়া ক্যাপিটালস দল। সাউদার্ন সুপারস্টার্সের হয়ে সুরাঙ্গা লাকমল এবং পবন নেগি একটি করে উইকেট নেন। ইন্ডিয়া ক্যাপিটালস তাদের পরবর্তী ম্যাচ খেলবে ৩০ নভেম্বর।প্রতিপক্ষ গুজরাট জায়ান্টস।