বাংলা নিউজ > ক্রিকেট > CSK Beat MI: ব্যর্থ হল রোহিতের ধ্বংসাত্মক শতরান, ধোনির তিন ছক্কাই ম্যাচ জেতাল চেন্নাইকে

CSK Beat MI: ব্যর্থ হল রোহিতের ধ্বংসাত্মক শতরান, ধোনির তিন ছক্কাই ম্যাচ জেতাল চেন্নাইকে

ব্যর্থ হল রোহিত শর্মার শতরান। ছবি- এএফপি।

Mumbal Indians vs Chennai Super Kings, IPL 2024: অধিনায়কোচিত দৃঢ়তায় ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন চেন্নাইয়ের রুতুরাজ গায়কোয়াড়, দলের জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মহেন্দ্র সিং ধোনি।

হারের হ্যাটট্রিক দিয়ে আইপিএল ২০২৪ অভিযান শুরু করা মুম্বই ইন্ডিয়ান্স পরপর ২টি ম্যাচে জয় তুলে সাময়িক স্বস্তি দেয় সমর্থকদের। তবে জোড়া জয়ের পরে ফের হারের মুখ দেখতে হল হার্দিক পান্ডিয়াদের। এবার রোহিত শর্মার দুর্দান্ত শতরান সত্ত্বেও ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের কাছে মাথা নত করে মুম্বই ইন্ডিয়ান্স।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে চেন্নাই সুপার কিংসকে শুরুতে ব্যাট করতে পাঠায় মুম্বই ইন্ডিয়ান্স। চেন্নাই নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২০৬ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। দলের হয়ে সব থেকে বেশি ৬৯ রান করেন ক্যাপ্টেন রুতুরাজ গায়কোয়াড়। ৪০ বলের আগ্রাসী ইনিংসে তিনি ৫টি চার ও ৫টি ছক্কা মারেন।

৩৮ বলে ৬৬ রানের ধুমধাড়াক্কা ইনিংস খেলে অপরাজিত থাকেন শিবম দুবে। তিনি ১০টি চার ও ২টি ছক্কা মারেন। শেষ বেলায় ব্যাট হাতে ঝড় তোলেন মহেন্দ্র সিং ধোনি। তিনি ৩টি ছক্কার সাহায্যে মাত্র ৪ বলে ২০ রানের আগ্রাসী ইনিংস খেলে নট-আউট থাকেন।

এছাড়া ওপেন করতে নেমে ১টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ৫ রান করে আউট হন অজিঙ্কা রাহানে। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৬ বলে ২১ রান করে মাঠ ছাড়েন অপর ওপেনার রাচিন রবীন্দ্র। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ১৪ বলে ১৭ রানের যোগদান রাখেন ডারিল মিচেল। তিনি ১টি চার মারেন।

আরও পড়ুন:- MS Dhoni's Milestone: রায়নার পরে CSK-র দ্বিতীয় ব্যাটার হিসেবে ৫০০০-এর শিখরে ধোনি

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৩ ওভারে ৪৩ রান খরচ করে ২টি উইকেট নেন হার্দিক পান্ডিয়া। ৪ ওভারে ৩৫ রান খরচ করে ১টি উইকেট পকেটে পোরেন জেরাল্ড কোয়েটজি। ১ ওভারে ৯ রান খরচ করে ১টি উইকেট নেন শ্রেয়স গোপাল। উইকেট না পেলেও ৩ ওভারে মাত্র ১৯ রান খরচ করেন মহম্মদ নবি। বুমরাহ ৪ ওভারে ২৭ রান খরচ করেন। কোনও উইকেট পাননি তিনি।

জবাবে ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স পালটা লড়াই শুরু করে এক্কেবারে যথাযথভাবে। তারা ওপেনিং জুটিতে ৭০ রান তুলে ফেলে। শেষে ১৫ বলে ২৩ রান করে সাজঘরে ফেরেন ইশান কিশান। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। অপর ওপেনার রোহিত শর্মা ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ১০টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৬১ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। শেষমেশ ১১টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৬৩ বলে ১০৫ রান করে অপরাজিত থাকেন হিটম্যান।

আরও পড়ুন:- MS Dhoni's 3 Sixes: মাঠে নেমেই হার্দিকের বলে পরপর ৩টি ছক্কা, ওয়াংখেড়ে উত্তাল ধোনি ধামাকায়- ভিডিয়ো

যদিও মুম্বই শেষমেশ ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৮৬ রানে আটকে যায়। ২০ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে চেন্নাই সুপার কিংস। উল্লেখ্য, ধোনি চেন্নাইয়ের হয়ে ৩টি ছক্কার সাহায্যে ৪ বলে ২০ রান করেন। ম্যাচে তফাৎ গড়ে দেয় সেই ২০ রানই। অর্থাৎ, এটা বলা মোটেও ভুল হবে না যে, ধোনির তিন ছক্কাই ম্যাচ জেতায় চেন্নাইকে।

আরও পড়ুন:- Rohit Sharma's Oops Moment: ক্যাচ ধরার চেষ্টায় প্যান্ট খুলে গেল রোহিত শর্মার! হেসেই খুন সতীর্থরা- ভিডিয়ো

রোহিত শর্মাই একমাত্র ক্রিকেটার, যিনি শতরান করে অপরাজিত থাকা সত্ত্বেও তাঁর দল ম্যাচ হারে। সেদিক থেকে হিটম্যান ট্র্যাজিক হিরো হয়ে থেকে যান বলা চলে। সূর্যকুমার যাদব এদিন খাতা খুলতে পারেননি। ৫টি বাউন্ডারির সাহায্যে ২০ বলে ৩১ রান করেন তিলক বর্মা। ৬ বলে ২ রান করে মাঠ ছাড়েন হার্দিক পান্ডিয়া। ২টি ছক্কার সাহায্যে ৫ বলে ১৩ রান করেন টিম ডেভিড। ২ বলে ১ রান করেন রোমারিও শেফার্ড। ৭ বলে ৪ রান করে অপরাজিত থাকেন মহম্মদ নবি।

চেন্নাইয়ের মাথিসা পথিরানা ৪ ওভারে ২৮ রান খরচ করে ৪টি উইকেট দখল করেন। ১টি করে উইকেট নেন তুষার দেশপান্ডে ও মুস্তাফিজুর রহমান। ম্যাচের সেরা হন মাথিসা পথিরানা।

ক্রিকেট খবর

Latest News

কেন শ্রীহরি বিষ্ণুকে এই অদ্ভুত বরাহ অবতারের রূপ গ্রহণ করতে হয়েছিল! জেনে নিন বিজ্ঞাপনের জন্য মেটাকে তথ্য দিতে পারবে হোয়্যাটসঅ্যাপ, আপাতত নিষেধাজ্ঞা উঠল ভারতে মোবাইল ফোনের ভিন্নতায় অ্যাপ ক্যাবের ভাড়া বাড়ছে, ওলা–উবারকে নোটিশ কেন্দ্রের রোগা হতে চান? এই নিয়ম মেনে ৫৫ কিলো ওজন ঝরিয়েছেন রাম কাপুর! IMDb’s র‍্যাঙ্কিং-এ সেরা ১০ ভারতীয় ভৌতিক ছবি কোনগুলি? জলগাঁওতে ট্রেন থেকে লাফ! মৃত্যুর সংখ্য়া দাঁড়াল ১৩, চারজন নেপালের নাগরিক ৬ ঘণ্টার অপারেশনের পর ৪ দিনে ফিট! সইফের হামলা নিয়ে প্রশ্ন শিব সেনার নেতার আগরকরদের ভুল চোখে আঙুল দিয়ে দেখালেন কার্তিক! Champions ট্রফিতে ভুল দল নির্বাচন? দার্জিলিংয়ের চা ভেবে নেপালের কিনে ঠকছেন? এবার কড়া মমতা, ফিরছে স্বস্তি সুরজের ৬ উইকেট, শামিকে ছাড়াই রঞ্জির প্রথম ইনিংসে হরিয়ানাকে সস্তায় বাঁধল বাংলা

IPL 2025 News in Bangla

ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছেন ৩ উইকেট! তবু নিজেকে কেন দশে সাত দিচ্ছেন বরুণ? RCB-র জার্সি হাতে মহাকুম্ভে শাহি স্নান ভক্তের, ভাইরাল ভিডিয়ো MI-এ অধিনায়ক হার্দিক, ভারতীয় দলে ভাইস ক্যাপ্টেনও নয়, জটিল সমীকরণ নিয়ে অকপট সূর্য ECB-র নতুন NOC নিয়ম IPL-এর পক্ষে! ভিন্সের মতে সমস্যায় পড়বে লাল বলের ক্রিকেট ওরা আমাকে ক্রিকেট খেলতে বাধ্য করবে: বাইশ গজে ফিরতে চলেছেন এবি ডি ভিলিয়ার্স! LSG captaincy Event: ঘণ্টা খানেক দেরিতে পৌঁছালেন পন্ত! ক্ষমা চাইলেন গোয়েঙ্কা LSG-তে এত বাঁহাতি ব্যাটার! দল কি সমস্যায় পড়বে? টিমের কৌশল ফাঁস করলেন জাহির খান কীভাবে ছন্দে ফিরবেন পৃথ্বী শ? বন্ধুর জন্য শ্রেয়স আইয়ারের বিশেষ পরামর্শ শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের… মহিলাদের অ্যাসেজ দখলে রাখল অস্ট্রেলিয়া! প্রথম T20তে ইংল্যান্ডকে হারাল ৫৭ রানে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.