ওয়াংখেড়ে স্টেডিয়ামে ধোনির ছক্কা হাঁকিয়ে ভারতকে ২০১১ বিশ্বকাপ জেতানোর ছবি ভারতীয় ক্রিকেটের রূপকথায় জায়গা করে নিয়েছে। রবিবার ফের তাজা হল সেই স্মৃতি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২৪-এর ম্যাচে যখন ব্যাট হাতে মাঠে নামছিলেন মাহি, তখন বোঝা মুশকিল ছিল কাদের হোম ম্যাচ। দর্শকদের চিৎকারে কান পাতা দায়।
ইনিংসের শেষ ওভারে ধোনি যখন ব্যাট করতে নামেন, তখন বাকি ছিল মোটে ৪টি বল। এলেন, দেখলেন, জয় করলেন ঢংয়ে ধোনি ক্রিজে এসে ঠিক সেই কাজটাই করেন, যেটার জন্য অপেক্ষা করছিলেন ওয়াংখেড়ের দর্শকরা।
মাঠে নেমে প্রথম বলেই ছক্কা হাঁকান ধোনি। দর্শকদের উচ্ছ্বাস মাত্রা ছাড়ায় ধোনির প্রথম বলেই ছক্কা হাঁকানো দেখে। তবে চমকের তখনও বাকি ছিল। হার্দিকের ঠিক পরের বলও গ্যালারিতে ফেলেন মাহি। প্রত্যাশার পারদ চড়তে থাকে ঠিক তার পরেই। ক্রিকেটপ্রেমীদের হতাশ করেননি ধোনি। তিনি নিজের তৃতীয় বলেও ছক্কা হাঁকান। যদিও ওভারের শেষ বলে ২ রান নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাঁকে।
ওয়াংখেড়েতে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে চেন্নাই। ১৯.২ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে ডারিল মিচেল আউট হওয়ার পরে ব্যাট হাতে মাঠে নামেন ধোনি। তিনি ১৯.৩, ১৯.৪ ও ১৯.৫ ওভারে পরপর তিনটি ছক্কা হাঁকিয়ে দর্শকদের ভরপুর মনোরঞ্জন করেন। সেই সঙ্গে চেন্নাই সুপার কিংসকে পার করান ২০০ রানের গণ্ডি।
আরও পড়ুন:- MS Dhoni's Milestone: রায়নার পরে CSK-র দ্বিতীয় ব্যাটার হিসেবে ৫০০০-এর শিখরে ধোনি
ধোনি যখন ব্যাট করতে আসেন, চেন্নাইয়ের স্কোর ছিল ৪ উইকেটে ১৮৬ রান। ধোনি ৩টি ছক্কার সাহায্যে ৪ বলে অপরাজিত ২০ রান করেন। চেন্নাই নির্ধারিত ২০ ওভারে পৌঁছে যায় ৪ উইকেটে ২০৬ রানে। অর্থাৎ, ৫০০ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেন মাহি।
ধোনির জন্যই ওয়াংখেড়ের এই ম্যাচে হার্দিক পান্ডিয়ার বোলিং গড় বিগড়ে যায়। মুম্বই দলনায়ক ম্যাচে ৩ ওভার বল করে ২টি উইকেট নিলেও ৪৩ রান খরচ করেন। উল্লেখযোগ্য বিষয় হল, চেন্নাই সুপার কিংসের জার্সিতে মহেন্দ্র সিং ধোনির এটি ২৫০তম টি-২০ ম্যাচ। সেদিক থেকে মাইলস্টোন ম্যাচ ধ্বংসাত্মক ইনিংসে স্মরণীয় করে রাখেন মাহি।
ধোনি এই ম্যাচেই আরও একটি দুর্দান্ত ব্যক্তিগত নজির গড়েন। সুরেশ রায়নার পরে দ্বিতীয় ব্যাটার হিসেবে চেন্নাই সুপার কিংসের হয়ে ৫০০০ রান পূর্ণ করেন তিনি। যদিও শুধু আইপিএলে নয়, বরং ইন্ডিয়ান প্রিমিয়র লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ মিলিয়ে এই মাইলস্টোন টপকে যান ধোনি।