শুভব্রত মুখার্জি:- গত ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন চোখের সমস্যায় ভুগতে শুরু করেন বাংলাদেশ সিনিয়র দলের অধিনায়ক শাকিব আল হাসান। বিশ্বকাপে বল দেখতে সমস্যা হচ্ছিল তাঁর। ফলে তার প্রভাব পড়েছিল তাঁর ব্যাটিংয়েও। বিষয়টি নিয়ে ভারত, বাংলাদেশ এবং অবশেষে সিঙ্গাপুরেও চিকিৎসা করিয়েছেন। এরপরে তিনি বাংলাদেশ প্রিমিয়র লিগেও খেলেছেন। করেছেন ভালো পারফরম্যান্সও। তারপরে ও তাঁর এই চোখের সমস্যার কারণেই জাতীয় দল থেকে বাদ পড়তে হয়েছে তাঁকে। ঘরের মাটিতেই আসন্ন শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়েছেন তিনি। টি-২০ এবং ওয়ানডে সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে।
আগামী ৪ মার্চ থেকে শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের টি-২০ সিরিজ। সবকটি ম্যাচই খেলা হবে সিলেটে। এরপরেই শুরু হবে ওয়ানডে সিরিজ। এই সিরিজ খেলা শুরু হবে ১৩ মার্চ। গোটা সিরিজটা খেলা হবে চট্টগ্রামে।
আর আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের এই দুটি সিরিজের বেশির ভাগ সময়েই শাকিব আল হাসানকে পাবে না বাংলাদেশ। চোখের সমস্যার কারণে গত ওডিআই বিশ্বকাপেই নেতৃত্ব হারিয়েছেন তিনি। আর এই কারণেই তাঁকে এই দুটি সিরিজে পাওয়া যাবে না। আপাতত তিনি গোটা টি-২০ সিরিজ এবং ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না। শাকিব না খেললেও টি-২০ সিরিজের যে দল ঘোষণা করা হয়েছে তাতে নিঃসন্দেহে বড় চমক আলিস আল ইসলাম। টাইগারদের রহস্য স্পিনার তিনি। ২৭ বছর বয়সী এই স্পিনার এবারের বিপিএলে সকলের নজরে পড়েছেন।
পাশাপাশি সীমিত ওভারের দুই সিরিজেই দলে ফিরেছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি গত বিশ্বকাপে বাংলাদেশের হয়ে বেশ ভালো পারফরম্যান্স করেন। এরপর চোটের কারণে নিউজিল্যান্ড সফরে যেতে পারেননি তিনি। এবার চোট কাটিয়ে ফিরেছেন তিনি। পাশাপাশি প্রায় দেড় বছর বাদে তিনি টি-২০ ফর্ম্যাটে ফিরেছেন। ২০২২ সালের সেপ্টেম্বরে শেষবার জাতীয় দলের হয়ে টি-২০ ফর্ম্যাটের এশিয়া কাপে খেলেছিলেন তিনি। আসন্ন শ্রীলঙ্কা সফরের দলে নিউজিল্যান্ড সফরের টি-২০ দলের থেকে মোট ৬টি পরিবর্তন করা হয়েছে।
টি-২০ সিরিজের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, এনামুল হক, শেখ মেহেদি হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, মহম্মদ নাঈম শেখ, তৌহিদ হৃদয়, সৌম্য সরকার, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান এবং আলিস আল ইসলাম।
প্রথম দুই ওয়ানডে ম্যাচের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক, সৌম্য সরকার, তানজিদ হাসান, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান, মুস্তাফিজুর রহমান।