সদ্যই সাতপাকে বাঁধা পড়েছেন তাপসী পান্নু। আগামীতে তাঁকে কোন ছবিতে আবার দেখা যেতে চলেছে? HT সিটিকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তরে তিনি জানান 'আমি এতদিন ধরনের ছবি করেছি যে এবার কী ধরনের ছবি করব সেটাই বুঝে উঠতে পারছি না।' প্রসঙ্গত তাপসীকে শেষবার শাহরুখ খানের সঙ্গে ডাঙ্কি ছবিতে দেখা গিয়েছিল।
আরও পড়ুন: সৌরভের দাদাগিরির দিন শেষ! এবার অনির্বাণের সঞ্চালনায় আসছে সারেগামাপা লেজেন্ডস, কবে কখন দেখা যাবে?
কিন্তু কেন এমনটা মনে করছেন তাপসী? তাঁর কথায়, 'আজ যখন গোটা পৃথিবী অ্যাকশন মুভির পিছনে দৌড়াচ্ছে তখন সেই ধরনের ছবিগুলো আমি আমার কেরিয়ারের শুরুতেই করে ফেলেছি। বেবি, নাম শাবানা, বদলা, ইত্যাদি। গ্রে শেডের হাসিন দিলরুবা, অন্য ধরনের ষাঁড় কী আঁখ করেছি। স্পোর্টস ড্রামা হিসেবে সাবাশ মিঠু, ইত্যাদি করেছি। 3ছাড়া টাইম ট্রাভেল, থ্রিলার, ভৌতিক, বায়োপিক সব করেছি। অনেক ধরনের ছবিই এর মধ্যে করে ফেলেছি।'
কেরিয়ারের ১০ বছর পার, সাফল্য নিয়ে কী বলছেন তাপসী?
দেখতে দেখতে কেরিয়ারের ১০ বছর হয়ে গেল। কী করে একজন আউটসাইডার হয়েও বলিউডে নিজের এই জায়গা বানালেন তাপসী? এই প্রসঙ্গে তিনি জানান 'আমি এখন যেখানে আছি মনে হয় অনেক করে ফেলেছি। আমি সত্যি কঠিন পরিশ্রম করেছি। আর সবটাই নিজের মেধার জোরে পেয়েছি। তাই আমার সাফল্য পড়ে পাওয়া চৌদ্দ আনার মতো না। তাই এখন যেখানে আছি আমি খুব খুশি। তৃপ্ত।'
আগামীতে তাপসী পান্নুর হাতে তিনটি প্রজেক্ট আছে। তাঁকে আগামীতে ও লড়কি হ্যায় কাঁহা, ফির আয়ি হাসিন দিলরুবা, খেল খেল ম্যায় ছবিতে দেখা যাবে।