শুভব্রত মুখার্জি:- চলতি মরশুমে রবিবার থেকে শুরু হয়েছে রঞ্জি ট্রফির ফাইনালে। এবারের ফাইনাল খেলা হচ্ছে ঐতিহ্যবাহী ক্রিকেট গ্রাউন্ড মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ফাইনালে মুখোমুখি হয়েছে ৪১ বারের চ্যাম্পিয়ন দল মুম্বই এবং বিদর্ভ।
ম্যাচের প্রথমদিনেই ব্যাট করতে নেমেছিল মুম্বই দল। প্রথমদিনে ব্যাট করতে নেমে অল আউট হয়ে গিয়েছে মুম্বই দল। একেবারেই ভালো ব্যাটিং করতে পারেনি মুম্বই দল। শার্দুল ঠাকুরের অর্ধশতরানের ইনিংস এবং প্রথম দিকে পৃথ্বী শ'র ইনিংস বাদ দিলে আর কোনও ব্যাটার বলার মতো রান পাননি।
কিংবদন্তি সচিন তেন্ডুলকরও মুম্বইয়ের এই ব্যাটিংয়ে হতাশা প্রকাশ করেছেন। ব্যাট হাতে এদিন মুম্বইয়ের হয়ে ব্যর্থ হয়েছেন ভারতীয় সিনিয়র টেস্ট দলের হয়ে খেলা দুই ব্যাটার অজিঙ্কা রাহানে এবং শ্রেয়স আইয়ারও। তারপরেই তাদের দিকে ধেয়ে এসেছে ভক্তদের নানা কটূক্তি। এমন আবহে রাহানে, আইয়ারদের খারাপ সময়ে তাদের পাশে থাকার জন্য সমর্থকদের আহ্বান জানিয়েছেন শার্দুল ঠাকুর। তাঁর বক্তব্য এটা একটা পর্যায়, যা তাড়াতাড়ি কেটে যাবে।
এদিন অজিঙ্কা রাহানে ৩৫ বল খেলে মাত্র ৭ রান করে আউট হয়েছেন। অন্যদিকে শ্রেয়স আইয়ার মাত্র ১৫ বল খেলে ৭ রান করে আউট হয়েছেন। শর্ট পিচ বলের বিরুদ্ধে শ্রেয়স আইয়ারের যে ভয় তা এদিন ফের একবার সামনে চলে এসেছে। উমেশ যাদবের শর্ট পিচ বলেই খোঁচা দিয়ে আউট হয়েছেন তিনি।
সম্প্রতি শ্রেয়সকে নিয়ে কম বিতর্ক হয়নি। তিনি বিসিসিআইয়ের নির্দেশ সত্ত্বেও পিঠে ব্যথার অজুহাত দেখিয়ে রঞ্জিতে খেলতে চাননি। এরপর ফিরে এসেও তাঁর ফর্ম একেবারে ভালো নয়। দুই ইনিংসে তিনি করেছেন মাত্র ১০ রান। এমন কঠিন সময়ে এই দুই তারকার পাশে দাঁড়াতে সমর্থকদের। আহ্বান করেছেন শার্দুল ঠাকুর। যিনি ঘটনাচক্রে এদিন মাত্র ৬৯ বলে ৭৫ রানের একটি দুরন্ত ইনিংস খেলেছেন। মূলত তাঁর ইনিংসে ভর করেই মোটামুটিভাবে একটা লড়াইয়ের জায়গায় রয়েছে মুম্বই। রাহানে অন্যদিকে আট ম্যাচে করেছেন মাত্র ১৪১ রান। অর্ধশতরান রয়েছে মাত্র একটি।
আরও পড়ুন:- ১ থেকে ৭০০, টেস্টে জেমস অ্যান্ডারসনের মাইলস্টোন উইকেটের শিকার হয়েছেন কারা
বিষয়টি নিয়ে বলতে গিয়ে শার্দুল জানিয়েছেন, ‘গোটা মরশুম ধরেই অজিঙ্কা রাহানে রান পাচ্ছে না। ওঁর ব্যাটিং ফর্ম নিয়ে ও সমস্যায় রয়েছে। খুব একটা ভালো ছন্দে ও নেই। কিছু একটা সমস্যা হচ্ছে। তবে ওঁকে দোষ দেওয়া যায় না। এটা একটা পর্যায় কেরিয়ারের যেখানে ও রান পাচ্ছে না। সেটাও একটা সময় কেটে যাবে। এমন পর্যায় সব ক্রিকেটারের কেরিয়ারে একবার না একবার আসে। ওদের (রাহানে-শ্রেয়স) জন্য সময়টা খুব খারাপ যাচ্ছে।’
শার্দুল আরও বলেন, 'আমি শ্রেয়স (আইয়ার) এবং অজিঙ্কা ( রাহানে) দুজনকে নিয়েই এক কথা বলব। মুম্বই এবং ভারতের জন্য ওরা দুজনেই খুব বড় ম্যাচ উইনার। তবে বর্তমান সময়টা ওদের নয়। এই সময়টায় আমাদের ওদের পাশে থাকা উচিত। ওদেরকে আরো বেশি করে সমর্থন করা উচিত। ওদের সমালোচনা করাটা খুব সহজ। অজিঙ্কা রান না পেলেও ফিল্ডিংয়ে কিন্তু ওঁর দুরন্ত এনার্জি রয়েছে। অনূর্ধ্ব-২৩ এবং অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকে অনেক ক্রিকেটার উঠে এসেছে যাদের মধ্যে এটার অভাব রয়েছে। স্লিপে দুরন্ত ফিল্ডার অজিঙ্কা। ৮০ ওভার ফিল্ডিং করার পরেও বল তাড়া করে রান বাঁচাতে কিন্তু ওঁকে মরিয়াভাবে ফিল্ডিং করতে দেখা যায়। সাজঘরে কিন্তু ওঁরা (রাহানে-শ্রেয়স) দুজনেই রোল মডেল।'