বাংলা নিউজ > ক্রিকেট > একমাস বাদে আইপিএল, চিন্তা বাড়িয়ে পিঠের ব্যথার জেরে রঞ্জি কোয়ার্টার খেলবেন না KKR অধিনায়ক শ্রেয়স

একমাস বাদে আইপিএল, চিন্তা বাড়িয়ে পিঠের ব্যথার জেরে রঞ্জি কোয়ার্টার খেলবেন না KKR অধিনায়ক শ্রেয়স

শ্রেয়স আইয়ার (ছবি-ANI)

শ্রেয়স আইয়ার কি এখন আর মাঠে ফিরতে পারেবন না? খারাপ ফর্ম ও চোটের কারণে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের বাইরে রয়েছেন শ্রেয়স আইয়ার। তবে এর মাঝে শোনা গিয়েছিল, যদি তিনি ফর্মে ফির পারেন তাহলে আবার ভারতীয় দলে ফিরতে পারেন।

শ্রেয়স আইয়ার কি এখন আর মাঠে ফিরতে পারেবন না? খারাপ ফর্ম ও চোটের কারণে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের বাইরে রয়েছেন শ্রেয়স আইয়ার। তবে এর মাঝে শোনা গিয়েছিল, যদি তিনি ফর্মে ফির পারেন তাহলে আবার ভারতীয় দলে ফিরতে পারেন। তবে তার জন্য তাঁকে স্থানীয় লিগে খেলতে হবে। এমন অবস্থায় রঞ্জি খেলার সুযোগ ছিল তাঁর কাছে। মনে করা হয়েছিল মুম্বইয়ের জার্সিতে মাঠে ফিরবেন শ্রেয়স। তবে এই মুহূর্তে সেটা আর হচ্ছে না।

শ্রেয়সের মাঠে ফেরা যেন পিছিয়ে যাচ্ছে। টিম ইন্ডিয়ার পর মুম্বইয়ের রঞ্জি দল থেকেও বাদ পড়েছেন আনফিট শ্রেয়স আইয়ার। মুম্বইয়ের জন্য এটি একটি বড় ধাক্কার চেয়ে কম কিছু নয়। এর কারণ হল অন্য তারকা ক্রিকেটার শিবম দুবেও ফিট নন। শিবম দুবেও ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রঞ্জি ট্রফি (রঞ্জি ট্রফি ২০২৪) এর কোয়ার্টার ফাইনালে অংশ নিতে পারবেন না। ইএসপিএনক্রিকইনফো দ্বারা প্রাপ্ত তথ্য অনুসারে, আইয়ারের পিঠে স্ট্রেন রয়েছে, অন্যদিকে দুবের একটি পার্শ্ব স্ট্রেন রয়েছে। 23 ফেব্রুয়ারি থেকে মুম্বাইয়ের কোয়ার্টার ফাইনাল ম্যাচ বরোদার বিরুদ্ধে।

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে বরোদার মুখোমুখি হবে মুম্বই। গ্রুপ পর্বে ৭ ম্যাচের মধ্যে ৫টি জিতে ৩৭ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে মুম্বই। ক্রিকইনফো-এর রিপোর্ট অনুযায়ী, শ্রেয়স আইয়ার এবং শিবম দুবে এই ম্যাচে খেলতে পারবেন না। ইনজুরির কারণে এই দুই খেলোয়াড়ই এই ম্যাচে খেলতে পারবেন না।

অলরাউন্ডার শিবম দুবে গত ৪ ম্যাচে দুটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি করেছেন। এমন পরিস্থিতিতে তার না খেলা মুম্বইয়ের জন্য ব্যয়বহুল হতে পারে বলে মনে করা হচ্ছে। শ্রেয়স আইয়ারের উপস্থিতিও দলের মিডল অর্ডারকে শক্তিশালী করত বলে মনে করা হচ্ছে। কিন্তু এখন তারাও এই প্রতিযোগিতা থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছেন। মুম্বই ও বরোদা ছাড়াও কর্ণাটক, বিদর্ভ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং সৌরাষ্ট্রের দলও কোয়ার্টার ফাইনালে উঠেছে। এখন সেমিফাইনালে জায়গা পাওয়ার জন্য কর্ণাটকের মুখোমুখি হবে বিদর্ভ এবং মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশের মুখোমুখি হবে। টুর্নামেন্টের আরেকটি কোয়ার্টার ফাইনালে তামিলনাড়ু ও সৌরাষ্ট্রের দল মুখোমুখি হবে।

দেখে নিন মুম্বই-এর দল:

অজিঙ্কা রাহানে (অধিনায়ক), পৃথ্বী শ, ভূপেন লালওয়ানি, অমোঘ ভাটকল, মুশির খান, সূর্য্যশ শেডগে, প্রসাদ পাওয়ার (উইকেটরক্ষক), হার্দিক তামোর (উইকেটরক্ষক), শার্দুল ঠাকুর, শামস মুলানি, তনুশ কোটিয়ান, আদিত্য ধূমপান, তুষার দেউল, মোহিত অবস্থি, ধাওয়াল কুলকার্নি, রয়স্টন দাস

ক্রিকেট খবর

Latest News

বামনেতা কলতানকে 'শ্রীকৃষ্ণ' বলল রাজ্য! জামিন রুখতে কাকে অর্জুন অ্যাখ্যা দিল? FIFA Ranking- ২ ধাপ নেমে ১২৬ নম্বরে ভারত! শীর্ষে আর্জেন্তিনা,পাঁচ নম্বরে ব্রাজিল মা হিসাবে ঐশ্বর্য জিতে গেছে! বিচ্ছেদ জল্পনার মাঝেই মেয়ের জন্য গর্বিত রাই-সুন্দরী তিরুমালার লাড্ডুতে মেশোনো হচ্ছিল পশুর চর্বি! চন্দ্রবাবুর নিশানায় পূর্বতন সরকার এনিমি প্রপার্টিতে বেআইনি নির্মাণ করার অভিযোগ, সমীক্ষা করে ভাঙল স্বরাষ্ট্রমন্ত্রক কুঁকড়ে ছিলেন ব্যাটাররা! অশ্বিন-জাদেজা এসেই শুরু পাল্টা মার! পেটালেন শাকিবকে… পাঁচ বল খেলে শূন্য রানে আউট! ব্যাট হাতে ফের ব্যর্থ KKR অধিনায়ক শ্রেয়স আইয়ার এবার পুজো কি তিন দিনের নাকি চার দিনেরই? ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজোর তারিখ জেনে নিন ‘আমি বেশ্যা, ২৪ বছরের কেরিয়ারে এতবার শুনেছি আর…’,আরজি কর আবহে বিস্ফোরক স্বস্তিকা 2 ওভার শেষে England-র স্কোর 7/0

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.