শুভব্রত মুখার্জি: তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে এসেছে জিম্বাবোয়ে দল। এই সিরিজের দ্বিতীয় ম্যাচেই আর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দল। সোমবার এক টানটান উত্তেজনার ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে বাজিমাত করেছে শ্রীলঙ্কা। এক ওভার বাকি রেখে ম্যাচ জিতে নিয়েছে শ্রীলঙ্কা। বলা ভালো, এক রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছে লঙ্কানরা। তাদের এই দুই উইকেটের ব্যবধানের রুদ্ধশ্বাস জয়ের নিঃসন্দেহে নায়ক জনিত লিয়ানাগে। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ফলে এগিয়ে গিয়েছে শ্রীলঙ্কা দল।
নবম উইকেটে অপরাজিত জুটি বেঁধে শ্রীলঙ্কার হয়ে অবিশ্বাস্য জয় এনে দিলেন দুষ্মন্ত চামিরা এবং জেফ্ররি ভান্ডেরসে। দু'জনে মিলে ৪০ বলে ৩৯ রান তুলে অপরাজিত থেকে দলকে অনবদ্য জয় এনে দিয়েছেন। জিম্বাবোয়ের হয়ে এদিন দুরন্ত বোলিং করেন রিচার্ড নাগারভা। তিনি একাই পাঁচ উইকেট নিয়ে দলকে লড়াইতে রেখেছিলেন। যদিও শেষ রক্ষা করতে পারেননি তিনি। এদিন প্রথমে ব্যাটিং করে জিম্বাবোয়ে দল। প্রথমে ব্যাট করে ৪৪.৪ ওভারে ২০৮ রান করে অল আউট হয়ে যায় জিম্বাবোয়ে দল। দলের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেন দলের অধিনায়ক ক্রেগ আরভিন। তাঁকে যোগ্য সঙ্গত করেছেন ওপেনার জয়লর্ড গাম্বি (৩০), রায়ান বার্ল (৩১) এবং মিল্টন সুম্বা (২৬) ।
শ্রীলঙ্কার হয়ে এদিন মাহিশ থিকসানা ৩১ রানে ৪ উইকেট নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১১ রানে পৌঁছে এক অবিশ্বাস্য জয় নিশ্চিত করে লঙ্কানরা। এদিন লঙ্কানদের হয়ে দুর্দান্ত একটি ইনিংস উপহার দিয়েছেন জনিত লিয়ানাগে। তিনি ৯৫ রান করে দলের জয়ের ভিত গড়ে দেন। তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে ২১ রান করেন সাহান আরচ্চিগে। একটা সময়ে ৮ উইকেটে ১৭২ রান ছিল লঙ্কানদের। ৪০ বলে ৩৯ রানের জুটি গড়েন ভান্ডারসে এবং চামিরা। চামিরা ১৮ রানে অপরাজিত থেকে যান। ভান্ডারসে অপরাজিত থাকেন ১৯ রানে। ভান্ডারসে মাত্র ১৮ বলে ১৯ রানের একটি আক্রমণাত্মক ইনিংস উপহার দেন। চামিরা, ভান্ডারসে দু'জনেই দু'টি করে চার হাঁকান।এদিন জিম্বাবোয়ের হয়ে মাত্র ৩২ রান দিয়ে পাঁচ উইকেট নেন রিচার্ড নাগারভা। পাশাপাশি সিকান্দর রাজা ৩২ রান দিয়ে নেন ২ উইকেট। তবে দলকে লড়াইয়ের পরেও কাঙ্ক্ষিত জয় এনে দিতে পারেননি তাঁরা।