মাত্র কয়েক বছরের মধ্যেই অসংখ্য ভক্তের মনে জায়গা করে নিয়েছেন ইরফান পুত্র বাবিল খান। তাঁর ভাবনা, কথায় বারংবার মুগ্ধ হয়েছেন সকলেই। তবে এদিন তাঁর রহস্যজনক পোস্ট দেখে ভক্তদের মনে যে চিন্তার মেঘ ঘনিয়েছিল কদিন আগে সেটা কেটেছে। আর কিছুদিন পরই ইরফান খানের মৃত্যুবার্ষিকী। তার আগেই আবার কী লিখেলেন বাবিল তাঁর বাবার জন্য?
কী লিখেছিলেন বাবিল?
কিছুদিন আগে বাবিল খান যে পোস্টটি করেছিলেন সেখানে তিনি লিখেছিলেন 'হার মানছি। বাবার কাছে চলে যাব।' যদিও পরে তিনি সেই পোস্ট ডিলিট করে ফেলেন। এবার আবার তিনি একটি নতুন পোস্টে লিখলেন যে তিনি কখনও হার মানবেন না। পরিবারের জন্য লড়াই করবেন।
আরও পড়ুন: উড়ানের কোপে শেষ হচ্ছে হরগৌরী পাইস হোটেল? রাহুল বললেন, 'যে খবরটা রটেছে সেটা...'
আরও পড়ুন: 'আমিই কেন?' শরীরে থাবা বসিয়েছিল কর্কট! ক্যানসার হয়েছে শুনেই কী মনে হয়েছিল সোনালির?
এদিন বাবিল খান ইরফান খানের একাধিক ছবি পোস্ট করে লেখেন, 'তুমি আমায় একজন যোদ্ধা হতে শিখিয়েছিলে একই সঙ্গে ভালোবাসা আর নরম মনের মানুষ হতে শিখিয়েছিলে।' একই সঙ্গে এই পোস্টে বাবিল লেখেন, 'তুমি আমায় আশা করতে, লড়াই করতে শিখিয়েছ মানুষের জন্য। তোমার ভক্ত নেই। তোমার পরিবার আছে। আর আমি তোমায় প্রমিজ করছি বাবা আমি তোমার লোকেদের জন্য লড়াই করব। আমার পরিবারের জন্য লড়াই করব। তুমি বিশ্বাস করো। আমি হার মানব না। আমি তোমায় খুব ভালোবাসি।'
প্রসঙ্গত ইরফান খান বলিউডের অন্যতম খ্যাতনামা অভিনেতা ছিলেন। সালাম বম্বের মাধ্যমে ডেবিউ করেছিলেন তিনি। এরপর লাইফ ইন এ মেট্রো, লাঞ্চ বক্স, পিকু, হিন্দি মিডিয়াম, ইত্যাদি ছবিতে কাজ করে নজর কেড়েছেন। ২৯শে এপ্রিল মাত্র ৫৩ বছর বয়সে মৃত্যু হয় ইরফানের। বহুদিন ধরেই তিনি ক্যানসারে ভুগছিলেন। অন্যদিকে বাবিল কলা ছবির মাধ্যমে ডেবিউ করেছেন। এছাড়া তাঁকে দ্য রেলওয়ে মেন সিরিজে দেখা গিয়েছিল।