Sikandar Raza New Record: সিকান্দার রাজার নেতৃত্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছে জিম্বাবোয়ে। নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবোয়েকে ৩ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের সিদ্ধান্ত হয়েছে ম্যাচের শেষ বলে। শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা টসে জিতে সফরকারী দলকে ব্যাট করার আমন্ত্রণ জানান। অধিনায়কত্বের ইনিংস খেলেন জিম্বাবোয়ের সিকান্দার রাজা। এদিন তিনে করেন ৬২ রান। এর ভিত্তিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৩ রান তোলে জিম্বাবোয়ে। এর জবাবে স্বাগতিক শ্রীলঙ্কা ৭ উইকেট হারিয়ে শেষ বলে ১৪৪ রান করে রোমাঞ্চকর জয় পেল।
এদিন অনন্য কৃতিত্ব অর্জন করেন জিম্বাবোয়ের অধিনায়ক সিকান্দার রাজা। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে টানা পাঁচটি ম্যাচে ৫০ রানের বেশি স্কোর করেন সিকান্দার রাজা। বিশ্ব ক্রিকেটে এই প্রথম এমনটা কোনও ক্রিকেটা করলেন। তবে শুধু রান করাই নয়, এই প্রত্যেকটি ম্যাচে কমপক্ষে ২টি করে উইকেট শিকার করেছেন তিনি। এই ম্যাচেও দারুণ একটা ইনিংস খেলে জয় প্রায় নিশ্চিত করেছিল জিম্বাবোয়ে। তবে সিকান্দার রাজাদের মুখ থেকে জয়টা ছিনিয়ে নিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ।
এদিনের ম্যাচে অধিনায়ক সিকান্দার রাজার হাফ সেঞ্চুরি তাঁর দলের জন্য কাজে এল না। ৪২ বলে ৫ চার ও ২ ছক্কায় ৬২ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া ওপেনার কামুনহুকানওয়ে ২৬ রান করেন। বাকি ব্যাটসম্যানদের দেখা যায়নি বিশেষ কোনও ফর্মে। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ উইকেট নেন চামেরা ও অধিনায়ক হাসারাঙ্গা। দুই বোলারই নেন ২টি করে উইকেট। চামিরার খাতায় আসে ১ উইকেট। ১৬ জানুয়ারি এই মাঠে সিরিজের পরবর্তী ম্যাচ খেলবে দুই দল।
এদিনের ম্যাচটি শেষ ওভারে জেতে শ্রীলঙ্কা। ম্যাচটি জিততে শেষ ওভারে শ্রীলঙ্কার দরকার ছিল ১৪ রান। সেই সময়ে ব্যাট করছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও দাসুন শানাকা। জিম্বাবোয়ের হয়ে শেষ ওভার আনা ব্লেসিং মুজারাবানির প্রথম দুই বলে দুটি চার মারেন ম্যাথিউজ। তৃতীয় বলটি ছিল একটি ডট। চতুর্থ বলেই ক্যাচ আউট হন ম্যাথিউজ। পঞ্চম বলে ব্যাট করতে আসা দুষ্মন্ত চামিরা চার মারেন। জয়ের জন্য শেষ বলে শ্রীলঙ্কার দরকার ছিল ২ রান। শানাকার সঙ্গে চামিরা ২ রান করে শ্রীলঙ্কাকে জয় এনে দেন।
শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন ম্যাথিউজ। তাঁর ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছক্কা। একই সময়ে, শানাকা অপরাজিত থাকেন এবং ১৮ বলে চারটি চারের সাহায্যে ২৬ রান করেন। কুসল মেন্ডিস ও কুশল পেরেরা ১৭ রান করেন। চরিথ আসালঙ্কা করেন ১৬ রান। বাকি ব্যাটসম্যানরা বিশেষ কিছু করতে পারেননি। জিম্বাবোয়ের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন অধিনায়ক সিকান্দার রাজা। যেখানে ব্লেসিং মুজারাবানি নেন ২ উইকেট।