বাংলা নিউজ > ক্রিকেট > Asia Cup 2023: চোট-আঘাতে জর্জরিত শ্রীলঙ্কা, এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন এই তারকা! অনিশ্চিত কুমারাও

Asia Cup 2023: চোট-আঘাতে জর্জরিত শ্রীলঙ্কা, এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন এই তারকা! অনিশ্চিত কুমারাও

শ্রীলঙ্কা দল। ছবি- টুইটার

চোটের জন্য় এবার এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন মাদুশঙ্কা। পাশাপাশি এও জানা যাচ্ছে লাহিরু কুমারাও সম্ভবত খেলতে পারবেন না।

এশিয়া কাপ শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। আর তার আগে যেন মিনি হাসপাতালে পরিণত হয়েছে। বিশেষ করে তাদের বোলিং লাইনআপে। চোটের ছিটকে গেলেন আরও এক বোলার। আসন্ন এশিয়া কাপে দেখা যাবে না দিলশান মাদুশঙ্কা। ক্রিকইনফোর একটি প্রতিবেদন মারফত জানা গিয়েছে, চোটের জন্য় আসন্ন এশিয়া কাপে দেখা যাবে না মাদুশঙ্কাকে। শুধু তাই নয়, লাহিরু কুমারাও সম্ভবত পাচ্ছে না লঙ্কান ব্রিগেড। এশিয়া কাপ শুরুর আগেই যে বেশ সমস্যায় পড়েছে গিয়েছে শ্রীলঙ্কা, তা বলার অপেক্ষা রাখে না।

গত কয়েক দিন আগেই চোটের কারণে ছিটকে গিয়েছেন দুষ্মন্ত চামিরা। যদিও ওয়ানিন্দু হাসারাঙ্গা অনেকটাই সুস্থ হয়ে উঠছেন। তবে তিনি যে এশিয়া কাপে খেলতে পারবেন এমনটা একেবারেই মনে করা হচ্ছে। কারণ পুরোপুরি ফিট হয়ে উঠতে বেশ কিছুটা সময় লাগবে তাঁর। ফলে বিশ্বকাপ দলের যদিও দেখা যায়, এই এশিয়া কাপে হাসারাঙ্গার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। গতবারের এশিয়া কাপের চ্যাম্পিয়নরা যে এবার বেশ কিছুটা হলেও ব্যাকফুটে চলে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

শুক্রবার প্রস্তুতি ম্যাচ খেলার সময় মাদুশঙ্কার পেশিতে চোট লাগে। সঙ্গে সঙ্গেই চিকিৎসা শুরু হয়ে যায় তাঁর। এমনকী অক্টোবরে বিশ্বকাপের আগে ফিটনেস ফিরে পাওয়ার জন্য লড়াই করতে হতে পারে তাঁকে। এতটাই গুরুতর চোট পেয়েছেন তিনি। শ্রীলঙ্কা দলের মেডিকেল কমিটির চেয়ারম্যান প্রফেসর অর্জুনা ডি সিলভা এমনটাই জানিয়েছেম ক্রিকইনফোকে। একইভাবে, চামিরারও পেক্টোরাল ইনজুরি রয়েছে, যা তাঁকেও বিশ্বকাপ থেকে ছিটকে দিতে পারে। স্বাভাবিক ভাবেই লঙ্কান বোলিং অর্ডার কিছুটা হলেও দিশেহারা পরিস্থিতির মুখে পড়েছে।

কুমারা, চামিরা এবং মাদুশঙ্কা শ্রীলঙ্কার দ্রুততম বোলারদের মধ্যে রয়েছেন এবং তাদের অনুপস্থিতি শ্রীলঙ্কার আক্রমণের জন্য সমস্যা তৈরি করবে, যেটি তাদের জুন ও জুলাইয়ে বিশ্বকাপ বাছাইপর্বের মধ্য দিয়ে নিয়েছিল। এই পেসারদের অনুপস্থিতিতে, শ্রীলঙ্কাকে সম্ভবত প্রমোদ মাদুশান, এবং মাথিসা পাথিরানার উপর নির্ভর করতে হবে, যাদের প্রত্যেকের অন্তত কিছু অভিজ্ঞতা আছে।

ইতিমধ্যে হাসরাঙ্গাকে বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার দুনিথ ওয়েললাগে সুযোগ দেওয়া হতে পারে, যদিও দুশান হেমন্তকেও ডাকা হতে পারে। বৃহস্পতিবার এশিয়া কাপে শ্রীলঙ্কার প্রথম ম্যাচ বাংলাদেশের বিপক্ষে।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

বৃহস্পতি হয়েছেন বক্রী, ৫ রাশির বাড়বে টানাপোড়েন, আর্থিক অবস্থার হবে অবনতি কোজাগরী লক্ষ্মী পুজোর তারিখ নিয়ে রয়েছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ তিথি ডিসেম্বর থেকে মহিলাদের আড়াই হাজার, বড় সিদ্ধান্তের পথে ঝাড়খণ্ড, বাংলায় কবে? কার্নিভালে বাধা দেব না, দ্রোহও চলবে, হাইকোর্টের নির্দেশে ‘গান্ধীবাদী’ ডাক্তাররা? BPL 2025 Players Draft: চিটাগংয়ে শাকিব, ঢাকায় মুস্তাফিজুর-লিটন! কে গেল কোন দলে? মাঝরাতে গালাগালি দিচ্ছে ঘর পরিষ্কারের রোবট, তাড়া করছে কুকুরকে,হ্যাকারদের কীর্তি কৃষ্ণনগরে দুর্গাপুজোর ভাসানে তুমুল ইটবৃষ্টি, আহত ২, আটক ১, অশান্তি চরমে ‘আমাকে হুমকি দেওয়া হয়েছে গ্রেফতার করার….’, শাসকের থ্রেট কালচার নিয়ে ফোঁস মেহুলির পিছিয়ে গেল আনোয়ার আলির মামলার শুনানি! ডার্বিতে খেলবেন মোহনবাগানের প্রাক্তনী ধনীর তালিকায় প্ৰথম মুকেশ আম্বানি, নাম নেই স্বর্গীয় রতন টাটার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.