বাংলা নিউজ > ক্রিকেট > টেস্টে স্মিথ ওপেন করলে, লারার ৪০০ রানের রেকর্ড ভেঙে দেবে- গাল ভরা দাবি মাইকেল ক্লার্কের

টেস্টে স্মিথ ওপেন করলে, লারার ৪০০ রানের রেকর্ড ভেঙে দেবে- গাল ভরা দাবি মাইকেল ক্লার্কের

স্টিভ স্মিথ, মাইকেল ক্লার্ক এবং ব্রায়ান লারা।

স্মিথ যদি টেস্টে ওপেন করার সুযোগ পেয়ে যান, তবে তিনি নাকি ব্রায়ান লারার নামে দীর্ঘতম ফর্ম্যাটে ব্যক্তিগত সর্বোচ্চ ৪০০ রানের যে রেকর্ডটি রয়েছে, সেটা ভেঙে দেবেন। এমনই দাবি করেছেন প্রাক্তন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক।

টেস্ট ক্রিকেট থেকে অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নারের অবসরের পর, সেই ফাঁকা জায়গাটা কে পূরণ করবেন, তা নিয়ে তুমুল চর্চা রয়েছে। তবে স্টিভ স্মিথ আগেই জানিয়েছেন, যদি তাঁকে সুযোগ দেওয়া হয়, তবে তিনি অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে ওপেন করতে চান। আর স্মিথ যদি টেস্টে ওপেন করার সুযোগ পেয়ে যান, তবে তিনি নাকি ব্রায়ান লারার নামে দীর্ঘতম ফর্ম্যাটে ব্যক্তিগত সর্বোচ্চ ৪০০ রানের যে রেকর্ডটি রয়েছে, সেটা ভেঙে দেবেন। এমনই দাবি করেছেন প্রাক্তন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক।

স্মিথের ওপেনিংয়ে নামা প্রসঙ্গে ইএসপিএনের ‘অ্যারাউন্ড দ্য উইকেট’ অনুষ্ঠানে ক্লার্ক বলেন, ‘ও (স্মিথ) ওপেন করলে, আমি ওকেবারেই বিস্মিত হব না। স্মিথি ব্যাটিং করতে ভালোবাসে। ও কাউকে কয়েকটি বল ছেড়ে দেওয়ার চেয়ে, বরং নিজে খেলতেই পছন্দ করবে। তবে আমি শুনেছি, স্মিথি কয়েক বার এমন করেছে- কেউ যদি ওর আগে গিয়ে বেশিক্ষণ ব্যাটিং করেছে, তা হলে পরের বার ও সেই ব্যাটারদের ছাপিয়ে যেতে চেয়েছে। স্মিথির এই ব্যাপারটি দারুণ।’

আরও পড়ুন: আমাদের কিউরেটররা ইচ্ছাকৃত ভাবে করে, আর সেনা দেশের ক্ষেত্রে হয় ভুল করে- দক্ষিণ আফ্রিকার পিচ নিয়ে ধুইয়ে দিলেন গাভাসকর

ক্লার্ক এর সঙ্গে যোগ করেছেন, ‘ও ব্যাটিং ভালোবাসে। টেকনিকের দিক দিয়েও দারুণ। ও মানিয়ে নিতে পারবে। ও ওপেন করতে পারবে, কোনও সংশয় নেই। এর আগে তিনে খেলেছে। ও নতুন বলে ভালো, স্পিনে দারুণ। ও যদি ওপেন করতে চায়, তাহলে আমার মনে হয়, ওকে সেটা করতে দেবে অস্ট্রেলিয়া।’

এখানেই থামেননি ক্লার্ক। তিনি দাবি করেছেন, ‘স্টিভেন স্মিথ যদি ওপেন করতে চায়, এবং ওরা ওকে সেই সুযোগটা দেয়, তাহলে ও এক বছরের মধ্যে ১ নম্বর টেস্ট ওপেনার হয়ে যাবে। ও এমনিতেই ভালো খেলোয়াড়। টেকনিক্যালি ও যথেষ্ট ভালো। ও বল ছাড়ে ভালো, দৃষ্টি ভালো, দারুণ হাত। হয়তো ও এই চ্যালেঞ্জই নিতে চলেছে। ও কারও জন্য অপেক্ষা করে না।’

আরও পড়ুন: পুদুচেরির কাছে লজ্জার হারের কয়েক ঘণ্টার মধ্যেই যশ ধুলকে নেতৃত্ব থেকে সরাল দিল্লি, নতুন অধিনায়ক হিম্মত সিং

এর পরেই চমকপ্রদ ভবিষ্যদ্বাণী করে ক্লার্ক সোজাসাপ্টা বলেছেন, ‘আর একটি ব্যাপার, ও যদি ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ড ভাঙে, তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ, ও এতটাই ভালো। ওপেন করতে নামলে ও পুরো একটা দিন, হয়তো দু'দিন পাবে ব্যাটিংয়ের জন্য।’

তবে স্মিথকে এই পজিশনে খেলাতে রাজি নন দলের অধিনায়ক প্যাট কামিন্স। তাঁকে চার নম্বরেই অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে স্তম্ভ হিসেবে দেখতে চান কামিন্স। তবে স্মিথ যেহেতু নিজে থেকে ওপেন করার আগ্রহ দেখিয়েছেন, তাতে আলাদা করে ভাবতে হচ্ছে এই বিষয়টি নিয়ে।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

ভবানীপুর ৭৫ পল্লীর থিমে এবার জীবনানন্দ, ফুটে উঠছে ‘প্রেমিকা’ কলকাতা ‘ঢাক বাজাতে গিয়ে বুকের আঁচল যে খসে পড়ছে…’, শ্রাবন্তীর কাণ্ডে নেটপাড়ায় ছিঃ ছিঃ টাকার অভাব বলেও চলতি বছরে ৪ বিধানসভা ভোটে ৫৮৫ কোটি খরচ কংগ্রেসের! জলের ফোঁটা ফুটিয়ে তুলছে পুজোর আমেজ! প্রকৃতির গভীর ভাবনা শহরের এই পুজোয় গোয়ালিয়রের তিন ছক্কায় বাটলারকে টপকালেন সূর্যকুমার, দিল্লিতে টপকাতে পারেন পুরানকে কাতারের মুন টাওয়ার এবার হুগলিতে! শহর থেকে দূরে হলেও তাক লাগাচ্ছে এই পুজো গভীর রাতে জয়নগরের নাবালিকার দেহ গ্রামে পৌঁছতেই উঠল ‘ফাঁসি চাই’ স্লোগান নীচে জাতীয় সড়ক, উপরে ছুটছে মেট্রো! এশিয়ার দীর্ঘতম ডবল ডেকার ফ্লাইওভার ভারতে ভারতের কথা মেনে নিল ব্রিটেন, বিরোধ এড়িয়ে মরিশাস পেল চাগোস দ্বীপপুঞ্জ লক্ষ্মীপুজোর পরই সেনাপতির চন্দ্রর ঘরে গমন, আয় বাড়বে, ৫রাশির হবে অপ্রত্যাশিত লাভ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.