রঞ্জি ট্রফির ইতিহাসে মুম্বইয়ের আধিপত্য একতরফা। সব থেকে বেশিবার রঞ্জির খেতাব জয়ের নিরিখে মুম্বই আগে থেকেই রেকর্ড নিজেদের দখলে রেখেছ। এবছর রঞ্জি ফাইনালে বিদর্ভকে হারিয়ে নিজেদের ট্রফির সংখ্যা আরও একটি বাড়িয়ে নেয় মুম্বই।
এবছর ওয়াংখেড়ে স্টেডিয়ামের ফাইনালে বিদর্ভকে হারিয়ে নিজেদের ৪২ নম্বর রঞ্জি খেতাব ঘরে তোলে মুম্বই। ক্যাপ্টেন অজিঙ্কা রাহানের হাত ধরে আসে মুম্বইয়ের ৪২তম খেতাব। রাহানের নেতৃত্বে এই প্রথমবার রঞ্জি চ্যাম্পিয়ন হল মুম্বই।
আরও পড়ুন:- Ranji Trophy 2024: কেরিয়ারের শেষ বলে উইকেট, মুম্বইকে রঞ্জি চ্যাম্পিয়ন করিয়ে অবসরের গ্রহে কুলকার্নি- ভিডিয়ো
রাহানে মুম্বইয়ের ২৬তম ক্যাপ্টেন হিসেবে রঞ্জি ট্রফি হাতে তোলার কৃতিত্ব অর্জন করেন। অর্থাৎ, অজিঙ্কার আগে আরও ২৫ জন ক্যাপ্টেন মুম্বইকে রঞ্জি ট্রফি জিতিয়েছেন। রঞ্জি জয়ের সংখ্যার নিরিখে মুম্বইয়ের সব থেকে সফল ক্যাপ্টেন হলেন অজিত ওয়াদেকর। তাঁর নেতৃত্ব মুম্বই মোট চারবার রঞ্জি চ্যাম্পিয়ন হয়। এছাড়া মুম্বই তিনবার করে রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছে মাধব মন্ত্রী, পলি উমরিগড়, নাদকার্নি ও সুনীল গাভাসকরের নেতৃত্বে।
আরও পড়ুন:- IPL 2024: দুশ্চিন্তার কালো মেঘ KKR শিবিরে, ফের আইপিএল থেকে ছিটকে যেতে পারেন নাইট অধিনায়ক- রিপোর্ট
রঞ্জি ট্রফি জয়ী মুম্বইয়ের ক্যাপ্টেনরা:-
ক্রমিক নং | মুম্বই ক্যাপ্টেন | ট্রফির সংখ্যা | মরশুম |
---|
১ | অজিঙ্কা রাহানে | ১ | ২০২৩-২৪ |
২ | আদিত্য তারে | ১ | ২০১৫-১৬ |
৩ | অজিত আগরকর | ১ | ২০১২-১৩ |
৪ | অজিত ওয়াদেকর | ৪ | ১৯৬৮-৬৯, ১৯৬৯-৭০, ১৯৭১-৭২, ১৯৭২-৭৩ |
৫ | অমল মজুমদার | ১ | ২০০৬-০৭ |
৬ | অশোক মানকড় | ২ | ১৯৭৪-৭৫, ১৯৭৫-৭৬ |
৭ | একনাথ সোলকর | ১ | ১৯৮০-৮১ |
৮ | এইচজে ভাজিফদর | ১ | ১৯৩৫-৩৬ |
৯ | কেসি ইব্রাহিম | ১ | ১৯৪৮-৪৯ |
১০ | এলপি জয় | ১ | ১৯৩৪-৩৫ |
১১ | মাধব মন্ত্রী | ৩ | ১৯৫১-৫২, ১৯৫৫-৫৬, ১৯৫৬-৫৭ |
১২ | মাধবরাও আপতে | ২ | ১৯৫৮-৫৯, ১৯৬১-৬২ |
১৩ | মনোহর হারদিকর | ২ | ১৯৬৬-৬৭, ১৯৬৭-৬৮ |
১৪ | পলি উরমিগড় | ৩ | ১৯৫৯-৬০, ১৯৬০-৬১, ১৯৬২-৬৩ |
১৫ | রবি শাস্ত্রী | ১ | ১৯৯৩-৯৪ |
১৬ | আরজি নাদকার্নি | ৩ | ১৯৬৩-৬৪, ১৯৬৪-৬৫, ১৯৬৫-৬৬ |
১৭ | সচিন তেন্ডুলকর | ১ | ১৯৯৪-৯৫ |
১৮ | সাইরাজ বাহুতুলে | ১ | ২০০৩-০৪ |
১৯ | সমীর দিঘে | ১ | ১৯৯৯-২০০০ |
২০ | সঞ্জয় মঞ্জরেকর | ১ | ১৯৯৬-৯৭ |
২১ | শ্রীরঙ্গ সোহনি | ১ | ১৯৫৩-৫৪ |
২২ | সুধীর নায়েক | ১ | ১৯৭০-৭১ |
২৩ | সুনীল গাভাসকর | ৩ | ১৭৭৬-৭৭, ১৯৮৩-৮৪, ১৯৮৪-৮৫ |
২৪ | বিজয় মার্চেন্ট | ২ | ১৯৪১-৪২, ১৯৪৪-৪৫ |
২৫ | বিনায়ক সামন্ত | ১ | ২০০২-০৩ |
২৬ | ওয়াসিম জাফর | ২ | ২০০৮-০৯, ২০০৯-১০ |
আরও পড়ুন:- দেশ আগে না IPL? 'হার্দিক পান্ডিয়াকে' বিদ্রুপ করা বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্টে লাইক শামির
রাহানে ছাড়া সচিন তেন্ডুলকর, রবি শাস্ত্রী, সঞ্জয় মঞ্জরেকর, অজিত আগরকরের নেতৃত্বেও রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই। ওয়াসিম জাফর ক্যাপ্টেন হিসেবে মুম্বইকে একজোড়া রঞ্জি খেতাব জিতিয়েছেন।