রঞ্জি ট্রফির গ্রুপ লিগের শেষেই খেলা ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দেন ধাওয়াল কুলকার্নি। তবে দল যেহেতু নক-আউটে জায়গা করে নেয়, তাই টিম ম্যানেজমেন্ট ও মুম্বই ক্রিকেট সংস্থার অনুরোধে রঞ্জি ট্রফির শেষ পর্যন্ত খেলা চালিয়ে যাওয়া মনস্থির করেন ধাওয়াল কুলকার্নি। তিনি নিজেও বোধহয় জানতেন না যে, পেশাদার ক্রিকেট থেকে তাঁর বিদায়ী মঞ্চটাকে এভাবে অনন্য সুন্দর করে তুলবেন ক্রিকেট ঈশ্বর। নিখুঁত চিত্রনাট্যের উপস্থাপন বলে যাকে, ঠিক সেভাবেই রঞ্জি ফাইনাল শেষে দলের হাতে ট্রফি তুলে দিয়ে ব্যাট-প্যাড-বুটজোড়া চিরতরে তুলে রাখলেন কুলকার্নি।
রঞ্জির গ্রুপ লিগের শেষে প্রতিটি ম্যাচই হতে পারত ধাওয়াল কুলকার্নির কেরিয়ারের শেষ ম্যাচ। তবে মুম্বই একে একে কোয়ার্টার ও সেমিফাইনালের বাধা টপকানোয় দীর্ঘায়িত হতে থাকে ৩৫ বছরের পেসারের ক্রিকেট কেরিয়ার। শেষমেশ ফাইনালে মাঠে নামার সময় নিশ্চিত হয়ে যায় যে, এটিই কুলকার্নির শেষ ম্যাচে। সতীর্থদের গার্ড অফ অনারে তিনি বিদায় চেয়ে নেন সমর্থকদের কাছে।
সব ক্রিকেটারই চায় ঘরের মাঠে শেষবার খেলতে নেমে অবসর নিতে। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা নেই যাঁর, আইপিএলের দরজাও বন্ধ যাঁর কাছে, তেমন ক্রিকেটারের সামনে রঞ্জি ট্রফির ফাইনালের থেকে বড় মঞ্চ আর হতেই পারে না। সুতরাং, কুলকার্নির বিদায় বেলা চিরস্মরণীয় করে রাখার সব রকম বন্দোবস্তই তৈরি ছিল। বাকি ছিল শুধু ট্রফিটা। মুম্বই চ্যাম্পিয়ন হওয়ায় শেষবেলায় প্রাপ্তির ভাঁড়ার পূর্ণ হয় কুলকার্নির।
রঞ্জি ফাইনালে মুম্বইয়ের হয়ে প্রথম ইনিংসে ৩টি উইকেট নেন কুলকার্নি। দ্বিতীয় ইনিংসে বিদর্ভ যখন ৯ উইকেট হারিয়ে হারের দোরগোড়ায়, তখনও পর্যন্ত উইকেটহীন ছিলেন তিনি। বিদর্ভের ৯ উইকেট পড়ার পরেই ক্যাপ্টেন রাহানে কুলকার্নির হাতে বল তুলে দেন, যাতে তিনি শেষ উইকেট তুলে নিতে পারেন। ধাওয়াল উমেশ যাদবকে বোল্ড করে দলের জয় নিশ্চিত করেন এবং নিজের কেরিয়ারের শেষ বলে উইকেট নেওয়ার সুখস্মৃতি নিয়ে মাঠ ছাড়েন।
সুতরাং, রঞ্জি ফাইনালে দুই ইনিংস মিলিয়ে ৪টি উইকেট নেন কুলকার্নি। এবারের রঞ্জি ট্রফির ৪ ম্যাচে মাঠে নেমে ১১টি উইকেট দখল করেন তিনি। ধাওয়াল ভারতের হয়ে ১২টি ওয়ান ডে ও ২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। নিয়েছেন ২২টি আন্তর্জাতিক উইকেট। ৯৬টি ফার্স্ট ক্লাস ম্যাচে কুলকার্নি ২৮৫টি উইকেট নিয়েছেন। ১৩০টি লিস্ট-এ ম্যাচে তাঁর সংগ্রহ ২২৩টি উইকেট। ১৬২টি টি-২০ ম্যাচে ধাওয়াল ১৫৪টি উইকেট নিয়েছেন।