বাংলা নিউজ > ক্রিকেট > ম্যাচ শেষে মোহালিতে অনুশীলনে সূর্য! অবাক বীরু বললেন এমনটা কখনও করবেন না

ম্যাচ শেষে মোহালিতে অনুশীলনে সূর্য! অবাক বীরু বললেন এমনটা কখনও করবেন না

সূর্যকুমার যাদবকে বিশেষ পরামর্শ দিলেন বীরেন্দ্র সেহওয়াগ (ছবি-এএফপি)

সূর্যকুমার যাদবের উদ্দেশ্যে বীরেন্দ্র সেহওয়াগ বলেছেন, ‘আমার মনে হয় না এটার দরকার ছিল। আপনি ভুল করেছেন এবং আউট হয়েছেন। ভুলের দিকে মনোযোগ দিন, মানসিকতাটাই বেশি গুরুত্বপূর্ণ। দক্ষতা কোথাও যাবে না, আপনার অনুশীলনের দরকার নেই।’

একদিনের ক্রিকেটে ফর্মে ফিরেছেন ভারতীয় দলের ‘SKY’। ‘মিস্টার 360’ নামে পরিচিত সূর্যকুমার যাদবকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে ভালো দেখাচ্ছিল। অনেক দিন ধরেই ওয়ানডেতে বাজে ব্যাটিংয়ের জন্য সমালোচিত হচ্ছিলেন সূর্যকুমার যাহব। অবশেষে মোহালির মাঠে হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। ছয় নম্বরে নামার পর, তিনি ধৈর্যের সঙ্গে ব্যাট করেন এবং অস্ট্রেলিয়ান বোলারদের মোকাবেলা করেন। এদিনে সূর্যকুমার যাদব ৪৯ বলে ৫০ রান করেন। এদিনের ইনিংসে সূর্য মারেন ৫টি চার ও একটি ছক্কা। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে সূর্যের ফর্মে কেবল তাঁর ভক্তদের জন্য নয়, টিম ম্যানেজমেন্টকেও চিন্তা মুক্ত করবে। একদিনের ক্রিকেটে সূর্যের ফর্মে ফেরায় খুশি প্রাক্তন অভিজ্ঞ ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ।

সূর্য সম্পর্কে একটি বড় ভবিষ্যদ্বাণী করেছেন প্রাক্তন বিস্ফোরক ওপেনার সেহওয়াগ। তিনি বিশ্বাস করেন যে সূর্যকুমার আগামী দিনে ভারতীয় দলের জন্য একটি সম্পদ হিসাবে প্রমাণিত হবেন। তিনি সূর্যকে ভারতীয় দলের এক্স ফ্যাক্টর বলেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (আগের টুইটারে) সেহওয়াগ লিখেছেন, ‘সূর্যকুমার যাদবের জন্য খুশি। তিনি অবশ্যই একটি এক্স ফ্যাক্টর। সূর্য যে গিয়ারে খেলতে পারে সেই গিয়ারে খেলার ক্ষমতা অনেক খেলোয়াড়ের নেই। নিঃসন্দেহে নিজের খেলা দিয়ে প্রতিপক্ষ দলের মনে ভয় তৈরি করার ক্ষমতা রয়েছে তাঁর। এটা একটা দারুণ বিষয় এবং তিনি দলের একটি সম্পদ হবে। অভিনন্দন ভারত।’

যদিও ক্রিকবাজের সঙ্গে কথা বলার সময়ে সেহওয়াগ সূর্যকুমারের জন্য একটি পরামর্শও দিয়েছেন। আসলে জানা গিয়েছিল ম্যাচ শেষে নক করতে মাঠে নেমেছিলেন সূর্যকুমার যাদব। পরে সূর্যের সঙ্গে যুক্ত হয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। যদিও এই বিষয় নিয়ে সূর্যকে বিশেষ পরামর্শ দিয়েছেন বীরু। 

বীরেন্দ্র সেহওয়াগ বলেছেন, ‘আমার মনে হয় না এটার দরকার ছিল। আপনি যখন সেখানে গিয়েছিলেন তখন আপনি আপনার ১০০ শতাংশ প্রচেষ্টা করেছিলেন। তুমি আউট হয়েছ ঠিক আছে হয়ে গিয়েছে ব্যস। আমার কাছে তো বিষয়টা এমনই। আমি আউট হওয়ার পরের দিন পর্যন্ত অনুশীলন করব না। আমি জানি না সে কেন খেলার পর নক করছিল। তবে আমি বিশ্বাস করি যে আপনি এই ম্যাচের জন্য প্রস্তুতি নিয়েছিলেন, আপনার সুযোগ ছিল, আপনি ভুল করেছেন এবং আউট হয়েছেন। ভুলের দিকে মনোযোগ দিন, মানসিকতাটাই বেশি গুরুত্বপূর্ণ। দক্ষতা কোথাও যাবে না, আপনার অনুশীলনের দরকার নেই।’

বীরেন্দ্র সেহওয়াগ আরও বলেন, ‘এটা মানসিকতা। আপনি যখন সেই শটটি খেলেছিলেন তখন আপনি কী ভাবছিলেন, এটি সঠিক সিদ্ধান্ত কিনা। মানসিক টিউনিং আরও গুরুত্বপূর্ণ। যখন আপনার পরপর তিনটি ডাক ছিল তখন আপনার দক্ষতার উপর ফোকাস করা উচিত ছিল। এখন যেহেতু আপনি রান করেছেন, আপনাকে মানসিকভাবে নিজেকে সুরক্ষিত করতে হবে।’

ম্যাচের কথা বললে, এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ২৭৬ রানের মধ্যেই অস্ট্রেলিয়ার অল উইকেট ডাউন হয়ে যায়। এদিনের ম্যাচে ডেভিড ওয়ার্নার ৫৩ বলে ৫২ রান করছিলেন। জোশ ইংলিস ৪৫ বলে ৪৫ রান করেন। স্টিভ স্মিথ ৬০ বলে ৪১ রান করন। এছাড়াও মার্নাস ল্যাবুশান ৪৯ বলে ৩৯ রান ও গ্রিন ৫২ বলে ৩১ রান করে আউট হন। এদিন শামি পাঁচ উইকেট নেন এবং বুমরাহ, অশ্বিন ও জাদেজা একটি করে উইকেট শিকার করেন। জবাবে ব্যাট করতে নেমে রুতুরাজ ৭৭ বলে ৭১ রান ও গিল ৬৩ বলে ৭৪ রান করেন। তবে এদিন শ্রেয়স আইয়ারের ব্যাট থেকে সেভাবে রান আসেনি। কেএল রাহুল ৬৩ বলে অপরাজিত ৫৮ রান করেন এবং সূর্যকুমার যাদব ৪৯ বলে ৫০ রান করে আউট হন। এই ম্যাচ পাঁচ উইকেটে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে গেল ভারত।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে

বন্ধ করুন