শুভব্রত মুখার্জি: ক্রিকেটীয় পরিভাষায় 'ক্যারি দ্য ব্যাট' কথাটির অর্থ হল ইনিংস ওপেন করতে নেমে একেবারে শেষ পর্যন্ত যিনি নট আউট থাকেন। ওয়ানডে ক্রিকেটের পরিপ্রেক্ষিতে বলতে গেলে একজন ব্যাটার তাঁর দলের হয়ে ইনিংস ওপেন করতে নেমে একেবারে ৫০ ওভার পর্যন্ত ব্যাট করে যদি নট আউট থাকেন অথবা তার দল অল আউট হয়ে গেলেও তিনি যদি অপরাজিত থেকে যান তাহলে বলা হয় তিনি 'ক্যারি দ্য ব্যাট ' করেছেন। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এটি সাধারণত একটি বিরল কৃতিত্ব। খুব বেশি ক্রিকেটারের সৌভাগ্য হয়নি এই নজির গড়ার। বৃহস্পতিবার সেই বিরল নজির গড়া ক্রিকেটারদের তালিকায় নিজের নাম উঠিয়ে ফেললেন দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলের অধিনায়ক তেম্বা বাভুমা।
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে তিনি ১৩ তম ক্রিকেটার যিনি এই 'ক্যারি দ্য ব্যাটে'র নজির গড়লেন। দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে তিনি আবার দ্বিতীয় ক্রিকেটার যিনি এই নজির গড়লেন। প্রোটিয়া সফরে এসেছে অস্ট্রেলিয়া দল। তাদের বিরুদ্ধে ব্লুমফন্টিনে প্রথম ওয়ানডেতে এই নজির গড়েছেন বাভুমা। ৩৩ বছর বয়সী প্রোটিয়া ওপেনার এদিন একটি লড়াকু শতরান করেছেন। ১৪২ বল খেলে ১১৪ রান করে অপরাজিতা থাকেন তিনি। অন্যদিকে তাঁর দল মাত্র ২২২ রানে অলআউট হয়ে যায়। অর্থাৎ বাভুমার ইনিংসে ভর করেই এক লড়াকু স্কোর খাড়া করতে সমর্থ হয়েছে দক্ষিণ আফ্রিকা দল।
এদিন ৪৯ ওভারে ২২২ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। যার মধ্যে বাভুমা একাই করেন অপরাজিত ১১৪ রান। বাভুমার ইনিংস সাজানো ছিল ১৪ টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারিতে। বাভুমার পরেই এদিন দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন মার্কো জানসেন। ১৩তম ক্রিকেটার এবং ২য় প্রোটিয়া ক্রিকেটার হয়ে ওয়ানডেতে 'ক্যারি দ্য ব্যাটে'র নজির গড়ার পাশাপাশি এদিন আরও একটি নজির গড়েছেন বাভুমা। তিনি হলেন পঞ্চম ক্রিকেটার যিনি শতরান করার পাশাপাশি 'ক্যারি দ্য ব্যাটে'র নজির গড়েছেন। শেষবার ২০১৭ সালে এই নজির গড়েছিলেন শ্রীলঙ্কার ওপেনার উপুল থারাঙ্গা।
এদিন শেষ উইকেটে লুঙ্গি এনগিডিকে সঙ্গী করে ৩৫ রানের পার্টনারশিপ গড়েন বাভুমা। পাশাপাশি তাঁর শতরানটিও সম্পন্ন করেন। প্রথম দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে 'ক্যারি দ্য ব্যাটে'র নজির ছিল হার্সেল গিবসের। ২০০০ সালের মার্চে শারজাতে পাকিস্তানের বিরুদ্ধে এক ওয়ানডে ম্যাচে এই নজির গড়েছিলেন তিনি। ৫৯ রানে অপরাজিত ছিলেন তিনি। পাকিস্তানের করা ১৬৮ রান তাড়া করতে গিয়ে দক্ষিণ আফ্রিকা সেদিন ১০১ রানে অলআউট হয়ে গিয়েছিল।