শুভব্রত মুখার্জি: নিউজিল্যান্ড ক্রিকেটের ইতিহাসে নিঃসন্দেহে কিংবদন্তি ক্রিকেটার হলেন স্যার রিচার্ড হ্যাডলি। তাঁর সময়কালে অনবদ্য অলরাউন্ডার ছিলেন এই কিউয়ি ক্রিকেটার। নিউজিল্যান্ড ক্রিকেটে তাঁর অবদান অপরিসীম। একাধিক নজির এখনও রয়েছে তাঁর ঝুলিতে। তাঁর ঝুলিতে থাকা এইরকম এক নজির অবশ্য বুধবার ভেঙে দিয়েছেন নিউজিল্যান্ড দলের বর্তমান সদস্য তথা বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট। এতদিন পর্যন্ত ওডিআই ফর্ম্যাটে নিউজিল্যান্ড দলের হয়ে সর্বাধিকবার এক ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার নজির ছিল তাঁর। এবার সেই নজির ভেঙে দিলেন ট্রেন্ট বোল্ট। ঘটনাচক্রে বোল্ট এই মুহূর্তে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটার নন। তা সত্ত্বেও ওডিআই বিশ্বকাপের কথা মাথাতে রেখে দলের হয়ে খেলছেন তিনি।
স্যার রিচার্ড হ্যাডলির ওয়ানডে কেরিয়ারে এক ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার নজির ছিল পাঁচটি ম্যাচে। সেই নজির ভেঙে দিলেন বোল্ট। তিনি ছটি ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন। দ্য ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজে এই নজির গড়লেন বোল্ট। ওভালে তৃতীয় ওয়ানডে ম্যাচে এই নজির গড়েছেন কিউয়ি পেসার। পাওয়ারপ্লেতে ইংল্যান্ডকে এদিন পরপর দুটি ঝটকা দেন বোল্ট। এরপর ইংল্যান্ড দলের মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারেও বেশ কিছু উইকেট নেন তিনি। এদিনের ম্যাচে ৯.১ ওভার বল করেন তিনি। দেন ৫১ রান। নেন পাঁচটি উইকেট।
জনি বেয়ারস্টো, জো রুট, ডেভিড মালান, স্যাম কারান এবং গাস অ্যাটকিনসনের উইকেটটি নেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার পর থেকেই দারুন ছন্দে রয়েছেন বোল্ট। পরপর ম্যাচে ভালো পারফরম্যান্স করছেন তিনি। গত বছরে ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে খেলার চক্করে বোর্ডের দেওয়া কেন্দ্রীয় চুক্তিতেও সই করেননি তিনি। চলতি ওয়ানডে সিরিজের দুই ম্যাচে বোল্ট ইতিমধ্যেই আটটি উইকেট নিয়েছেন। এখন পর্যন্ত সিরিজের সর্বাধিক উইকেট সংগ্রাহক তিনি। ম্যাচে ইংল্যান্ড একটা সময়ে ১৩ রানে দুই উইকেট হারিয়ে সমস্যায় ছিল।সেখান থেকে বেন স্টোকস এবং ডেভিড মালানের (৯৫ বলে ৯৬) ১৯৯ রানের জুটি তাদেরকে ম্যাচে ফেরায়। এরপর অধিনায়ক জোস বাটলারের সঙ্গে জুটিতে ৭৮ রান তোলেন স্টোকস। স্টোকস একটি অনবদ্য শতরানের ইনিংস খেলেন। ফলে শেষ পর্যন্ত ৩৬৮ রান করতে সমর্থ হয় ইংল্যান্ড দল। জবাবে মাত্র ১৮৭ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড দল।