বাংলা নিউজ > ক্রিকেট > কিংবদন্তি রিচার্ড হ্যাডলিকে টপকে নিউজিল্যান্ডের ওয়ানডে ইতিহাসে ট্রেন্ট বোল্টের নতুন নজির

কিংবদন্তি রিচার্ড হ্যাডলিকে টপকে নিউজিল্যান্ডের ওয়ানডে ইতিহাসে ট্রেন্ট বোল্টের নতুন নজির

নতুন রেকর্ড গড়লেন ট্রেন্ট বোল্ট (ছবি-রয়টার্স)

নিউজিল্যান্ড ক্রিকেটের ইতিহাসে নিঃসন্দেহে কিংবদন্তি ক্রিকেটার হলেন স্যার রিচার্ড হ্যাডলি। নিউজিল্যান্ড ক্রিকেটে তাঁর অবদান অপরিসীম। একাধিক নজির এখনও রয়েছে তাঁর ঝুলিতে। বুধবার তেমনই একটি রেকর্ড ভেঙে দিয়েছেন নিউজিল্যান্ড দলের বর্তমান সদস্য তথা বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট।

শুভব্রত মুখার্জি: নিউজিল্যান্ড ক্রিকেটের ইতিহাসে নিঃসন্দেহে কিংবদন্তি ক্রিকেটার হলেন স্যার রিচার্ড হ্যাডলি। তাঁর সময়কালে অনবদ্য অলরাউন্ডার ছিলেন এই কিউয়ি ক্রিকেটার। নিউজিল্যান্ড ক্রিকেটে তাঁর অবদান অপরিসীম। একাধিক নজির এখনও রয়েছে তাঁর ঝুলিতে। তাঁর ঝুলিতে থাকা এইরকম এক নজির অবশ্য বুধবার ভেঙে দিয়েছেন নিউজিল্যান্ড দলের বর্তমান সদস্য তথা বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট। এতদিন পর্যন্ত ওডিআই ফর্ম্যাটে নিউজিল্যান্ড দলের হয়ে সর্বাধিকবার এক ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার নজির ছিল তাঁর। এবার সেই নজির ভেঙে দিলেন ট্রেন্ট বোল্ট। ঘটনাচক্রে বোল্ট এই মুহূর্তে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটার নন। তা সত্ত্বেও ওডিআই বিশ্বকাপের কথা মাথাতে রেখে দলের হয়ে খেলছেন তিনি।

স্যার রিচার্ড হ্যাডলির ওয়ানডে কেরিয়ারে এক ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার নজির ছিল পাঁচটি ম্যাচে। সেই নজির ভেঙে দিলেন বোল্ট। তিনি ছটি ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন। দ্য ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজে এই নজির গড়লেন বোল্ট। ওভালে তৃতীয় ওয়ানডে ম্যাচে এই নজির গড়েছেন কিউয়ি পেসার। পাওয়ারপ্লেতে ইংল্যান্ডকে এদিন পরপর দুটি ঝটকা দেন বোল্ট। এরপর ইংল্যান্ড দলের মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারেও বেশ কিছু উইকেট নেন তিনি। এদিনের ম্যাচে ৯.১ ওভার বল করেন তিনি। দেন ৫১ রান। নেন পাঁচটি উইকেট।

জনি বেয়ারস্টো, জো রুট, ডেভিড মালান, স্যাম কারান এবং গাস অ্যাটকিনসনের উইকেটটি নেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার পর থেকেই দারুন ছন্দে রয়েছেন বোল্ট। পরপর ম্যাচে ভালো পারফরম্যান্স করছেন তিনি। গত বছরে ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে খেলার চক্করে বোর্ডের দেওয়া কেন্দ্রীয় চুক্তিতেও সই করেননি তিনি। চলতি ওয়ানডে সিরিজের দুই ম্যাচে বোল্ট ইতিমধ্যেই আটটি উইকেট নিয়েছেন। এখন পর্যন্ত সিরিজের সর্বাধিক উইকেট সংগ্রাহক তিনি। ম্যাচে ইংল্যান্ড একটা সময়ে ১৩ রানে দুই উইকেট হারিয়ে সমস্যায় ছিল।সেখান থেকে বেন স্টোকস এবং ডেভিড মালানের (৯৫ বলে ৯৬) ১৯৯ রানের জুটি তাদেরকে ম্যাচে ফেরায়। এরপর অধিনায়ক জোস বাটলারের সঙ্গে জুটিতে ৭৮ রান তোলেন স্টোকস। স্টোকস একটি অনবদ্য শতরানের ইনিংস খেলেন। ফলে শেষ পর্যন্ত ৩৬৮ রান করতে সমর্থ হয় ইংল্যান্ড দল। জবাবে মাত্র ১৮৭ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড দল।

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

ধর্মতলায় পরিবহণ হাব, এক ছাতার তলায় মিলবে সব যানবাহন? ড্রোন সমীক্ষা শেষ Mamata Injured:হেলিকপ্টারে বসতে গিয়ে হোঁচট! পড়ে গিয়ে আহত মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে? তাপপ্রবাহে আর ক'দিন ভাজাভাজা হবে কলকাতা? দিদির সঙ্গে ঘুচল দূরত্ব! জিয়াগঞ্জে জোড়াফুলের প্রচারে কৌশানি, সঙ্গী সোহম-সৌরভ Uganda Women বনাম USA Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? Vanuatu Women বনাম Netherlands Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? পঞ্জাব ব্যাটারদের হাতে তুলোধনা, ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে পণ্ডিতের বিশেষ বার্তা রাজ্যের বিধিতে না থাকলেও তা সাংবিধানিক অধিকার, সরকারি কর্মীদের মুখে হাসি ফটাল SC ভাঙা হাত নিয়েই আলাপের প্রিমিয়ারে মিতিন মাসি, বললেন, ‘বেশি সেজে এসেছি যাতে…’ ওষুধের পাতায় লাল দাগটি দেখেছেন? কেন থাকে ওটি? এই ওষুধ কেনার নিয়মটি জানেন কি

Latest IPL News

পঞ্জাব ব্যাটারদের হাতে তুলোধনা, ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে পণ্ডিতের বিশেষ বার্তা KKR-এর বিরুদ্ধে রেকর্ড জয়ের পর দিনই দুঃসংবাদ PBKS শিবিরে,দল ছাড়লেন তারকা বিদেশি এবার বেটিংয়েও কৃত্রিম বুদ্ধিমত্তা, সহজেই জুয়াড়িরা বুঝে নিচ্ছেন ম্যাচের ভবিষ্যৎ দামে কম কাজে সমান, স্টার্কের মতোই রান খরচ করেছেন চামিরা, কটাক্ষ সোশ্যাল মিডিয়ায় প্রথাগত বোলিং করলে হবে না, অভিনব ট্যাকটিক্স নিতে হবে, নাইটদের দাওয়াই টেন্ডোর ইডেনে এল জিত, কিন্তু হারলে কেমন মুড থাকে মালকিন প্রীতির, জানালেন PBKS প্রাক্তনী কিং খানের সামনেই গড়লেন ইতিহাস,তার পর কপি করলেন শাহরুখের পোজ,ইডেনের বাদশা শশাঙ্ক জনপ্রিয়তার শিখরে আইপিএল, প্রতি সপ্তাহেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভিউয়ারশিপ IPL-এর ইতিহাসে এক ম্যাচে দ্বিতীয় সর্বাধিক রান,SRH-RCB ম্যাচের পরেই থাকল KKR-PBKS ‘পনোতি’ দর্শনা, KKR-এর হারের কারণ! বউয়ের ট্রোলে রাগলেন সৌরভ, ট্রোলে কড়া জবাব

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.