কোয়েল মল্লিক যকের ধন ছবির শ্যুটিং শেষ করে ব্যস্ত হয়ে পড়েছিলেন মিতিন মাসি সিরিজের নতুন ছবির শ্যুটিংয়ে। কিন্তু কিছুদিন আগে সেই ছবির অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে আহত হন কোয়েল। এখনও তাঁর হাতে প্লাস্টার করা। কিন্তু সেই অবস্থাতেও তিনি শুক্রবার, ২৬ এপ্রিল আলাপ ছবিটির প্রিমিয়ারে এসেছিলেন।
আলাপ ছবির প্রিমিয়ারে কোয়েল
২৬ এপ্রিল মুক্তি পেল আলাপ। প্রেমেন্দু বিকাশ চাকি পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় আছেন আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী। তাঁদের এই ছবির প্রিমিয়ারে এদিন দেখা গেল কোয়েল মল্লিককে। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় তৈরি হওয়া এই ছবির প্রিমিয়ারে এদিন অভিনেত্রী একটি হলুদ রঙের জামা পরে এসেছিলেন। সঙ্গে কানে মানানসই দুল। কাঁধে ব্যাগ। এবং ডান হাতে প্লাস্টার।
কোয়েলের বেটার হাফ নিসপাল সিং রানের প্রযোজিত এই ছবির প্রিমিয়ারে রীতিমত সকলের নজর কাড়েন কোয়েল। এদিন তিনি মজা করে সংবাদ প্রতিদিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানান, 'বেশি সাজগোজ করে এসেছি যাতে সবার নজর অন্যদিকে যায়।'
কী হয়েছিল কোয়েল মল্লিকের?
৩১ মার্চ নেপালগঞ্জে চলছিল মিতিন মাসির আগামী ছবির শ্যুটিং। সেখানেই গুরুতর আহত হন কোয়েল। হাতে বড়সড় চোট পেয়েছিলেন তিনি। এই দুর্ঘটনা ঘটার পরই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর হাতে প্লাস্টার করা হয় বলেই জানা গিয়েছিল। আগাতত স্থগিত আছে ছবির কাজ
মিতিন মাসির আগামী ছবি এবং অভিযান
গত বছরের পুজোর সময় মুক্তি পেয়েছিল জঙ্গলে মিতিন মাসি। সেই গল্পের পর কয়েক মাস যেতে না যেতেই নতুন অ্যাডভেঞ্চারে যাচ্ছে মিতিন। অরিন্দম শীলের পরিচালনায় মুক্তি পাবে একটি খুনির সন্ধানে। এবারে মিতিন মাসির ছবি তৈরি হবে সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসি সিরিজের মেঘের পরে মেঘ গল্প অবলম্বনে। ছবির নাম রাখা হয়েছে একটি খুনির সন্ধানে। এবারেও মুখ্য ভূমিকায় অর্থাৎ মিতিন মাসির চরিত্রে দেখা যাবে কোয়েল মল্লিককে। তাঁর সঙ্গে অন্যান্য চরিত্রে থাকবেন মধুরিমা বসাক, কনীনিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। থাকবেন শুভ্রজিৎ দত্ত, গৌরব চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়, অনসূয়া মজুমদার, প্রমুখরাও। এবারের এই গল্পে গায়িকার রিনার চরিত্রে দেখা যাবে মধুরিমা বসাককে। তমালিকার চরিত্রে থাকবেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। এই ছবিটির পরিচালনা করবেন অরিন্দম শীল। প্রযোজনার দায়িত্ব পালন করবে সুরিন্দর ফিল্মস। কলকাতা সহ নেপালগঞ্জের বিভিন্ন অঞ্চলে শ্যুটিং হবে এই ছবি।
আলাপ ছবিটি প্রসঙ্গে
আলাপ ছবিটির পরিচালনা করেছেন প্রেমেন্দু বিকাশ চাকি। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তীকে। আছেন স্বস্তিকা দত্ত, কিঞ্জল নন্দা, দেবপ্রিয় মুখোপাধ্যায়, তন্বী লাহা রায়, প্রমুখ। ছবিটির প্রযোজনা করেছে সুরিন্দর ফিল্মস।