সূর্যের তাপ যতই বাড়ুক, তা যেন আর কিছুতেই দমিয়ে রাখতে পাচ্ছে না ভোটের উত্তাপকে। পাল্লা দিয়ে ভোট প্রচারে টিএমসি, বিজেপি, সিপিএম।গরমকে তোয়াক্কা না করে, সামিল হয়েছেন তারকারাও।
বৃহস্পতিবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খানের সমর্থনে জিয়াগঞ্জ শহরে নির্বাচনী রোড শো করলেন টলিউডের জনপ্রিয় তারকারা। রোড শো-তে দেখা গেল অভিনেতা সোহম চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায় ও সৌরভ দাসদের। ৭ মে ভোট মুর্শিদাবাদে।
আরও পড়ুন: ‘যেন সত্যিকারের রাম-সীতা’! রামায়ণ থেকে ফাঁস রণবীর-সাই-এর প্রথম লুক, দেখুন ছবি
২০২১ সালের বিধানসভা নির্বাচনে ঘাসফুলে নাম লিখিয়েছিলেন এই অভিনেত্রী। কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন ভোটে। কিন্তু সেই সময় জয় আসেনি। তারপর থেকে খুব একটা আর রাজনীতির মঞ্চে দেখা যায়নি তাঁকে। এমনকী প্রথম তিন দফার যে প্রচার তালিকা ছিল, তাতেও ছিল না কৌশানির নাম। ফলে ঝামেলার খবর আরও বেড়েছিল।
আরও পড়ুন: বাবা-মার বিচ্ছেদ কীভাবে সামলায় ১২ বছরের মীরা? বরখাকে নিয়ে জবাব ইন্দ্রনীলের
এবার চতুর্থ দফার তারকা প্রচারকদের তালিকায় যুক্ত হল কৌশানীর নাম। বৃহস্পতিবার জিয়াগঞ্জে গেলেন তিনি। হেলিকপ্টারে জিয়াগঞ্জে যান সোহম, সৌরভ ও কৌশানীরা। তারপর কখনও গাড়িতে, কখনও হুডখোলা গাড়িতে ঘুরে বেড়ান এপ্রান্ত থেকে ওপ্রান্ত। রাজ্যে চতুর্থ দফার নির্বাচন ১৩ মে। বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোলে ভোট হবে।
আরও পড়ুন: ছোট থেকে ডায়াবেটিক, মা হওয়ার পর ৩২ কেজি ওজন বাড়া! রোগা হতে কী করেন সোনম
বর্তমানে কৌশানির পরিচয় শুধু অভিনেত্রী হিসেবে নয়। ‘ডাল বাটি চুরমা' দিয়ে হাত রেখেছেন প্রযোজনতাও। আবার প্রলয় ওয়েব সিরিজে তাঁর কাজ পছন্দ করেন দর্শকরা। আর এবার তাঁকে দেখা যাবে বাংলাদেশের ‘ডার্ক ওয়ার্ল্ড’ ছবিতে। মাহিয়া মাহি অভিনয় করার কথা ছিল এই সিনেমাতে, যদিও পরে সেখানে জায়গা হয় কৌশানিরই। ছবিতে পুলিশের চরিত্রে দেখা যাবে কৌশানিকে। ইতিমধ্যেই সেই সিনেমার কাজ শেষ করে ফেলেছেন প্রায়।
গত বছর কৌশানি তৃণমূলে পা রাখলেও, বনি যোগ দিয়েছিলেন বিজেপিতে। যদিও বনির সঙ্গে আর এখন রাজ্যের বিরোধী দলের কোনও যোগাযোগই নেই। বনি-কৌশানির বিয়ের কথাও চলছে। যা নিয়ে তিনি জানিয়েছিলেন, ‘২০২৪ সালেই বিয়ে করছি না। আপাতত তেমন কোনও ভাবনা নেই। কিন্তু ২০২৫ সালে বিয়ে করা যায় কিনা সেটা ভাবছি। আমাদের দুজনেরই বাড়ি থেকে বিয়ের কোনও চাপ নেই, আমরা যা সিদ্ধান্ত নেব সেটাই ফাইনাল। কার কেমন কাজের শিডিউল থাকছে সেই অনুযায়ী প্ল্যানিং করব। ২০২৫ এর শীতকালে বিয়ে করতে পারি।’