কে বলবে তাঁর নামের আগে এখন প্রাক্তন ক্রিকেটার লেখা হয়! তাঁর বিধ্বংসী মেজাজ দেখে সেটা বোঝার উপায় নেই। ইউএস মাস্টার্স টি১০-এ একেবারে পুরনো ছন্দে ধরা দিলেন ইউসুফ পাঠান। এক ওভারে নিলেন ২৯ রান। প্রথম পাঁচ বলে হাঁকালেন চারটি ছক্কা এবং একটি চার। সেই সঙ্গে তিনি দেখিয়ে দিলেন, ক্রিকেট থেকে অবসর নিলেও ফুরিয়ে যাননি ইউসুফ।
জিম্বাবোয়ের জিম আফ্রো টি১০ লিগে বিস্ফোরণের পর, এবার আমেরিকাতে চলতি ইউএস মাস্টার্স টি১০ লিগে একেবারে ঝড় তুলে দিয়েছেন ভারতের প্রাক্তন খেলোয়াড় এবং বিস্ফোরক ব্যাটসম্যান ইউসুফ পাঠান। ইউসুফ পাঠানের ব্যাটিং দেখে মনে হচ্ছে না যে, তিনি ইতিমধ্যে ভারতীয় দল এবং আইপিএলের মতো লিগ থেকে বিদায় নিয়েছেন বছর খানেক আগে। ২১ অগস্ট তিনি এমনই একটি বিস্ফোরক ইনিংস খেলেন, যা দেখে ভক্তরা যেন টাইম মেশিনে চড়ে কয়েক বছর আগে পিছিয়ে গিয়েছেন, যখন আকছার ইউসুফ এরকম বিধ্বংসী ইনিংস খেলে থাকতেন।
ইউসুফ পাঠান ইউএস মাস্টার্স টি-টেন লিগে নিউ জার্সি ট্রাইটন্সের হয়ে খেলছেন। ২১ অগস্ট ক্যালিফোর্নিয়া নাইটসের বিপক্ষে ম্যাচে ইউসুফ ৩১৮-এর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেন এবং তাঁর দলকে জিততে সাহায্য করেন। এবং তিনি ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। পাঠান মাত্র ১১ বলে ৪টি ছক্কা এবং ২টি চারের হাত ধরে ৩৫ রানের ঝলমলে ইনিংস খেলে দলকে ম্যাচ জেতান।
তিনি আউট হওয়ার আগে অষ্টম ওভারে ২৯ রান করেন। কৃষমার সান্তোকিকে পিটিয়ে তিনি ছাতু করেন এই ওভারের ছয় বলে বলে তিনি যথাক্রমে ৬-৬-৬-৪-৬-১ রান নেন। অবশ্য নবম ওভারের প্রথম বলেই তিনি আউট হয়ে সাজঘরে ফেরেন।
টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ক্যালিফোর্নিয়া। অ্যারন ফিঞ্চের ৩১ বলে ৭৫ রানের ঝলমলে ইনিংসের হাত ধরে ক্যালিফোর্নিয়া নাইটস ৩ উইকেটে ১১৬ রান করে। ফিঞ্চ তার ইনিংসে ৮টি ছক্কা এবং তিনটি চার হাঁকিয়েছেন। এছাড়া মিলিন্জ কুমার ১৪ বলে ২৭ রান করেন। জবাবে রান তাড়া করতে নেমে ইউসুফ পাঠানের ৩৫ রানের ঝলমলে ইনিংসের পাশাপাশি নমন ওঝা ওপেন করতে নেমে ১১ বলে ২৫ করেছিলেন। জেসি রাইডার ১৯ বলে ২০ করেন। ক্রিস বার্নওয়েল ৬ বলে ১২ রান করেন। পিটার ট্রেগো ৪ বলে ১১ রান করেন। ৯.৪ ওভারে ১১৭ রান করে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় নিউ জার্সি ট্রাইটন্স।