বাংলা নিউজ > ক্রিকেট > US Masters T10: ৬-৬-৬-৪-৬-১- বোলারকে পিটিয়ে ছাতু করলেন ইউসুফ, মনে করালেন তরুণ KKR তারকাকে

US Masters T10: ৬-৬-৬-৪-৬-১- বোলারকে পিটিয়ে ছাতু করলেন ইউসুফ, মনে করালেন তরুণ KKR তারকাকে

বিধ্বংসী মেজাজে ইউসুফ পাঠান।

জিম্বাবোয়ের জিম আফ্রো টি১০ ​​লিগে বিস্ফোরণের পর, এবার আমেরিকাতে চলতি ইউএস মাস্টার্স টি১০ ​​লিগে একেবারে ঝড় তুলে দিয়েছেন ভারতের প্রাক্তন ব্যাটসম্যান ইউসুফ পাঠান। ইউসুফ পাঠানের ব্যাটিং দেখে মনে হচ্ছে না যে, তিনি ইতিমধ্যে ভারতীয় দল এবং আইপিএলের মতো লিগ থেকে বিদায় নিয়েছেন বছর খানেক আগে।

কে বলবে তাঁর নামের আগে এখন প্রাক্তন ক্রিকেটার লেখা হয়! তাঁর বিধ্বংসী মেজাজ দেখে সেটা বোঝার উপায় নেই। ইউএস মাস্টার্স টি১০-এ একেবারে পুরনো ছন্দে ধরা দিলেন ইউসুফ পাঠান। এক ওভারে নিলেন ২৯ রান। প্রথম পাঁচ বলে হাঁকালেন চারটি ছক্কা এবং একটি চার। সেই সঙ্গে তিনি দেখিয়ে দিলেন, ক্রিকেট থেকে অবসর নিলেও ফুরিয়ে যাননি ইউসুফ।

জিম্বাবোয়ের জিম আফ্রো টি১০ ​​লিগে বিস্ফোরণের পর, এবার আমেরিকাতে চলতি ইউএস মাস্টার্স টি১০ ​​লিগে একেবারে ঝড় তুলে দিয়েছেন ভারতের প্রাক্তন খেলোয়াড় এবং বিস্ফোরক ব্যাটসম্যান ইউসুফ পাঠান। ইউসুফ পাঠানের ব্যাটিং দেখে মনে হচ্ছে না যে, তিনি ইতিমধ্যে ভারতীয় দল এবং আইপিএলের মতো লিগ থেকে বিদায় নিয়েছেন বছর খানেক আগে। ২১ অগস্ট তিনি এমনই একটি বিস্ফোরক ইনিংস খেলেন, যা দেখে ভক্তরা যেন টাইম মেশিনে চড়ে কয়েক বছর আগে পিছিয়ে গিয়েছেন, যখন আকছার ইউসুফ এরকম বিধ্বংসী ইনিংস খেলে থাকতেন।

ইউসুফ পাঠান ইউএস মাস্টার্স টি-টেন লিগে নিউ জার্সি ট্রাইটন্সের হয়ে খেলছেন। ২১ অগস্ট ক্যালিফোর্নিয়া নাইটসের বিপক্ষে ম্যাচে ইউসুফ ৩১৮-এর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেন এবং তাঁর দলকে জিততে সাহায্য করেন। এবং তিনি ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। পাঠান মাত্র ১১ বলে ৪টি ছক্কা এবং ২টি চারের হাত ধরে ৩৫ রানের ঝলমলে ইনিংস খেলে দলকে ম্যাচ জেতান।

তিনি আউট হওয়ার আগে অষ্টম ওভারে ২৯ রান করেন। কৃষমার সান্তোকিকে পিটিয়ে তিনি ছাতু করেন এই ওভারের ছয় বলে বলে তিনি যথাক্রমে ৬-৬-৬-৪-৬-১ রান নেন। অবশ্য নবম ওভারের প্রথম বলেই তিনি আউট হয়ে সাজঘরে ফেরেন।

টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ক্যালিফোর্নিয়া। অ্যারন ফিঞ্চের ৩১ বলে ৭৫ রানের ঝলমলে ইনিংসের হাত ধরে ক্যালিফোর্নিয়া নাইটস ৩ উইকেটে ১১৬ রান করে। ফিঞ্চ তার ইনিংসে ৮টি ছক্কা এবং তিনটি চার হাঁকিয়েছেন। এছাড়া মিলিন্জ কুমার ১৪ বলে ২৭ রান করেন। জবাবে রান তাড়া করতে নেমে ইউসুফ পাঠানের ৩৫ রানের ঝলমলে ইনিংসের পাশাপাশি নমন ওঝা ওপেন করতে নেমে ১১ বলে ২৫ করেছিলেন। জেসি রাইডার ১৯ বলে ২০ করেন। ক্রিস বার্নওয়েল ৬ বলে ১২ রান করেন। পিটার ট্রেগো ৪ বলে ১১ রান করেন। ৯.৪ ওভারে ১১৭ রান করে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় নিউ জার্সি ট্রাইটন্স।

ক্রিকেট খবর

Latest News

শুধুই অধঃপতন বাংলার অর্থনীতির! ১৯৬০-তে দেশের অবদান ছিল ১০.৫%, এখন কমে হল ৫.৬% ঘরের মাঠে প্রথম ৬টি টেস্টে ৫০ টপকে মোদীর ৭৫ বছর আগের রেকর্ড ভাঙলেন যশস্বী ডোপ টেস্টে ব্যর্থ এশিয়ান গেমসে পদক জয়ী কিরণ, নির্বাসিতদের তালিকা থেকে বাদ বজরং বিশ্বকর্মা মূর্তি বিসর্জনের সময় গঙ্গায় তলিয়ে গেল লরি, একের পর এক নদীতে ঝাঁপ আরজি কর হাসপাতালে এলেন নতুন সিপি মনোজ ভার্মা, খতিয়ে দেখলেন নিরাপত্তা IPL- DC-তে ফেল,PBKS-এ পাস করবেন রিকি? কোচের পদে এসেই সমর্থকদের আশ্বাস পন্টিংয়ের… এই শ্রাদ্ধ পক্ষে পিতৃপুরুষের আশীর্বাদ পেতে করুন এই ব্যবস্থা মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রীকে খসড়া প্রস্তাব, উত্তরের অপেক্ষা শিখ ভোট হারাতে চায় না বিজেপি, তাই পিছোচ্ছে ইমারজেন্সির মুক্তি! দাবি Zee-র ‘আমি সাধ্যমতো করেছি, এখনও পর্যন্ত কাজে তো যোগদান হয়নি, এটা রাজনীতির সময় নয়’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.