সাধারণত মহেন্দ্র সিং ধোনির অবসর জীবনের তেমন কোনও আপডেট পাওয়া যায় না। মাঝে মাঝে হয়তো সাক্ষী ধোনির ইনস্টায় উঠে আসে কীভাবে রাঁচিতে নিজের ফার্মে সময় কাটাচ্ছেন মাহি। কিন্তু যবে থেকে তিনি আমেরিকায় গিয়েছেন, এমএস ধোনির কার্যকলাপ জেনে যাচ্ছে আপামর জনতা। আর হবে নাই বা কেন, তেমনই বড়সড় জায়গায় যাচ্ছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক। দুইদিন আগেই ছিলেন নিউ ইয়র্কে আলকারাজের কোয়ার্টার ফাইনালে। এবার প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গল্ফ খেললেন তিনি। সেই ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নিজের চিরাচরিত মাগা টুপি পরে ট্রাম্প, অন্যদিকে নয়া লুকে ধোনি। সোশ্যাল মিডিয়ায় ধোনি ভক্তদের উচ্ছ্বাস স্বভাবতই গগনচুম্বী।
ধোনি যে ফুটবল ভালোবাসেন সেটা সকলেরই জানা। অন্যদিকে গল্ফ নিয়মিত খেলেন কপিল দেব, যুবরাজ সিং, ব্রায়ান লারা ও সচিন তেন্ডুলকররা। কিন্তু মাহি যে গল্ফ কোর্সেও সমান ভাবে স্বচ্ছন্দ, এদিনের আগে সেটা হয়তো তেমন কেউ জানতেন না। অন্যদিকে ট্রাম্প হচ্ছেন যাকে বলে গল্ফ প্রেমী। হোয়াইট হাউসে থাকাকালীনও নিজের প্রাইভেট গল্ফ কোর্সে ঘনঘন চলে যেতেন। কতটা সময় তিনি গল্ফ খেলে কাটিয়ে দিয়েছেন তা নিয়ে অনেক প্রতিবদনও এসেছে। বিরোধীরাও কটাক্ষ করেছেন। তবে কোনও দিন সেসব নিয়ে পরোয়া করেননি। মার-আ-লাগোয় তাঁর ব্যক্তিগত গল্ফ কোর্সে এসে খেলে গিয়েছেন বিশ্বের তাবড় তাবড় গল্ফার সহ অন্য ফিল্ডের সেলেবরাও। এবার এলেন ট্রাম্প। তবে এটা ট্রাম্প ন্যাশনাল গল্ফ কোর্স বেডমিনিস্টারে। নিউ ইয়র্ক লাগোয়া নিউ জার্সিতে অবস্থিত বেডমিনিস্টার। সেখানেই গল্ফ খেললেন বিশ্বের দুই অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব।
ধোনির বন্ধু ব্যবসায়ী হিতেশ সাংভি এই ভাইরাল ছবি ও ভিডিয়ো পোস্ট করেছেন। তিনিই জানিয়েছেন যে কোথায় হল এই মোলাকাত। প্রসঙ্গত ধোনি কার্যত কিছু পোস্ট করেনই না। তাই তাঁর ঘনিষ্ঠ বলয় যারা আছেন তাদের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই সব জানতে হয় ভক্তদের।
ভিডিয়োটিতে দেখা যাচ্ছে যে ট্রাম্প-ধোনি দুজনে মিলে খেলছেন। ধোনির টেকনিকের ওপর কড়া নজরও রাখছেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি। ভারত সফরে যখন এসেছিলেন ট্রাম্প, তখন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে ক্রিকেটের প্রসঙ্গও টেনে এনেছিলেন তিনি। তাই ধোনি ম্যানিয়া কী, সেটা সম্বন্ধে একেবারে ওয়াকিবহাল হবেন না ট্রাম্প, সেটা বলা যায় না। আমেরিকায় এখনও যদিও ক্রিকেট সেভাবে জনপ্রিয় নয়। তবে মেজর লিগ ক্রিকেট ও পরের বছর বিশ্বকাপের মাধ্যমে জনমানসে ক্রিকেট নিয়ে সচেতনতা বাড়বে বলেই আশা। ধোনি়-ট্রাম্পের ভাইরাল ছবির পর অনেক আমেরিকানও যে ধোনির নাম নিয়ে গুগল করবেন, সেটা বলাই যায়। অন্যদিকে ধোনি কী পরের বছর আইপিএল খেলবেন, এখন সেটাই একমাত্র চিন্তা ভারতীয় ফ্যানদের।