‘মাত্র ৩৯ বলে ৫০ রান পূরণ করলেন’- শনিবার বিরাট কোহলির অর্ধশতরানের পরে সেই ‘মাত্র’ শব্দটা ব্যবহার করে ভুল করেছেন বলে দাবি করলেন ইয়ান বিশপ। সোশ্যাল মিডিয়ায় এক নেটিজেনের প্রশ্নের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা ক্রিকেটার তথা ধারাভাষ্যকার বিশপ জানান, টি-টোয়েন্টিতে কীরকম ব্যাটিং করতে হয়, সে বিষয়ে তিনি ভালোভাবেই সচেতন। সেই পরিস্থিতিতে ৩৯ বলে বিরাটের অর্ধশতরানের পরে তিনি ‘মাত্র’ শব্দটা প্রয়োগ করে ভুল করেছেন। সেটা পুরোপুরি নিজের ভুল বলে দাবি করেছেন জনপ্রিয় ধারাভাষ্যকার। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা ক্রিকেটারের কথায়, 'আমায় বিশ্বাস করুন, এই ফর্ম্যাটে ব্যাটিংয়ের জন্য কী প্রয়োজন, সে বিষয়ে আমি খুব ভালোভাবে সচতেন। আমি শব্দপ্রয়োগের ক্ষেত্রে ভুল করেছি। এটা আমার ভুল। আমি এখনও শয়তান হয়ে যাইনি। এখনও না। তবে আপনার মতামতের জন্য ধন্যবাদ। অত্যন্ত প্রশংসনীয় এটা।' যে প্রতিক্রিয়া নেটিজেনদের একাংশের মন জিতে নিয়েছে। তাঁদের বক্তব্য, বিশপ একেবারে মাটির মানুষ।
আর যে নেটিজেনের প্রেক্ষিতে বিশপ সেই মন্তব্য করেন, সেই ব্যক্তি রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা ক্রিকেটারের কথায় উষ্মাপ্রকাশ করেন। তিনি বলেন, ‘বিরাট অর্ধশতরান করার পরে ইয়ান বিশপ বললেন যে মাত্র ৩৯ বলে (হাফ-সেঞ্চুরি করেছেন কোহলি)। ওঁনাকে কারও বলা উচিত যে আইপিএল হল টি-টোয়েন্টি টুর্নামেন্ট, ৫০ ওভারের নয়। আমি জানি যে তারকা খেলোয়াড়দের প্রশংসা করার জন্য ওরা আপনাদের টাকা দিচ্ছে। কিন্তু ব্যাটিং পিচে ৩৯ বলে ৫০ করার পরেও প্রশংসা করার বিষয়টা একেবারে হাস্যকর।’
নিজের ইনিংস কী বলেছেন বিরাট?
যদিও বিরাট নিজে বুঝিয়ে দিয়েছেন, শনিবার জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে তিনি যে ইনিংসটা খেলেছেন, সেটা যথেষ্ট ভালো। যিনি শনিবার শতরান করলেও তা আইপিএলের ইতিহাসে যুগ্মভাবে মন্থরতম সেঞ্চুরি। ৬৭ বলে শতরান পূরণ করেন। শেষপর্যন্ত ৭২ বলে তাঁর ১১৩ রানে অপরাজিত থাকেন। বিরাট যুক্তি দেখান যে বাইরে থেকে দেখে পিচটা পাটা মনে হবে। নিজে ব্যাট না করলে মনে হবে যে পিচটা খুব ভালো। কিন্তু ব্যাট করতে নামলে বোঝা যাবে পিচটা কঠিন। বল থমকে আসছিল।
একই কথা বললেন আরসিবির অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি। ব্যাটিংয়ের পক্ষে পিচটা খুব একটা সহজ ছিল না বলে জানান। তবে সেইসঙ্গে তিনি জানান, শেষের দিকে আরও ১০-১৫ রান তোলা যেতে পারত। আর সেই মন্তব্য শুনে অনেকেই প্রশ্নটা তুলতে শুরু করেছেন, তাহলে কি বিরাটের ‘স্লো’ ব্যাটিংকেই দুষলেন আরসিবির অধিনায়ক?