তারা দু'জনেই কিংবন্তি, একজন এখনও দাপটের সঙ্গে খেলা চালিয়ে যাচ্ছেন, এবং অপরজন ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বহু বছর আগে। কারা এই দুই কিংবদন্তি? একজন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। যিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন। একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন। পাশাপাশি ক্যারিবিয়ান প্রাক্তন অধিনায়ক ভিভিয়ান রিচার্ডসও একাধিক রেকর্ড গড়েছেন একটা সময়। ক্যারিবিয়ান কিংবদন্তির ঝুলিতেও রয়েছে একাধিক রেকর্ড।
এবার সেই ক্যারিবিয়ান প্রাক্তন অধিনায়কের মনে ধরেছে বিরাট কোহলিকে। আইসিসির প্রকাশিত একটি ভিডিয়োতে ভিভ রিচার্ডসকে বলতে শোনা যাচ্ছে, তিনি বিরাটকে খুব ভালো বাসেন। সদ্য আইসিসি একটি ভিডিয়ো পোস্ট করেছে ইনস্টাগ্রামে। সেখানেই এমনটা বলতে শোনা গিয়েছেন প্রাক্তন ক্যারিবিয়ান অধিনায়ককে।
এই ক্যারিবিয়ান কিংবদন্তি বলেছেন, 'আমি বিরাট কোহলির মতো ব্যক্তিদের প্রেমে পড়েছি, যারা আবেগ নিয়ে খেলে। ও একজন বিশ্বাসী এবং আমিও একজন বিশ্বাসী। ওর চরিত্র, সংকল্প, আগ্রাসন ভিভ রিচার্ডসের সঙ্গে মিলে যায়।' প্রাক্তন এই ক্যারিবিয়ান তারকা এই প্রথমবার যে বিরাট কোহলির প্রশংসা করেছেন, এমনটা একেবারেই নয়। এর আগে তাঁর মুখে প্রশংসা শোনা গিয়েছে।
সামনেই বিশ্বকাপ, তার আগে আইসিসি প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে নানান ধরণের অনুষ্ঠান করছে। যাতে বর্তমান ক্রিকেটারার ক্রিকেটের ইতিহাস শুনে আরও উন্মাদনা পান। তেমনই এক আইসিসির সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেন ভিভিয়ান রিচার্ডস। এবারের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের জায়গা হয়নি। যোগ্যতা অর্জন পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তাদেরকে। ওয়েস্ট ইন্ডিজ ছাড়া বিশ্বকাপ মেনে নিতে পারছেন না রিচার্ডস। সেই নিয়েও মুখ খোলেন তিনি। এই কিংবদন্তি বলেন, 'এটা সত্যি কোনও দিন ভাবতে পারিনি। ওয়েস্ট ইন্ডিজকে ছাড়া বিশ্বকাপ হচ্ছে। কিছু করার নেই, নিয়ম সবার জন্যই এক। আমাদের দেশ ভালো খেলতে পারেনি তাই যোগ্যতা অর্জন করতে পারেনি। এই নিয়ে আমি কোনও কিছু বলতে চাই না। তবে এটা দেখে আমার সত্যি খুব খারাপ লাগছে।'
বিশ্বকাপের আগে এশিয়া কাপ খেলবে ভারতীয় দল। চলতি মাসেই শুরু হবে এই টুর্নামেন্ট। তার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। এখন এটাই দেখার বিশ্বকাপের আগে এশিয়া কাপ জিতে নিজেদের আত্মবিশ্বাস বাড়াতে পারে কিনা টিম ইন্ডিয়া।