শুভব্রত মুখার্জি: বৃহস্পতিবার থেকে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হয়েছে ভারতীয় মহিলা দল বনাম অস্ট্রেলিয়ার মহিলা দলের একমাত্র টেস্ট। টেস্টের প্রথম দিন শেষে চালকের আসনে ছিল ভারতীয় দল। তাদের এই সাফল্য মূলত এসেছে তাদের বোলারদের জন্য। প্রথম দিনের শেষে ভারতীয় বোলারদের দাপটে মাত্র ২১৯ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া দল। ভারতীয় বোলারদের এদিন নেতৃত্ব দিয়েছেন পূজা বস্ত্রকার। দিনের শেষে তিনি জানিয়েছেন, প্রথম দিন নড়বড়ে সিমে বল অজি ব্যাটারদের দেহের ভিতরের দিকে ঢুকিয়ে আনাই ছিল তাদের লক্ষ্য। আর সেই লক্ষ্যেই মিলেছে সাফল্য।
আরও পড়ুন: শেষ ওভারের রোমহর্ষক নাটকে ব্রিটিশদের হারাল উইন্ডিজ, ODI-এর পর T20I সিরিজেও এল জয়
প্রথম দিনের খেলা শেষে পূজা বস্ত্রকারের দাবি, ‘আমার হাতে স্বাভাবিক ভাবেই আউট সুইং রয়েছে। তবে এই দুই দলের (ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া) ভিডিয়ো দেখার পরে আমি একটা জিনিস বেশ লক্ষ্য করেছি, এই দুই দলের ব্যাটারদের ভিতরের দিকে ঢুকে আসা বল খেলতে সমস্যা রয়েছে। অনুশীলনে আমরা সেটাই করেছি বারবার। আমরা বলকে সুইং করিয়ে ভিতরের দিকে ঢোকানোর অনুশীলন করেছি। নড়বড়ে সিমে বল ভিতরের দিকে ঢোকানোর আমরা চেষ্টা করেছি। কারণ এইধরনের বল খেলতে গিয়ে ব্যাটাররা সমস্যায় পড়ে। পেরি (এলিস) ব্যাট করতে আসার পরেই আমার লক্ষ্য ছিল বলকে দ্রুতগতিতে ভিতরের দিকে ঢোকানোর। আর সেটা আমি করতে পেরেছি বলেই সাফল্য পেয়েছি।’
টস জিতে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া দল। তারা ২১৯ রানে অলআউট হয়ে যায়। তাহিলা ম্যাকগ্রা অর্ধশতরান করেন। তিনি ৫০ রান করে আউট হন। তাঁকে যোগ্য সঙ্গত দেন অধিনায়ক অ্যালিসা হিলি। তিনি ৭৫ বলে ৩৮ রান করে আউট হয়ে যান। এছাড়াও ওপেনার বেথ মুনি ৪০ এবং কিম গার্থ অপরাজিত ২৮ রান করেছেন। ভারতের হয়ে ৫৩ রান দিয়ে চার উইকেট নিয়েছেন পূজা বস্ত্রকার। এছাড়াও স্নেহ রানা ৫৬ রান দিয়ে তিন উইকেট নেন। জবাবে দিনের শেষে ভারত ১৯ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৮ রান করেছে। দুই ওপেনার শেফালি বর্মা এবং স্মৃতি মন্ধনা ভারতের হয়ে দারুণ শুরু করেন। প্রথম উইকেট জুটিতে ওঠে ৯০ রান। শেফালি বর্মা ৪০ রান করে আউট হয়ে যান। দিনের শেষে স্মৃতি মন্ধনা ৪৩ রানে অপরাজিত থাকেন। এছাড়াও স্নেহ রানা অপরাজিত ছিলেন ৪ রানে।