গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় স্কোয়াডে থাকলেও প্রথম একাদশে জায়গা হয়নি সিনিয়র ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনের। রিজার্ভ বেঞ্জে বসে সময় কাটাতে হয়ে তাঁকে। টিম ইন্ডিয়ার দল গঠন নিয়ে একাধিক প্রশ্ন দেখা দেয়। রাহুল দ্রাবিড়কেও অনেক প্রশ্নের মুখে পড়তে হয়। তবে অশ্বিনকে বসিয়ে রাখার খেসারত দিতে হয়েছে ভারতীয় দলকে। পরপর দুইবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিলেও ফের হারের মুখ দেখতে হয় মেন ইন ব্লুকে।
আর এই টেস্ট হারের পরই চূড়ান্ত সমালোচনার মুখে পড়েন ভারতীয় দলের ক্রিকেটাররা। মুখ খোলেন অশ্বিন নিজেও। টিম ম্যানেজমেন্ট এবং সতীর্থদের বিরুদ্ধে মুখ খুলতে থাকেন তিনি। ডব্লিউটিসি ফাইনালে পরাজয়ের কয়েক দিন পরে অশ্বিন, ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে তিনি এই ফাইনালের একাদশ থেকে বাদ পড়া নিয়ে মুখে খুলেছিলেন। এই সাক্ষাৎকারে তাঁর একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন ফেলে দিয়েছিল। কারণ তিনি বলেছিলেন যে, ভারতীয় ড্রেসিংরুমে কোনও বন্ধু নেই, শুধু সহকর্মী রয়েছেন।
অশ্বিন বলেছিলেন, ‘একটা সময় ছিল, এই ভারতীয় দলের সবাই বন্ধু। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। এখন সবাই সবার সহকর্মী। এখন সাজঘরে বসে থাকা এক ক্রিকেটার তার পাশের ক্রিকেটারকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে। তাই সতীর্থের সঙ্গে গল্প করারও সময় নেই কারও কাছে।’
এখানেই থেমে থাকেননি অশ্বিন। তিনি আরও বলেন, 'যখন তুমি আইপিএল খেলো, তখন তোমার সতীর্থ অন্য দলের হয়ে খেলছে। তখন সে তোমার প্রতিপক্ষ। যত ভালো বন্ধু হোক না কেন। খেলার মাঝে সেই সম্পর্ককে টেনে নিয়ে আসা যায় না। যখন তুমি একাধিক দলে খেলবে, তখনও যে বন্ধুত্ব হবে না এমনটা একেবারেই আমি বলছি না। তবে সেটা কার্যত কঠিন ব্যাপার।'
আর কয়েকদিন পরই এশিয়া কাপ এবং পর ভারতের মাটিতে মেগা টুর্নামেন্ট বসতে চলেছে। ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলের অন্যতম দাবিদার বলা যেতেই পারে। যদিও সবটাই নির্ভর করবে নির্বাচকদের ওপর। তবে বিশ্বকাপের পর ডিসেম্বর এবং জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে ভারতীয় দলের। ফলে সেই দলে যে অশ্বিন থাকবেন তা বলার অপেক্ষা রাখে না।