দীপাবলির আগে ফুটপাতবাসীদের মসিহা হয়ে উঠলেন রহমানউল্লাহ গুরবাজ। রাত তিনটেয় গুজরাটের আমদাবাদের রাস্তায় বেরিয়ে চুপিসারে ফুটপাতবাসীদের টাকা দিলেন আফগানিস্তানের তারকা। কাউকে ডেকে ঘুম থেকে তোলেননি। চুপচাপ গিয়ে টাকা দিয়ে চলে যান তিনি। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি ভাইরাল হয়ে গিয়েছে। তবে তিনি নিজে সেই ভিডিয়ো করেননি বা দলের কোনও সতীর্থদের সেই ভিডিয়ো করতে বলেননি। বরং এক ব্যক্তি নিজে থেকেই সেই ভিডিয়ো করেন। আর তিনি গুরবাজের সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আর সেটাই চারিদিকে ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের মন জিতে নিয়েছেন আফগান তারকা। যিনি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) খেলেন। আগে আমদাবাদের দল গুজরাট টাইটানসে ছিলেন।
শুক্রবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবার বিশ্বকাপের শেষ ম্যাচ খেলেছে আফগানিস্তান। সেই ম্যাচের পর একা-একাই আমদাবাদের রাস্তায় বেরিয়ে পড়েন গুরবাজ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তা পুরো ধূ-ধূ করছে। রাস্তায় একটাও গাড়ি দেখা যায়নি। শুধু গুরবাজকে রাস্তায় দেখা যায়। রাস্তার পাশে গাড়ি দাঁড় করানো ছিল। আর তিনি ফুটপাতবাসীদের কাছে টাকা রেখে দিয়ে আসছিলেন।
গুরবাজের পিছনে এক মহিলা ছিলেন। তিনি সম্ভবতও ফুটপাতে থাকেন। রাতে আফগান তারকাকে আসতে দেখে তিনি সম্ভবত উঠে পড়েন। তিনি গুরবাজের পিছনে-পিছনে যেতে থাকেন। বাকিরা অবশ্য ঘুমোচ্ছিলেন। তাঁদের না ডেকেই টাকা দিয়ে আসেন আফগান তারকা। তবে গুরবাজ নিজে সেই ভিডিয়ো করেননি। বরং যে ব্যক্তি ওই ভিডিয়ো পোস্ট করেছেন, তিনি দাবি করেছেন যে তাঁর বাড়ির কাছে গুরবাজকে আসতে দেখেন। সেটা দেখেই ভিডিয়ো করতে শুরু করেন। তবে আফগান তারকার সঙ্গে কোনও কথা হয়নি। এমনকী তিনি সেই ভিডিয়ো পোস্ট করবেন কিনা, তা নিয়েও ধন্দে ছিলেন বলে দাবি করেছেন ওই ব্যক্তি।
তবে ওই ব্যক্তি সেই ভিডিয়ো পোস্ট করায় নেটিজেনরা প্রশংসা করেছেন। নাহলে গুরবাজ যে এত ভালো কাজ করছেন, সেটা কেউ জানতে পারতেন না। সেই সুরেই এক নেটিজেন বলেন, 'দারুণ উদ্যোগ গুরবাজের। স্যালুট। বিশ্বকাপে আমাদের হৃদয় জিতে নিয়েছেন আফগানিস্তানের খেলোয়াড়রা। আর এবার মাঠের বাইরেও যে এরকম দারুণ কাজ করছেন গুরবাজরা, তাতে তাঁরা বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হয়ে উঠবেন।' অপর একজন বলেন, 'গুরবাজকে ভালোবাসা। এই ক্রিকেটাররা জানেন যে কীভাবে আফগানিস্তান কষ্ট পেয়েছে।'
আরও পড়ুন: ENG vs AFG CWC 2023- ভারত আমাদের দ্বিতীয় বাড়ি- ইংল্যান্ডকে হারিয়ে KKR এর আফগান তারকার বড় দাবি