Ben Stokes ODI Retirement- এখনই একদিনের ক্রিকেট থেকে অবসর নেবেন না বেন স্টোকস। তিনি ইংল্যান্ডের হতাশাজনক বিশ্বকাপ অভিযান শেষ করার পরে এই বিষয়টি সামনে এসেছে। জানা গিয়েছে বিশ্বকাপের পরেই হাঁটুর অস্ত্রোপচার করাবেন বেন স্টোকস। তারপরেই ওডিআই-এ অবসর নিয়ে পুনরায় সিদ্ধান্ত নেবেন তিনি। তখনই জানা যাবে যে বেন স্টোকস ওডিআই ক্রিকেট থেকে অবসর নেবেন কিনা। চলতি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে ৭৬ বলে বেন স্টোকস করেছিলেন ৮৪ রান। এই ইনিংস ইংল্যান্ডকে পাকিস্তানের বিরুদ্ধে ৯৩ রানের জয় পেতে সাহায্য করেছিল। এই জয়ের ফলে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যোগ্যতা অর্জন করেছে ইংল্যান্ড দল। ২০১৯ সালের চ্যাম্পিয়নদের জন্য তাদের এবারের বিশ্বকাপের অভিযান খুব একটা ভালো হয়নি। এবারে বিশ্বকাপ গ্রুপ লিগে নিজেদের ৯টি ম্যাচের মধ্যে মাত্র তিনটি ম্যাচ জিতেছে ইংল্যান্ড। তবে বাকি ছয়টি ম্যাচই হেরেছে তারা। ইতিমধ্যে লিগ টেবিলে সাত নম্বরে রয়েছে জোস বাটলাররা।
ইডেনে অনুষ্ঠিত পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচটি শেষ হওয়া পরে বেন স্টোকসকে ৫০ ওভারের ক্রিকেট থেকে তাঁর অবসর নিয়ে জিজ্ঞাসা করা হয়। স্টোকস স্কাই স্পোর্টসকে বলেছিলেন, ‘এর আগেও আমি বলেছিলাম যে কাজের চাপের কারণেই এই ফর্ম্যাট থেকে আমি সরে দাঁড়িয়েছিলাম। আমি টেস্ট অধিনায়ক, সামনে অনেক খেলা আসছে, অনেক কিছু আছে যা আমি টেস্ট দলের হয়ে করতে চাই এবং এটি এমন একটি সিদ্ধান্ত যা সম্ভবত আমাকে বেশ কঠিন অবস্থায় ফেলে দিয়েছ। এই বিষয়টা নিয়ে আরও চিন্তা করতে হবে।’
বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য ওয়ানডে থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত ভেঙে দলে এসেছিলেন তিনি। তবে এবার দেশে ফেরার পর স্টোকস তাঁর বাম হাঁটুতে অস্ত্রোপচার করাবেন। তিনি জানুয়ারিতে ইংল্যান্ডের টেস্ট দলের সঙ্গে ভারত সফরে ফিট হওয়ার বিষয়ে আশাবাদী। তিনি জানিয়েছেন, ‘সামনেই ক্রিসমাস, এই সবকিছুর মধ্যে আমার হাঁটুকে ঠিক রাখাও আমার বড় কাজ। তাই আমি নিজেকে দ্রুত পুনরুদ্ধার করতে চাই।’
বেন স্টোকস বলেছিলেন যে জয়ের সঙ্গে ভারত ছেড়ে যাওয়ার সময় ইংল্যান্ড একটি ইতিবাচক নোটে টুর্নামেন্ট শেষ করতে পেরেছিল, এটি তাদের ৫০ ওভারের খেলায় যে ফাটল দেখা দিয়েছিল তা মেটাবে। স্টোকস বলেন, ‘পরাজয়ের চেয়ে শেষ ম্যাচে জয় নিয়ে বাড়ি ফিরে যাওয়াটা অনেক ভালো। কিন্তু আমি মনে করি না যে শেষ দুটি ম্যাচ সবকিছুকে ঢেকে ফেলবে। এই টুর্নামেন্টটি আমাদের জন্য স্পষ্টতই খুব হতাশাজনক ছিল। আমরা এটি সম্পর্কে খুব সচেতন।’ ইংল্যান্ড কেন শিরোপা ডিফেন্ড করতে পারল না, ভুলটা কোথায় হয়েছিল? এই প্রশ্নের ব্যাখ্যা করতে স্টোকস বলেন, ‘আমি এটা অনেকবারই বলছি যে, খুবই খারাপ খেলেছি। এটাকে ভুলতে হবে ও নতুন করে লড়াইয়ে নামতে হবে।’