শনিবার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে সেমিফাইনালে ওঠার একটি অসম্ভব লক্ষ্যকে সামনে রেখে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল পাকিস্তান। কিন্তু অঙ্কের জটিল সমীকরণের ধারেকাছে যাওয়া তো দূরের কথা, তারা ম্যাচটি হেরে বসে থাকে। টস জিতে ইংল্যান্ড ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গেই পাকিস্তান সেমিফাইনাল থেকে ছিটকে যায়। আর তার পর তো ৯৩ রানে খারাপ ভাবে ম্যাচটি হারেন বাবর আজমরা। এই প্রথম বার বিশ্বকাপের এক সংস্করণে তারা পাঁচটি ম্যাচ হারল।
ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে পাকিস্তানের বিপর্যয়ের জন্য অনেকেই দায়ী করেছেন বাবর আজমকে। তাঁকে নিয়ে তীব্র সমালোচনা চলছে। ব্যাটসম্যান হিসাবে বাবরের পারফরম্যান্সও আহামরি ছিল না। তিনি ৯টি ইনিংসে মাত্র ৩২০ রান করতে পেরেছিলেন, যা আগের বিশ্বকাপ সংস্করণে তাঁর সাফল্যের চেয়ে ১৫৪ রান কম।
যাইহোক, কিংবদন্তি ওয়াসিম আক্রম অবশ্য বাবরকে একা কাঠগড়ায় তুলতে রাজি নন। ‘এ স্পোর্টসে’ একটি সাক্ষাৎকার দেওয়া সময়ে আক্রম বরং ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে দলের শোচনীয় অবস্থার জন্য পাকিস্তানের ত্রুটিপূর্ণ ক্রিকেট ব্যবস্থাকেই দায়ী করেছেন।
আরও পড়ুন: ভারত-নেদারল্যান্ডস ম্যাচের লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে- https://bangla.hindustantimes.com/cricket/world-cup/ind-vs-ned-cwc-2023-live-india-vs-netherlands-icc-odi-world-cup-2023-live-updates-and-score-in-bengali-31699764861507.html
তাঁর স্পষ্ট দাবি, ‘অধিনায়ক একা খেলছেন না। হ্যাঁ তিনি এই বিশ্বকাপে এবং এশিয়া কাপেও অধিনায়কত্বে বিভিন্ন ভুল করেছেন। তবে তিনি একা দায়ী নন। এটি গত এক বছরের পুরো সিস্টেমের ত্রুটি। খেলোয়াড়রা এক বছর ধরে জানেনই না, কোচ কে। এখানে বাবরকে একা বলির পাঁঠা বানাতে পারেন না।’
আক্রম অবশ্য স্বীকার করেছেন যে, অধিনায়কত্বের চাপ বাবরের ব্যাটিংকে প্রভাবিত করেছে এবং এই বিশ্বকাপে তাঁর গড় ছিল মাত্র ৪০। এবং বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের কারণে আইসিসি ওডিআই ব্যাটিং র্যাঙ্কিংয়ে বাবর তাঁর এক নম্বর জায়গাও হারিয়েছেন।
আক্রম যোগ করেছেন, ‘বাবর একজন তারকা খেলোয়াড় এবং যখন তিনি খেলেন, তখন পুরো দেশ আনন্দিত এবং গর্বিত হয়। কিন্তু অধিনায়কত্ব বাবরের পারফরম্যান্সের উপর চাপ সৃষ্টি করেছে। বিশ্বকাপ এবং এশিয়া কাপ উভয় টুর্নামেন্টেই তিনি বেশ চাপেই ছিলেন। তাই এই চাপ কী ভাবে সামলাতে হয়, সেটা ওঁকে শিখতে হবে। আর যখন ক্রিজে ব্যাট করতে আসছেন, তখন একজন ব্যাটসম্যান হিসাবে শুধু নিজেকে ভাবতে হবে এবং কী ভাবে রান করা যায়, সেটা চিন্তা করতে হবে। এটা অবশ্য করার চেয়ে বলা সহজ।’
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মিসবাহ-উল-হক, যিনি এই অনুষ্ঠানেরই অংশ ছিলেন, তিনি আক্রমের সঙ্গে সহমত পোষণ করেন। তাঁর দাবি, যখন পুরো বোলিং ইউনিট এবং মিডল অর্ডার ব্যাটাররা পারফর্ম করতে ব্যর্থ হয়, তখন দলের এই দুর্বল পারফরম্যান্সের জন্য বাবরকে একা দোষ দেওয়া যায় না।
তিনি বলেছেন, ‘বাবরের একজন ভক্ত হিসাবে আমরা আশা করেছিলাম যে, তিনি সর্বোচ্চ তিন রান সংগ্রহকারীদের মধ্যে থাকবেন। কিন্তু ভারতীয় কন্ডিশনে তিনি ব্যর্থ হয়েছেন। তবে যদি ফাস্ট বোলার এবং স্পিনাররা পারফর্ম না করেন, তাহলে শুধু বাবরকেই দোষারোপ করা যায় না। কিন্তু যখন নেতৃত্বের কথা আসে, সবাইকেই দোষটা নিতে হয়, সেটা টিম ম্যানেজমেন্ট, নির্বাচক, কোচ এবং বাবরই- যেই হোক না কেন, কারণ প্লেয়ারদের সকলে মিলেই বেছে নিয়েছেন।’