চলতি বিশ্বকাপে রোহিত শর্মা চেনা ছন্দে রয়েছেন। সেই সঙ্গে অধিনায়ক হিসাবেও তিনি নজর কেড়েছেন। ব্যাট হাতে ইতিমধ্যে ৮ ম্যাচে ৪৪২ রান করে ফেলেছেন রোহিত। চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় তিনি পঞ্চম স্থানে রয়েছেন। তবে তাঁর সাফল্য তো অন্য জায়গায়। তিনি ভারতীয় ব্যাটিংয়ের শুরুতেই যে প্রভাব বিস্তার করে যাচ্ছেন, সেটা কোনও পরিসংখ্যানের মাপকাঠিতে মাপা যাবে না। এই টুর্নামেন্টের সেরা পাঁচ রান সংগ্রাহকের মধ্যে তাঁর স্ট্রাইকরেট সেরা। ১২২ স্ট্রাইকরেট তাঁর। এই টুর্নামেন্টে রোহিত যে ৪৪২ রান করেছেন, সবকটিই বিধ্বংসী মেজাজে করেছেন। এবং প্রতিটিই স্কোরই ভারতের জন্য অত্যন্ত মূল্যবান প্রমাণিত হয়েছে। এবং ভারতের প্রতিটি জয়েই (অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচটি ছাড়া) বড় ভূমিকা পালন করেছেন রোহিত।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের শেষ ম্যাচে তাঁর ৪০ রানের নকটি দুর্দান্ত ছিল। ইডেন গার্ডেন্সের যে পিচে স্ট্রোক খেলাটা কঠিন হয়ে উঠছিল, সেখানে রোহিত কিন্তু শুরুতেই বিধ্বংসী মেজাজে ভারতীয় ইনিংসকে প্রয়োজনীয় গতি দিয়ে গিয়েছিল। সেদিন মাত্র ২৪ বলে ৪০ রান করেছিলেন রোহিত। ইংল্যান্ডের বিপক্ষে তিনি যে মূল্যবান ৮৭ রানের ইনিংস খেলেছিলেন, সেটা কেই ভুলতে পারবেন না। সেই ম্যাচে ভারতের টপ-অর্ডার বড় ধাক্কা খেয়েছিল। তবে রোহিত হাল শক্ত হাতে ধরে রেখেছিলেন। অথবা বাংলাদেশের বিপক্ষে রান তাড়া করতে নেমে তাঁর কুইকফায়ার ৪৮-ও ভোলার নয়। এই বিশ্বকাপে যখনই রোহিত ব্যাট করতে নেমেছেন, তিনি কিন্তু শুরুতেই প্রতিপক্ষকে ব্যাকফুটে ফেলে দিয়েছেন।
রবিবার বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতের শেষ গ্রুপ-পর্বের ম্যাচ। তার আগে ভারত অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। দ্রাবিড় বলেছেন যে, রোহিত আসলে তাঁর পরে যাঁরা ব্যাট করতে আসছেন, তাঁদের কাজ অনেকটাই সহজ করে দিচ্ছেন।
আরও পড়ুন: আম্পায়াররা কোনও ভুল করেননি- টাইমড আউট বিতর্কে ম্যাথিউজকেই ঘুরিয়ে ধমক দিল এমসিসি
শনিবার দ্রাবিড় বলেছেন, ‘রোহিত যে এক জন ভালো নেতা, এতে কোনও সন্দেহ নেই। মাঠে সামনে থেকে ও নেতৃত্ব দেয়। শুধু অধিনায়ক হিসাবে নয়, ব্যাটার হিসাবেও প্রতিটা ম্যাচে রোহিত খুব ভালো শুরু করছে। তাতে আমাদের কাজটা অনেক সহজ হচ্ছে। বেশ কিছু ম্যাচেই আমরা এমন পরিস্থিতিতে ছিলাম, যেখান থেকে ফল অন্য রকম হতেই পারতো। তবে রোহিত যে ভাবে শুরুটা দিচ্ছে, বাকিদের জন্য খেলাটা সহজ হচ্ছে। অনেকেরই হয়তো মনে হতে পারে, আমরা সহজেই জিতছি। এর অন্যতম কারণ কিন্তু রোহিতের ব্যাটিং। যার ফলে খেলার শুরুতেই ম্যাচ আমাদের হাতে চলে আসছে। কঠিন পিচেও রোহিত যে ভাবে ব্যাট করছে তা এক কথায় অসাধারণ। অধিনায়ক যখন উদাহরণ তৈরি করে, বাকিরাও আত্মবিশ্বাস পায় এবং পরিকল্পনা অনুযায়ী খেলতে পারে।’
দ্রাবিড় রোহিতের অধিনায়কত্বের দক্ষতা নিয়ে উচ্ছ্বসিত। তিনি বলেছেন, ‘রোহিত যে ভাবে নেতৃত্ব দিচ্ছে, তা অসাধারণ। ‘অনেক দিন ধরেই রোহিত খুব ভাল অধিনায়কত্ব করছে> ও এমনই একজন নেতা, যাকে সতীর্থ এবং সাপোর্ট স্টাফরাও সম্মান করে। সেটা ও অর্জন করে নিয়েছে। রোহিতের পরিকল্পনা পরিষ্কার থাকে। ম্যাচের মধ্যে পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনায় বদল করতে পারে। সেই কারণেই বাকিদের থেকে ও এতটা সফল।’