শুভব্রত মুখার্জি: বুধবার অরুণ জেটলি স্টেডিয়ামে চলতি ওডিআই বিশ্বকাপে ভারত তাদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল আফগানিস্তানের। ম্যাচে একেবারে খুনে মেজাজে ব্যাটিং করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর হাত থেকে রেহাই পাননি কোনও আফগান বোলার। একের পর এক শটে অনায়াসে হাঁকাতে থাকেন বাউন্ডারি, ওভার বাউন্ডারি। আফগানিস্তান দল এদিন প্রথমে ব্যাট করে ভারতকে জয়ের জন্য ২৭৩ রানের লক্ষ্যমাত্রা দেয়। যা লড়াকু স্কোর হলেও, রোহিতের মারকুটে টি-২০ মেজাজের ব্যাটিংয়ে অনায়াসে জয় নিশ্চিত করে ফেলে ভারতীয় দল। আর এই ইনিংস খেলার মধ্যে দিয়ে এক অনন্য নজিরও গড়ে ফেলেন রোহিত শর্মা। প্রাক্তন অজি ওপেনার ম্যাথু হেডেনকে পিছনে ফেলে এই নজির গড়েন তিনি।
ওপেনার হিসাবে ওডিআই বিশ্বকাপের ৪৮ বছরের ইতিহাসে দ্রুততম শতরান করার নজিরটি গড়ে ফেলেন তিনি। মাত্র ৬৩ বলে তিনি তুলে নেন তাঁর বিশ্বকাপ ক্যারিয়ারে আরো একটি শতরান। টপকে যান ম্যাথু হেডেনকে। প্রসঙ্গত ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬৬ বলে শতরান করেছিলেন হেডেন। যা এতদিন পর্যন্ত ছিল ওপেনার হিসেবে দ্রুততম শতরান। এদিন আফগানদের বিরুদ্ধে সেই নজির ভেঙে দেন রোহিত শর্মা। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন কানাডার জন ডেভিসন। তিনি ২০০৩ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৬৭ বলে করেছিলেন তাঁর শতরান।
এদিন অরুন জেটলি স্টেডিয়ামে ইশান কিষানকে সঙ্গী করে ওপেন করতে নেমে প্রথম বল থেকেই একেবারে টি-২০ মেজাজে ব্যাট করতে থাকেন রোহিত শর্মা। মাত্র ৮৪ বল খেলে এদিন ১৩১ রান করেন ভারত অধিনায়ক। রশিদ খানের বলে বোল্ড আউট হয়ে যান তিনি। তাঁর আগে মারেন ১৬টি চার এবং ৫টি ছয়।স্ট্রাইক রেট ১৫৫.৯৫। ইশান কিষানের সঙ্গে প্রথম উইকেট জুটিতে করেন ১৫৬ রান। ১৮.৪ ওভারে রশিদ খানের বলে ইশান কিষান আউট হয়ে যাওয়ার পরে ভেঙে যায় জুটি। রোহিত যে মঞ্চ তৈরি করে দেন। আর তার ইনিংসের উপর দাঁড়িয়ে ভারত ৯০ বল বাকি থাকতে ৮ উইকেটে বড় জয় ছিনিয়ে নেয়।