শুভব্রত মুখার্জি: চলতি ওডিআই বিশ্বকাপের আসর শুরুর আগেই খারাপ খবর পেল শ্রীলঙ্কা শিবিরে। ১৯৯৬ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল শ্রীলঙ্কা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তবে তাদের প্রথম ম্যাচে ২২ গজে নামার আগেই বেশ খারাপ একটা খবর পেল তারা। দলের অন্যতম তারকা বোলার মাহিশ থিকশানাকে এই ম্যাচে পাবে না। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা এই তারকার হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। আর সেই কারণেই তাঁকে নিয়ে প্রথম ম্যাচেই খেলিয়ে ঝুঁকি নিতে চাইছে না শ্রীলঙ্কা দল। ফলে প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ম্যাচে মাহিশ থিকশানাকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচে থিকশানাকে পাচ্ছে না ধরে নিয়েই রণকৌশল সাজাতে শুরু করেছে শ্রীলঙ্কা। তবে প্রথম ম্যাচে না পেলেও চলতি বিশ্বকাপে লঙ্কান এই অফ-স্পিনারকে খুব শীঘ্রই পাওয়া যাবে বলে মনে করছেন শ্রীলঙ্কার কোচ ক্রিস সিলভারউড। কারণ হিসেবে শ্রীলঙ্কা দলের তরফে জানানো হয়েছে তারকা বোলার হ্যামস্ট্রিং চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি। তাই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই অফ স্পিনারকে খেলানো হবে না বলেই সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা দল।
প্রসঙ্গত গত মাসে এশিয়া কাপ চলাকালীন এই চোট পেয়েছিলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে ওই চোট পান থিকশানা। ফলে ফাইনালে ভারতের বিপক্ষে তাঁর খেলা হয়নি।ওই ম্যাচে শ্রীলঙ্কা ১০ উইকেটে হেরে গিয়েছিল ভারতের কাছে। উল্লেখ্য দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে শনিবার দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে শ্রীলঙ্কার। আর এই ম্যাচেই থিকশানাকে না পাওয়ার কথা ম্যাচের আগের দিন জানিয়ে দিয়েছেন কোচ ক্রিস সিলভারউড। তিনি বলেছেন, ‘থিকশানা হ্যামস্ট্রিং চোট থেকে সেরে ওঠার পথে রয়েছে। তাই এই ম্যাচের জন্য ওঁকে পাওয়া যাবে না। তবে আমরা আশা করছি, খুব দ্রুত ওঁকে পাওয়া যাবে। দলের বাকিদের চোট আঘাতের কোন সমস্যা নেই। বাকিরা সকলেই সুস্থ রয়েছে।’ বিশ্বকাপ অভিযান শুরু আগেই চোটের কারণে টুর্নামেন্টে ছিটকে গিয়েছেন পেসার দুশমন্ত চামিরা এবং লেগ স্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ফলে এই জায়গায় দাঁড়িয়ে থিকশানাকে কোনও ভাবেই হারাতে চায় না টিম ম্যানেজমেন্ট। ফলে প্রথম ম্যাচে তাঁকে নিয়ে কোন রকম কোন ঝুঁকির রাস্তাতেই হাঁটছেন না সিলভারউডরা।