আমদাবাদে টিম ইন্ডিয়াকে ফাইনালে হারিয়ে ষষ্ঠবারের জন্য বিশ্বকাপ জয়ী হল অস্ট্রেলিয়া। বল হাতে রোহিত শর্মাদের ২৫০ রানের নিচে আটকে দিলেও, রান তাড়া করতে নেমে প্রথমে তারা বিপর্যয়ের মুখে পড়ে। ৭ ওভারের মধ্যে তিনটি উইকেট হারায় তারা। এরপরেই ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করলেন ওপেনার ট্র্যাভিস হেড ও মিডিল অর্ডার ব্যাটার মার্নাস ল্যাবুশান। দু'জনে বড় পার্টনারশিপ গড়ে ম্যাচ জেতায় অস্ট্রেলিয়াকে। ৬ উইকেটে জেতে তারা।
এদিন হেডের তরফ থেকে শতরান এলেও, একটি প্রশংসাযোগ্য ইনিংস খেলেন ল্যাবুশান। ১১০ বল খেলে ৫৮ রান করেন তিনি। ম্যাচ শেষে, গলায় বিশ্বকাপ জয়ী দলের মেডেল পড়ে, সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই জয়ে তিনি অত্যন্ত খুশি এবং তিন মাস ধরে টানা ১৯টা ম্যাচ খেলে এমন সাফল্য একটা 'মিরাক্কেল'র সমান।
দলের জয়ের পেছনে এদিন একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে ল্যাবুশানের। ১১০ বলে ৫৮ রানের এই ইনিংসে, তিনি বাউন্ডারি হাকিয়েছেন মাত্র চারটি। এরপর লাগাতার স্ট্রাইক রোটেট করে তিনি ট্র্যাভিস হেডকে শতরান করার পাশাপাশি অস্ট্রেলিয়াকে ম্যাচ জিততে সাহায্য করেন। ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে তিনি জানান, 'এই জয় আমি চিরকাল মনে রাখবো এবং এই ইনিংস আমার নজরে চিরকাল সেরা ইনিংসের মধ্যে একটি হয়ে থাকবে। যেভাবে টুর্নামেন্ট আমাদের পক্ষে গিয়েছে, সত্যি আমি বিশ্বাস করতে পারছি না। তবে আমি নিজের উপর বিশ্বাস রাখি এবং ঈশ্বরের উপরেও বিশ্বাস রাখি। আগেরদিন রাত ১০টাতেও জানতাম না যে আমি সুযোগ পাবো কিনা, কিন্তু অবশেষে আমি পেয়েছি এবং করে দেখিয়েছি যা দল চাইছিল আমার থেকে।'
এছাড়াও মার্নাস জানান, 'আমি চিরকাল দল ও ম্যানেজমেন্ট এর কাছে কৃতজ্ঞ থাকব আমায় জায়গা দেওয়ার জন্য। এই মিরাক্কেলটা আমি বিশ্বাসই করতে পারছিনা। আমি গতকাল রাতে খাটে বসে ভাবছিলাম দলে জায়গা পাবো কিনা আর পেলেও আমার ভূমিকা কি হবে। তবে রাত দশটা নাগাদ আমি খবর পাই যে আমি লিংক একাদশে সুযোগ পেয়েছি এবং তাতে চাপমুক্ত হই। এমনকী আমি দক্ষিণ আফ্রিকার সফরেও সুযোগ পাইনি, কিন্তু অবশেষে পেয়ে যাই। তারপর থেকে বিশ্বকাপ পর্যন্ত টানা ম্যাচ খেলে যাই। আমি আমার দল কোচ ও টিম ম্যানেজমেন্ট সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। অবশেষে জয় আমাদেরই হলো।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে